Bangladesh Society and Culture Previous Year Brief Solution
2015
ক) নরগোষ্ঠী কী?
Ans: নরগোষ্ঠী বলতে কোনও মানবসমাজে বিদ্যমান বহুসংখ্যক মানুষের একটি গোষ্ঠীকে বোঝায় যার সদস্যরা কিছু সাধারণ শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে একে অপরের সাথে একাত্মতা প্রকাশ করে এবং অনুরূপ অন্যান্য গোষ্ঠী থেকে নিজেদেরকে স্বতন্ত্র হিসেবে গণ্য করে।
খ) ‘Kinship’ প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
Ans: ম্যালিনোস্কি ও র্যাডক্লিফ ব্রাউন।
গ) কত সালে জমিদারী প্রথা উচ্ছেদ হয়?
Ans: 1950.
ঘ) ‘Six Villages of Bangul’ গ্রন্থের লেখক কে?
Ans: রামকৃষ্ণ মুখার্জি।
ঙ) BRDB-এর পূর্ণরূপ কী?
Ans: Bangladesh Rural Development Board / বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি).
চ) CASTE শব্দটি কোন শব্দ থেকে উদ্ভুত হয়েছে?
Ans: Caste শব্দটি পর্তুগীজ Castu (অর্থ শ্রেণী বা রঙ) শব্দ থেকে গৃহীত হয়েছে।
ছ) ‘Class, Status and Power’ গ্রন্থটির রচয়িতা কে?
Ans: ম্যাক্স ওয়েবার।
জ) ‘বিজু’ কোন এথনিক গোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব?
Ans: চাকমা.
আরো পড়ুনঃ Special Brief Suggestion Bangladesh Society and Culture
ঝ) বাংলাদেশে অতিনগরায়ণের যে কোনো একটি কারণ লিখ।
Ans: গ্রামাঞ্চলে কর্মসংস্থানের সুযোগের অভাব।
ঞ) BARD কোথায় অবস্থিত?
Ans: কুমিল্লা।
ট) ব্র্যাক এর প্রতিষ্ঠাতা কে?
Ans: Fazle Hasan Abed.
ঠ) লিঙ্গ এবং জেন্ডার এর মধ্যে মৌলিক পার্থক্য কী?
Ans: লিঙ্গ হচ্ছে নারীত্ব ও পুরুষত্বের জৈবিক বা শারীরিক উপাদান। অপরপক্ষে, জেন্ডার হচ্ছে নারী ও পুরুষ সম্বন্ধীয় মনস্তাত্ত্বিক, সামাজিক ও সাংস্কৃতিক বোধ।
2016
ক) ‘চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা’ কে প্রবর্তন করেন?
Ans: লর্ড কর্নওয়ালিস।
খ) ‘Dynamics of Bangladesh Society’ গ্রন্থটির রচয়িতা কে?
Ans: এ.কে. নাজমুল করিম।
গ) বাংলাদেশের উত্তরাঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লিখ।
Ans: সাঁওতাল।
ঘ) কোন তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়?
Ans: March 8.
ঙ) লেভিরেট বিবাহ কী?
Ans: মৃত স্বামীর কোনো ভাইয়ের সাথে কোনো বিধবা নারীর বিবাহ সম্পন্ন হওয়াই লেভিরেট বিবাহ।
চ) BARD এর পূর্ণরূপ লিখ।
Ans: Bangladesh Rural Development Board / বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি).
ছ) মানব সমাজের গুরুত্বপূর্ণ প্রাথমিক গোষ্ঠী কোনটি?
Ans: পরিবার (Family)।
জ) দাসপ্রথা প্রথম কোথায় বিস্তার লাভ করেছিল?
Ans: মেসোপটেমিয়ায়।
ঝ) জীবন নির্বাহী খামার বলতে কী বোঝ?
Ans: জীবন নির্বাহী খামার বলতে এমন খামারকে বোঝায় যা থেকে উৎপাদিত পণ্যের বাজারজাত করণের মাধ্যমে যে অর্থ উপার্জন হয় তা থেকে ব্যক্তি এবং পরিবারের ভরণপোষণ হয়ে থাকে।
ঞ) জাতীয় নারী উন্নয়ন নীতি ঘোষিত হয়?
Ans: ১৯৯৬ সালের ১২ জুন।
ট) বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত?
Ans: ১৩.৪৭% (২০২০ – ২১)।
ঠ) স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিল?
Ans: 11.
2017
ক) দ্বি-জাতি তত্ত্বের প্রবক্তা কে?
Ans: মোহাম্মদ আলী জিন্নাহ ।
খ) বাংলাদেশে বসবাসরত বৃহৎ এথনিক গোষ্ঠী কোনটি?
Ans: চাকমা।
গ) ‘The History of Human Marriage’ গ্রন্থটির রচয়িতা কে?
Ans: Edvard Westermarck.
ঘ) গ্রামীণ এলিট কারা?
Ans: গ্রামীণ ধনীক শ্রেণী।
ঙ) আরোপিত মর্যাদা কী?
Ans: আরোপিত মর্যাদা হলো এমন মর্যাদা যা ব্যক্তির নিজস্ব কর্ম, যোগ্যতা বা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হয় না, বরং জন্ম, বর্ণ, ধর্ম, জাতি, লিঙ্গ, প্রভৃতি নির্ধারক বিষয়ের ভিত্তিতে নির্ধারিত হয়।
চ) সুশীল সমাজ ধারণাটির প্রবক্তা কে?
Ans: জ্যাঁ জ্যাক রুশো ।
আরো পড়ুনঃ Political Organaization Previous year Brief
ছ) সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরনসমূহ কী?
Ans: দাস প্রথা, সামন্ত প্রথা, সামাজিক শ্রেণি এবং বর্ণ প্রথা।
জ) ‘সাংগ্রেং’ কোন এথনিক সম্প্রদায়ের অনুষ্ঠান?
Ans: রাখাইন সম্প্রদায়ের অনুষ্ঠান।
ঝ) মেগাসিটি কী?
Ans: মেগাসিটি হল একটি অতিবৃহৎ শহর যার ১ কোটি বা তার বেশি জনসংখ্যা রয়েছে।
ঞ) বাংলাদেশে কর্মরত দুটি বেসরকারি সংস্থার নাম লিখ।
Ans: Brac, Asha.
ট) BRAC-এর পূর্ণরূপ কী?
Ans: Bangladesh Rural Advancement Committee.
ঠ) স্বাধীনতাযুদ্ধে বাংলাদেশ কতটি সেক্টরে বিভক্ত ছিল?
Ans: 11.
2018
ক) ‘The Dynamics of Rural Society’ গ্রন্থটির রচয়িতা কে?
Ans: Ramkrishna Mukharjee.
খ) বাংলাদেশের সাংবিধানিক নাম কী?
Ans: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
গ) পরিবার গঠনের পূর্বশর্ত কী?
Ans: বিবাহ।
ঘ) ভূমিস্বত্ব ব্যবস্থা কী?
Ans: ভূমিস্বত্ব ব্যবস্থা হলো ভূমি (জমি) ব্যবহার, মালিকানা, নিয়ন্ত্রণ এবং উত্তরাধিকার সংক্রান্ত আইন, নীতি ও রীতির সমষ্টি।
ঙ) সরোরেট বিবাহ কী?
Ans: মৃত স্ত্রীর কোনো বোন কে বিবাহ করাকে সরোরেট বিবাহ বলে।
চ) “A caste is doubtlessly a closed status group”-উক্তিটি কার?
Ans: ম্যাক্স ওয়েবারের।
ছ) চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
Ans: লর্ড কর্ণওয়ালিস.
জ) বাংলাদেশের বৃহত্তম এথনিক গোষ্ঠী কোনটি?
Ans: Chakma.
ঝ) জাতিসত্তা কী?
Ans: জাতিসত্তা হলো জাতিগত পরিচয়।
ঞ) ‘বাংলাদেশের পল্লী উন্নয়ন বোর্ড’ কত সালে গঠিত হয়?
Ans: ১৯৮২.
(ধ) নগর দারিদ্র্য কী?
Ans: নগর দারিদ্র্য হলো শহরাঞ্চলে বসবাসকারী মানুষের মধ্যে দারিদ্র্য।
(ন) ‘CEDAW’ এর পূর্ণরূপ কী?
Ans: Convention on the Elimination of all form of Discrimination Against Women ।
2019
ক) ‘Political Elites in Bangladesh’ গ্রন্থটির রচয়িতা কে?
Ans: ড. রঙ্গলাল সেন।
খ) মাতৃতান্ত্রিক পরিবারের একটি উদাহরণ দাও।
Ans: গারোদের সমাজ মাতৃতান্ত্রিক।
গ) কত সালে জমিদারি প্রথা উচ্ছেদ হয়?
Ans: 1950.
ঘ) জ্ঞাতিসম্পর্ক প্রধানত কত প্রকার?
Ans: দুই প্রকার।
ঙ) স্বাধীন বাংলাদেশে প্রথম ভূমি সংস্কার আইন কত সালে প্রণীত হয়?
Ans: ১৯৭৩ সালে.
চ) বাংলাদেশের উত্তরাঞ্চলীয় একটি এতনিক গোষ্ঠীর নাম লিখ।
Ans: সাঁওতাল।
ছ) পুশ ফ্যাক্টর কী?
Ans: পুশ ফ্যাক্টর হল এমন কারণ যা মানুষকে তাদের বর্তমান অবস্থান থেকে অন্যত্র চলে যেতে বাধ্য করে।
জ) অবস্তুগত সংস্কৃতির একটি উদাহরণ দাও।
Ans: রীতিনীতি।
ঝ) BARD এর পূর্ণরূপ কী?
Ans: Bangladesh Academy for Rural Development.
ঞ) আন্তর্জাতিক নারী দিবস’ কত তারিখ পালিত হয়?
Ans: March 8.
ট) বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
Ans: ১.৩৭% ।
ঠ) বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি?
Ans: 50.
2020
ক) ‘Dynamics of Bangladesh Society’ গ্রন্থটির রচয়িতা কে?
Ans: এ.কে. নাজমুল করিম।
খ) ‘Family’ শব্দটি কোন প্রত্যয় থেকে এসেছে?
Ans: রোমান শব্দ Famulus থেকে Family শব্দের উৎপত্তি।
গ) নয়াবাস পরিবার কী?
Ans: নয়াবাস পরিবার হলো এমন একটি পরিবার যেখানে বিবাহিত দম্পতি স্বামী বা স্ত্রীর পিতার বাড়িতে না থেকে পৃথক বাড়িতে বসবাস করে।
ঘ) ‘চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা’ কে প্রবর্তন করেন?
Ans: লর্ড কর্নওয়ালিস।
আরো পড়ুনঃ মার্কিন রাষ্ট্রপতির ভূমিকা আলোচনা কর
ঙ) WAD এর পূর্ণরূপ কী?
Ans: Women and Development.
চ) সামাজিক স্তরবিন্যাসের প্রধান ধরনসমূহ কী?
Ans: শ্রেণি-ভিত্তিক স্তরবিন্যাস, বর্ণ-ভিত্তিক স্তরবিন্যাস, বৈষম্যমূলক স্তরবিন্যাস.
ছ) চাকমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় উৎসব কোনটি?
Ans: বিজু।
জ) “No society is classless or unstratified” উক্তিটি কে করেছেন?
Ans: কিংসলে ডেভিস এবং উইলবার্ট মুর।
ঝ) BARD কোথায় অবস্থিত?
Ans: কুমিল্লা।
ঞ) ধর্ম কী?
Ans: ধর্ম হলো এক ধরনের বিশ্বাস ব্যবস্থা যা ব্যক্তিগত ও সামাজিক জীবনের বিভিন্ন দিককে প্রভাবিত করে।
ঠ) তেভাগা আন্দোলনের নেত্রী কে ছিলেন?
Ans: ইলা মিত্র।
ঠ) বাংলাদেশে বসবাসরত দুটি উপজাতির নাম লেখ।
Ans: সাঁওতাল, মনিপুরী।
2021
ক) ‘Political Elites in Bangladesh গ্রন্থটির রচয়িতা কে?
Ans: রঙ্গলাল সেন।
খ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি?
Ans: ২১ ফেব্রুয়ারি।
গ) বাংলাদেশের উত্তরাঞ্চলীয় একটি এথনিক গোষ্ঠীর নাম লেখ।
Ans: সাঁওতাল।
ঘ) ‘Kinship’ প্রত্যয়টি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
Ans: ম্যালিনোস্কি ও র্যাডক্লিফ ব্রাউন।
ঙ) লেভিরেট বিবাহ কী?
Ans: মৃত ভাইয়ের নিঃসন্তান বিধবা স্ত্রীকে বিবাহ।
চ) বাংলাদেশে কত বিঘা পর্যন্ত ভূমির খাজনা মওকুফ করা হয়?
Ans: ২৫ বিঘা।
ছ) কে দাসদেরকে জীবন্ত হাতিয়ার বলে উল্লেখ করেছেন?
Ans: এরিস্টটল।
জ) BRDB এর পূর্ণরূপ লেখ।
Ans: Bangladesh Rural Development Board.
ঝ) গারোদের ভাষার নাম কী?
Ans: মান্দি।
ঞ) সংস্কৃতির প্রধান দু’টি ধরন কী?
Ans: বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতি।
ট) পুশ ফ্যাক্টর কী?
Ans: পুশ ফ্যাক্টর হল এমন কারণ যা মানুষকে তাদের বর্তমান অবস্থান থেকে অন্যত্র চলে যেতে বাধ্য করে।
ঠ) মেগাসিটি কী?
Ans: মেগাসিটি হল একটি অতিবৃহৎ শহর যার ১ কোটি বা তার বেশি জনসংখ্যা রয়েছে।
2022
(ক) ‘Six Villages in Bengal’ গ্রন্থটির রচয়িতা কে?
Ans: রামকৃষ্ণ মুখার্জী।
(গ) বাংলাদেশের কোন উপজাতি মুসলিম?
Ans: মনিপুরি।
(গ) আরোপিত মর্যাদা কী?
Ans: আরোপিত মর্যাদা হলো এমন মর্যাদা যা ব্যক্তির নিজস্ব কর্ম, যোগ্যতা বা অর্জনের ভিত্তিতে নির্ধারিত হয় না, বরং জন্ম, বর্ণ, ধর্ম, জাতি, লিঙ্গ, প্রভৃতি নির্ধারক বিষয়ের ভিত্তিতে নির্ধারিত হয়।
(ঘ) ‘কুমিল্লা মডেল’ কে চালু করেন?
Ans: আখতার হামিদ খান।
(ঙ) গ্রামীণ শ্রেণি কাঠামোর মূল ভিত্তি কী?
Ans: ভূমি মালিকানা।
(চ) সরোরেট বিবাহ কী?
Ans: মৃত স্ত্রীর কোনো বোন কে বিবাহ করাকে সরোরেট বিবাহ বলে।
(ছ) চাকমাদের বর্ষবরণ অনুষ্ঠানকে কী বলে?
Ans: বিজু।
(জ) রাখাইনরা কোন জেলায় বাস করে?
Ans: কক্সবাজার, পটুয়াখালি ও বরগুনা জেলায়।
(ঝ) কোন সংস্থা ২১শে ফ্রেব্রুয়ারিকে “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে ঘোষণা করে?
Ans: UNESCO.
(ঞ) CEDAW-এর পূর্ণরূপ লেখ।
Ans: Convention on the Elimination of all Forms of Discrimination Against Women.
(ট) বাংলাদেশে যৌতুক নিরোধ আইন কত সালে প্রণয়ন করা হয়?
Ans: 1980.
(ঠ) ‘Secularism’ শব্দের অর্থ কী?
Ans: ধর্মনিরপেক্ষতাবাদ।