Political Organaization Previous year Brief

Political Organaization Previous year Brief

২০১৫

ক) Aristotle-এর মতে সর্বোত্তম সরকার কোনটি?

Ans: পলিটি বা মধ্যম।

খ) ‘Demos’ শব্দের অর্থ কী?

Ans: জনগণ।

গ) “The system of fundamental political institutions is the constitution” উক্তিটি কার?

Ans: Prof. H. Finer.

ঘ) পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোনটি?

Ans: যুক্তরাষ্ট্রের সংবিধান।

ঙ) রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

Ans: সার্বভৌমত্ব।

আরো পড়ুনঃ জলবায়ু পরিবর্তন বলতে কী বোঝায়?

চ) সংসদীয় সরকার ব্যবস্থায় আইন সভার প্রধান কে?

Ans: স্পিকার।

ছ) গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম কী?

Ans: United Kingdom of Great Britain and Northern Ireland.

জ) লর্ড সভার সভাপতিত্ব করেন কে?

Ans: লর্ড চ্যান্সেলর।

(ঝ) মার্কিন যুক্তরাষ্ট্রের অংগরাষ্ট্র কয়টি? 

Ans: ৫০টি।

ঘ) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?

Ans: পরোক্ষ নির্বাচন (Electoral College এর ভোটের মাধ্যমে) মাধ্যমে।

 ট) মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার নিম্নকক্ষের নাম কি?

Ans: হাউজ অব রিপ্রেজেন্টেটিভস বা মার্কিন প্রতিনিধি সভা।

ঠ) গৌরবময় বিপ্লব কোন সালে সংঘটিত হয়?

Ans: ১৬৮৮।

২০১৬

(ক) ‘Constitution is the way of life’ উক্তি কার?

Ans: এরিস্টটল।

(খ) ম্যাগনাকাটা কত সালে স্বাক্ষরিত হয়?

Ans: ১২১৫।

(গ) সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার ও কী কী?

Ans: সংশোধনের ভিত্তিতে সংবিধান কে দুই ভাগে ভাগ করা হয়। যথা: ক) সুপরিবর্তনীয় সংবিধান, খ) দুষ্পরিবর্তনীয় সংবিধান।

(ঘ) সংবিধানের দুটি উৎসের নাম লিখ।

Ans: ঐতিহাসিক সনদ, বিধিবদ্ধ আইন।

(ঙ) ‘Foedus’ শব্দের অর্থ কী?

Ans: সন্ধি বা মিলন।

(চ) নাৎসিবাদের জনক কে?

Ans: এডলফ হিটলার।

(ছ) বৃটেনের সর্বোচ্চ আদালতের নাম কী?

Ans: লর্ডসভা।

(জ) পৃথিবীর কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে?

Ans:  ব্রিটেন।

আরো পড়ুনঃ সমাজ বিজ্ঞান পরিচিতি বিগত সালের প্রশ্ন

(ঝ) বৃটেনের কমন্স সভার সদস্য কত?

Ans: ৬৫০ জন।

(ঞ) মার্কিন যুক্তরাষ্ট্রর প্রথম রাষ্ট্রপতি কে?

Ans: জর্জ ওয়াশিংটন।

(ট) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির কার্যকাল কত বছর?

Ans: ৪ বছর।

(ঠ) মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইলেকটোরাল কলেজের’ সদস্য সংখ্যা কত?

Ans: ৫৩৮ জন।

২০১৭

 (ক) ‘Modern Constitution’ বইটির লেখক কে?

Ans: কে সি হুইয়ার।

(খ) ‘Sovereignty’ শব্দের উৎস কি?

Ans: ‘Sovereignty’ শব্দটি লাতিন শব্দ Superanus এবং Sovrano শব্দ থেকে এসেছে।

(গ) ব্রিটেনের গৌরবময় বিপ্লব কখন সংঘটিত হয়?

Ans: ১৬৮৮।

(ঘ) ব্রিটেরেনর বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি?

Ans: ঋষি সুনাক।

(ঙ) সরকারের অঙ্গসমূহ কি কি?

Ans: আইন বিভাগ, বিচার বিভাগ ও শাসন বিভাগ। 

(চ) ব্রিটিশ আইনসভা কয় কক্ষবিশিষ্ট?

Ans: দ্বি-কক্ষ-বিশিষ্ট। 

(ছ) কত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান গৃহীত হয়?

Ans: September 17, 1787

(জ) মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলের নাম কি?

Ans: ডেমোক্রেটিক পার্টি।

(ঝ) মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন?

Ans: Electoral College এর ভোটের মাধ্যমে।

(ঞ) মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটোক্ষমতা কে প্রয়োগ করেন?

Ans: President.

(ট) মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি। কে? 

Ans: ভাইস প্রেসিডেন্ট।

(ঠ) লর্ডসভার সভাপতিত্ব করেন কে?

Ans: লর্ড চ্যান্সেলর।

২০১৮

(ক) “Constitution is the way of life”-উক্তিটি কার?

Ans: Aristotle.

(খ) ‘Demos’ শব্দের অর্থ কি?

Ans: জনগণ।

(গ) ফ্যাসিবাদের জনক কে?

Ans: বেনিটো মুসোলিনি।

(ঘ) রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

Ans: সার্বভৌমত্ব।

(ঙ) ম্যাগনাকার্টা কত সালে স্বাক্ষরিত হয়?

Ans: ১২১৫।

(চ) ব্রিটেনের কমন্স সভার সদস্য সংখ্যা কত?

Ans: ৬৫০ জন।

(ছ) গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম কি?

Ans: The United Kingdom of Great Britain and North Ireland.

(জ) ‘The Spirit of Laws’-গ্রন্থটির লেখক কে

Ans: মন্টেস্কু।

আরো পড়ুনঃ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের যে কোনো দুটো সেক্টর সম্পর্কে লিখ

ঝ) মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান রাষ্ট্রপতির নাম কি?

Ans: জোসেফ রবিনেট বাইডেন জুনিয়র।

(ঞ) পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোনটি?

Ans: মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।

(ট) মার্কিন যুক্তরাষ্ট্রের অংগরাষ্ট্র কতটি?

Ans: ৫০।

ঠ) সংবিধানের দুটি উৎসের নাম লিখ।

Ans: সন্ধি ও চুক্তি,  প্রথাগত আইন।

২০১৯

(ক) “গণতন্ত্র হলো জনগণের দ্বারা, জনগণের জন্য এবং জনগণের সরকার”-উক্তিটি কার?

Ans: আব্রাহাম লিঙ্কন।

(খ) সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান কত প্রকার ও কী কী?

Ans: সংশোধন পদ্ধতি অনুসারে সংবিধান ২ প্রকার। যথাঃ- সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়। 

(গ) সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?

Ans: নির্বাচকমন্ডলী। 

(ঘ) সংসদীয় গণতন্ত্রের জনক কে?

Ans: জন লক।

(ঙ) “The Spirit of laws” গ্রন্থটির লেখক কে?

Ans: মন্টেস্কু।

(চ) ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? 

Ans: মন্টেস্কু।

(ছ) সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার প্রধান কে?

Ans: স্পীকার।

(জ) ‘Foedus’ শব্দের অর্থ কী? 

Ans: সন্ধি বা মিলন।

(ঝ) “Electorate is the main basis of Representative democracy” উক্তিটি কার?

Ans: Prof. Willoughby.

(ঞ) ব্রিটেনে গোরবময় বিপ্লব কখন সংগঠিত হয়?

Ans: ১৬৮৮।

(ট) মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইলেকটোরাল কলেজের’ সদস্য সংখ্যা কত?

Ans: ৫৩৮।

(ঠ) মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপতি কে? 

Ans: মার্কিন উপ-রাষ্ট্রপতি।

২০২০

(ক) ‘Demos’ শব্দের অর্থ কী?

Ans: জনগণ।

(খ) ‘Modern Constitution’ গ্রন্থটির লেখক কে?

Ans: K।C Wheare.

(গ) সংসদীয় সরকার পদ্ধতি কোন দেশে প্রচলিত আছে?

Ans: বাংলাদেশ এবং ব্রিটেন।

(ঘ) চাপসৃষ্টিকারী গোষ্ঠীর দুটি উদাহরণ দাও।

Ans: ছাত্র সংসদ, শ্রমিক সংঘ।

(ঙ) সরকারের অঙ্গ কতটি

Ans: ৩।

(চ) ‘ম্যাগনাকার্টা’ কত সালে স্বাক্ষরিত হয়?

Ans: ১২১৫।

(ছ) মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কী?

Ans: কংগ্রেস।

(জ) যুক্তরাজ্যের সরকার প্রধান কে?

Ans: প্রধানমন্ত্রী।

(ঝ) ফ্যাসিবাদের জনক কে?

Ans:  মুসোলিনি।

(ঞ) মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো ক্ষমতা প্রয়োগ করেন কে?

Ans: President.

(ট) মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কতটি?

Ans: ৫০।

(ঠ) লর্ডসভায় সভাপতিত্ব করেন কে?

Ans: লর্ড চ্যান্সেলর।

২০২১

(ক) “Constitution is the way life the state has chosen for itself” উক্তিটি কার?

Ans:   এরিস্টটলের।

(খ) ‘Foedus’ শব্দের অর্থ কী?

Ans:   সন্ধি বা মিলন।

(গ) সরকারের চতুর্থ অঙ্গ কোনটি?

Ans:   নির্বাচকমন্ডলী।

(ঘ) The Spirit of Laws’ গ্রন্থের প্রণেতা কে?

Ans:  মন্টেস্কু।

(ঙ) ‘Federal Government’ গ্রন্থের লেখক কে?

Ans:   K. C. Wheare.

(চ) গৌরবময় বিপ্লব কোন সালে সংঘটিত হয়?

Ans:  ১৬৮৮ সালে।

(ছ) মার্কিন যুক্তরাষ্ট্রের ‘ইলেকটোরাল কলেজের’ সদস্য সংখ্যা কত?

Ans:  ৫৩৮।

(জ) রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?

Ans: সার্বভৌমত্ব।

(ঝ) পৃথিবীর কোন দেশের সংবিধান বিবর্তনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে?

Ans: বৃটেন।

(ঞ) গ্রেট ব্রিটেনের সাংবিধানিক নাম কী?

Ans: United Kingdom of Great Britain and Northern Ireland.

(ট) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি কে?

Ans:  জর্জ ওয়াশিংটন।

(ঠ) মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটের সভাপত্বি কে করেন?

Ans: মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট।

২০২২

(ক) Modern Constitution বইটির লেখক কে?

Ans: কে সি হুইয়ার।

(খ) সংবিধানের দুটি উৎসের নাম লেখ।

Ans: সন্ধি ও চুক্তি,  প্রথাগত আইন।

(গ) ফ্যাসিবাদের জনক কে?

Ans: বেনিটো মুসোলিনি।

(ঘ) চাপ সৃষ্টিকারী দুটি গোষ্ঠীর উদাহরণ দাও।

Ans: ছাত্র সংসদ, শ্রমিক সংঘ।

(ঙ) ক্ষমতার স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে?

Ans: মন্টেস্কু।

(চ) সংসদীয় সরকার ব্যবস্থায় আইনসভার প্রধান কে?

Ans: স্পীকার।

(ছ) ‘ম্যাগনাকার্টা’ কত সালে স্বাক্ষরিত হয়?

Ans: ১২১৫।

(জ) লর্ড সভার সভাপতিত্ব করেন কে?

Ans: লর্ড চ্যান্সেলর।

(ঝ) ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?

Ans: ঋষি সুনাক।

আরো পড়ুনঃ Sociology of Bangladesh Suggestion Session (2021-22)

(ঞ) USA-এর পূর্ণরূপ কী?

Ans: United States of America.

(ট) পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম লিখিত সংবিধান কোনটি?

Ans: মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান।

(ঠ) মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য কতটি?

Ans: ৫০টি ।

Shihabur Rahaman
Shihabur Rahaman

Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 263