স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিগত সালের বিফ 

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস বিগত সালের বিফ 

2022

(ক) কোন প্রাচীন গ্রন্থে ‘বংগ’ নামের উল্লেখ পাওয়া যায়?

Ans: ঐতরেয় আরণ্যক.

(খ) বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে?

Ans: কর্কটক্রান্তি রেখা.

(গ) অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

Ans: হোসেন শহীদ সোহরাওয়ার্দী।

(ঘ) আওয়ামী মুসলিম লীগের প্রথম সেক্রেটারী কে ছিলেন?

Ans: শামসুল হক.

(৪) ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনি প্রতীক কী ছিল?

Ans: নৌকা.

(চ) পাকিস্তানে প্রথম কত সালে সামরিক শাসন জারি করা হয়?

Ans: ১৯৫৮ সালের ৭ই অক্টোবর.

(ছ) ১৯৬৯ সালে গণঅভ্যুত্থানের দুইজন শহীদের নাম লেখ। 

Ans: শহীদ রুস্তম ও শহীদ মতিউর।

(জ) মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন ছিল?

Ans: সেক্টর নং ২।

(ঝ) মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান কে পরিচালনা করেন?

Ans: তওফিক ইলাহী চৌধুরী।

৫) মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী? 

Ans: বীরশ্রেষ্ঠ ।

(ট) বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছে?

Ans: ১৬ ডিসেম্বর ১৯৭২.

(ঠ) বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

Ans: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর.

2021

(ক) বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কী?

Ans: চর্যাপদ।

(খ) ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ কে উত্থাপন করেন?

Ans: শেরে বাংলা এ কে ফজলুল হক.

আরো পড়ুনঃ আগরতলা ষড়যন্ত্র মামলা কী? 

(গ) কার নেতৃত্বে ‘তমদ্দুম মজলিশ’ গঠিত হয়?

Ans: অধ্যাপক আবুল কাসেম.

(ঘ) যুক্তফ্রন্টে কয়টি রাজনৈতিক দল যোগ দিয়েছিল?

Ans: চার টি ।

(৫) ছয়দফা কর্মসূচি কে পেশ করেন? 

Ans: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান.

(চ) আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামি করা হয়েছিল?

Ans: ৩৫ জন.

(ছ) কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয়? 

Ans: ২৫ মার্চ.

(জ) মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিলা?

Ans: মুজিবনগর সরকার, মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা আম্রকাননে, বর্তমানে মুজিবনগর কমপ্লেক্স এ গঠিত হয়।  

(ঝ) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

Ans: ১১টি

(ঞ) ) ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 

Ans: ১৯৭১ সালের ৬ ডিসেম্বর.

(ট) মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব লাভ করেন?

Ans: 677. 

(ঠ ) বাকশাল এর পূর্ণ শব্দরূপ কী? 

Ans: “বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ”।

2020

(ক) বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?

Ans: গৌড়ীয় অপভ্রংশ।

(খ) দ্বি-জাতি তত্ত্বের প্রবর্তক কে?

Ans: মোহাম্মদ আলী জিন্নাহ.

(গ) বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?

Ans: আ স ম আবদুর রব।

(ঘ) মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

Ans: তাজউদ্দীন আহমদ.

(ঙ) আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?

Ans: মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী.

(চ) ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে?

Ans: ২১টি.

(ছ) মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল?

Ans: ৮০,০০০ জন।

(জ) L.F.O এর পূর্ণরূপ কী?

Ans: Legal Framework Order.

(ঝ) ২৫শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কী ছিল?

Ans: ‘অপারেশন সার্চলাইট’।

(ঞ) বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?

Ans: সেনেগাল।

(ট) বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকরী হয়?

Ans: ১৬ ডিসেম্বর ১৯৭২.

(১) কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দেন?

Ans: ২৫ সেপ্টেম্বর ১৯৭৪.

2019

(ক) পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে?

Ans: চাঁদপুর।

(খ) বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কী?

Ans: চর্যাপদ।

গ) ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ উত্থাপিত হয় কত সালে?

Ans: ১৯৪০ সালের ২৩ মার্চ.

ঘ) অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন?

Ans: হোসেন শহীদ সোহরাওয়ার্দী.

ঙ) আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়?

Ans: June 23, 1949.

চ) কার নেতৃত্বে “তমুদ্দুন মজলিশ” গঠিত হয়?

Ans: অধ্যাপক আবুল কাসেম.

ছ) PODO এর পূর্ণরূপ লেখ।

Ans: Public Office Disqualification Order.

জ) ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল?

Ans: নৌকা.

আরো পড়ুনঃ বাংলা নামের উৎপত্তি

ঝ) শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে কবে ভূষিত করা হয়?

Ans: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি.

(ঞ) ১৯৭১ সারের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

Ans: সৈয়দ নজরুল ইসলাম।

ট) বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?

Ans: ১০ জানুয়ারি, ১৯৭২.

(ঠ) বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?

Ans: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর.

2018

(ক) বাঙ্গালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি?

Ans: অস্ট্রিক নরগোষ্ঠীর।

খ) বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?

Ans: গৌড়ীয় অপভ্রংশ।

গ) পূর্ববাংলার প্রথম গভর্নর কে ছিলেন?

Ans: ‘ফ্র্যাডেরিক চালমার্স‌ বোর্ন‌’.

ঘ) আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?

Ans: মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী.

ঙ) ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে?

Ans: 21.

চ) ঐতিহাসিক “ছয়-দফা” কোথায় ঘোষিত হয়?

Ans: পাকিস্তানের লাহোরে.

ছ) বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয়?

Ans: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে.

জ) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

Ans: 11. 

ঝ) বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?

Ans: Bhutan. 

ঞ) বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর?

Ans: ১৬ ডিসেম্বর ১৯৭২.

ট) ‘বাকশাল’ এর পূর্ণরূপ কী?

Ans: “বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ”।

ঠ) কত তারিখে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন?

Ans: August 15, 1975.

2017

ক) কোন গ্রন্থে সর্বপ্রথম ‘বঙ্গ’ নামের উল্লেখ পাওয়া যায়?

Ans: ঐতরেয় আরণ্যক.

(খ) পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে?

Ans: চাঁদপুর.

গ) “লাহোর প্রস্তাব” কে উত্থাপন করেন?

Ans: শেরে বাংলা এ কে ফজলুল হক.

ঘ) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?

Ans: ১৯৪৭ সালের ১ অক্টোবর.

(ঙ) পাকিস্তানের সংবিধানে কখন বাংলাভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়?

Ans: ২৯ ফেব্রুয়ারি ১৯৫৬ সালে।

চ) মৌলিক গণতন্ত্রে কত জনের ভোটাধিকার ছিল?

Ans: 80000.

ছ) ‘EBDO’ এর পূর্ণরূপ কী?

Ans: Elective Bodies Disqualification Order.

জ) আগরতলা ষড়যন্ত্র মামলায় কত জনকে আসামী করা হয়েছিল?

Ans: 35.

ঝ) মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

Ans: তাজউদ্দীন আহমদ.

ঞ) বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?

Ans: January 10, 1972.

ট) মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী?

Ans: বীরশ্রেষ্ঠ ।

ঠ) বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

Ans: ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর

2016

ক) বাংলা ভাষার আদি নিদর্শনের নাম কি?

Ans: চর্যাপদ.

আরো পড়ুনঃ ৬-দফা আন্দোলনকে কেন বাঙালির ‘ম্যাগনাকার্টা’ বলা হয়?

খ) বাংলাদেশের সাংবিধানিক নাম লিখ।

Ans: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

গ) অখণ্ড স্বাধীন বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?

Ans: এ.কে.ফজলুল হক।

ঘ) ভারত স্বাধীনতা আইন কত সালে প্রণীত হয়?

Ans: ১৯৪৭ সালের ১৮ জুলাই.

ঙ) দ্বি-জাতি তত্ত্বের প্রবর্তক কে?

Ans: মোহাম্মদ আলী জিন্নাহ.

চ ) পাকিস্তানে প্রথম কত সালে সামরিক শাসন জারি করা হয়?

Ans: ১৯৫৮ সালের ৭ই অক্টোবর.

ছ) মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন?

Ans: জেনারেল আইয়ুব খান.

জ) L.F.O.-এর পূর্ণরূপ কী?

Ans:  Legal Framework Order.

ঝ) কোন কর্মসূচি “বাঙালির ম্যাগনাকার্টা” নামে পরিচিত?

Ans: ৬ দফা.

ঞ) ডঃ শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?

Ans: University of Rajshahi. 

ট) ২৫ শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল?

Ans: ‘অপারেশন সার্চলাইট’।

ঠ) শেখ মুজিবুর রহমানকে কবে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?

Ans: February 23, 1969.

2015

ক) বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কী?

Ans: তাজিংডং।

খ) পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? 

Ans: চাঁদপুর.

গ) অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন?

Ans: হোসেন শহীদ সোহরাওয়ার্দী.

ঘ) আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?

Ans: মওলানা আব্দুল হামিদ খান ভাসানী.

ঙ) কার নেতৃত্বে “তমুদ্দুন মুজলিম” গঠিত হয়?

Ans: অধ্যাপক আবুল কাসেম.

 (চ) কখন সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়?

Ans: 1956.

ছ) PODO এর পূর্ণরূপ লেখ।

Ans: Public Office Disqualification Order.

জ) মৌলিক গণতন্ত্রে ভোটাধিকার ছিল কত জনের?

Ans: 80000.

ঝ) ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনের যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল?

Ans: নৌকা

ঞ) ঐতিহাসিক ছয় দফা কবে, কোথায় ঘোষিত হয়?

Ans: পাকিস্তানের লাহোরে. 

ট) মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন?

Ans: 2 no.

ঠ) বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়?

Ans: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে.

Shihabur Rahaman
Shihabur Rahaman

Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 263