সকল MCQ একই সাথে এখানে দেওয়া হয়েছে। নিচের সার্চ অপশন ব্যবহার করে আপনি চাইলে জেকোন প্রশ্ন খুজতে পারবেন।
Filter Subject
'বোবাকাহিনী' উপন্যাসের চরিত্র কোনটি?
Created: 1 day ago
A
রুপাই
B
বছির
C
মুনিম
D
মকবুল
বাংলা
জসীম উদ্দীন
No subjects available.
বোবা কাহিনী:
জসীম উদ্দীন রচিত ‘বোবা কাহিনী’ উপন্যাসটি ১৯৬৪ সালে প্রকাশিত হয়। এতে মহাজনী শোষণের ফলে প্রান্তিক কৃষক আজহারের ভূমিহীন হওয়া, এবং শহরের সুবিধাবাদী উকিল ও ভণ্ড ধার্মিকের হাতে মেধাবী বছিরের নিগ্রহ– এসব সামাজিক বাস্তবতা তুলে ধরা হয়েছে।
- উপন্যাসটি জটিলতাহীন, সরল ও সাদামাটা কাহিনিনির্ভর।
- উল্লেখযোগ্য চরিত্রসমূহ: বছির, আজহার, আরজান, রহিমুদ্দিন।
জসীম উদ্দীন:
পল্লিকবি জসীম উদ্দীন জন্মগ্রহণ করেন ১৯০৩ সালের ১ জানুয়ারি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তাঁর মাতুলালয়ে।
তিনি ছিলেন একজন অসাধারণ গীতিকবি ও লেখক।
তাঁর লেখা বিখ্যাত গাথাকাব্য ‘নক্সী কাঁথার মাঠ’ প্রকাশিত হয় ১৯২৯ সালে।
তিনি মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের ১৩ মার্চ, ঢাকায়।
• তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থসমূহ:
নক্সী কাঁথার মাঠ – (E.M. Millford ইংরেজিতে অনুবাদ করেন The Field of the Embroidered Quilt নামে)
সোজন বাদিয়ার ঘাট
মা যে জননী কান্দে
রাখালী ইত্যাদি।
• নাটক:
পদ্মাপাড়
বেদের মেয়ে
মধুমালা
পল্লীবধূ
গ্রামের মায়া ইত্যাদি।
• ভ্রমণকাহিনি:
চলে মুসাফির
হলদে পরীর দেশ
যে দেশে মানুষ বড়
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 1 day ago
কাজী নজরুল ইসলাম রচিত 'বাঁধন-হারা' পত্রোপন্যাসে মোট কয়টি পত্র রয়েছে?
Created: 1 day ago
A
১২ টি
B
১৪টি
C
১৭টি
D
১৮টি
বাংলা
কাজী নজরুল ইসলাম
No subjects available.
বাঁধন-হারা:
- ‘বাঁধন-হারা’ কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস, যা প্রকাশিত হয় ১৯২৭ সালে।
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস, যেখানে মোট ১৮টি পত্র অন্তর্ভুক্ত রয়েছে।
- নজরুল ইসলাম করাচিতে অবস্থানকালে এই উপন্যাস রচনা শুরু করেন।
- এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- উপন্যাসটির প্রধান চরিত্র নুরুল হুদা, এবং অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে মাহবুবা, রবিউল, রাবেয়া ও সোফিয়া।
কাজী নজরুল ইসলাম:
- তিনি বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তাঁর জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) খ্রিস্টাব্দে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
- বাংলা সাহিত্যে তিনি পরিচিত ‘বিদ্রোহী কবি’ হিসেবে এবং আধুনিক বাংলা গানে ‘বুলবুল’ নামে খ্যাত।
- ১৯৭২ সালের ২৪ মে, ভারত সরকারের অনুমতিক্রমে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয়।
- ১৯৭৬ সালের জানুয়ারিতে, বাংলাদেশ সরকার তাঁকে নাগরিকত্ব প্রদান করে এবং ২১ ফেব্রুয়ারি তাঁকে ‘একুশে পদকে’ ভূষিত করে।
- কবি মৃত্যুবরণ করেন ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩), ঢাকার পিজি হাসপাতালে।
কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা
- মৃত্যুক্ষুধা
- কুহেলিকা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 1 day ago
স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে কয়টি রাজনৈতিক দল অংশ গ্রহণ করে?
Created: 1 day ago
A
১০টি
B
১৪টি
C
১৬টি
D
১৮টি
সাধারণ জ্ঞান
স্বোপার্জিত স্বাধীনতা
অন্যান্য সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা
প্রথম জাতীয় নির্বাচন:
- ১৯৭৩ সালের ৭ই মার্চ সংসদ নির্বাচন স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন।
- ১৯৭৩ সালে প্রথম জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন এম. ইদ্রিস।
- এ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পূর্বে মুক্তিযুদ্ধকালীন গঠিত মুজিবনগর সরকার কর্তৃক রাষ্ট্র পরিচালিত হয়েছে।
- ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ-বিধ্বস্ত দেশ গঠনের কার্যক্রম গ্রহণ করেন।
- নয় মাসের প্রচেষ্টায় ১৯৭২ সালের ডিসেম্বরে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়।
- ৩১৫টি আসনের মধ্যে ৩০০টি সাধারন আসন ও ১৫টি সংরক্ষিত মহিলা আসন।
- ১৪টি রাজনৈতিক দল অংশ গ্রহণ করে।
- ৩১৫টি আসনের মধ্যে আওয়ামী লীগ ৩০৮টি আসনে জয়লাভ করেন।
তথ্যসূত্র - নির্বাচন কমিশন ওয়েবসাইট, পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 day ago
১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কে?
Created: 1 day ago
A
বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর
B
বিচারপতি আব্দুস সাত্তার বিচারপতি
C
মোঃ আতাউর রহমান খান
D
বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান
সাধারণ জ্ঞান
১৯৭০ এর নির্বাচন
অন্যান্য সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা
১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচন:
- নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার।
- ১৯৭০ সালের ১ জানুয়ারি সকল রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
- নির্বাচনে জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দকৃত ১৬২ টি সাধারণ আসনে একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কোন দলই সবকয়টি আসনে প্রার্থী দাঁড় করাতে পারেনি।
- উক্ত ১৬২টি আসনে অন্যান্য উল্লেখযোগ্য দলের প্রার্থী সংখ্যা ছিল যথাঃ
• মুসলিমলীগ (কনভেনশন) ৯৩।
• মুসলিম লীগ (কাইয়ুম) ৬৫।
• মুসলিম লীগ (কাউন্সিল) ৫০।
• জামায়াতে ইসলামী ৬৯।
• জমিয়াতুল উলামা ও নেজামে ইসলামী ৪৫।
• পিডিপি ৮১।
• ন্যাপ (মোজাফ্ফর) ৩৬।
• স্বতন্ত্র ১০৯।
• অন্যান্য ছোট দলসহ সর্বমোট প্রার্থী সংখ্যা ছিল ৭৬৯ জন।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 day ago
স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে কয়টি রাজনৈতিক দল অংশ গ্রহণ করে?
Created: 1 day ago
A
১০টি
B
১৪টি
C
১৬টি
D
১৮টি
সাধারণ জ্ঞান
স্বোপার্জিত স্বাধীনতা
অন্যান্য সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা
প্রথম জাতীয় নির্বাচন:
- ১৯৭৩ সালের ৭ই মার্চ সংসদ নির্বাচন স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন।
- ১৯৭৩ সালে প্রথম জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন এম. ইদ্রিস।
- এ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পূর্বে মুক্তিযুদ্ধকালীন গঠিত মুজিবনগর সরকার কর্তৃক রাষ্ট্র পরিচালিত হয়েছে।
- ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে প্রত্যাবর্তন করেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধ-বিধ্বস্ত দেশ গঠনের কার্যক্রম গ্রহণ করেন।
- নয় মাসের প্রচেষ্টায় ১৯৭২ সালের ডিসেম্বরে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়।
- ৩১৫টি আসনের মধ্যে ৩০০টি সাধারন আসন ও ১৫টি সংরক্ষিত মহিলা আসন।
- ১৪টি রাজনৈতিক দল অংশ গ্রহণ করে।
- ৩১৫টি আসনের মধ্যে আওয়ামী লীগ ৩০৮টি আসনে জয়লাভ করেন।
তথ্যসূত্র - নির্বাচন কমিশন ওয়েবসাইট, পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বাংলাপিডিয়া।

0
Updated: 1 day ago
১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কে?
Created: 1 day ago
A
বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর
B
বিচারপতি আব্দুস সাত্তার বিচারপতি
C
মোঃ আতাউর রহমান খান
D
বিচারপতি এ. কে. এম. আসাদুজ্জামান
সাধারণ জ্ঞান
১৯৭০ এর নির্বাচন
অন্যান্য সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা
১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচন:
- নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুস সাত্তার।
- ১৯৭০ সালের ১ জানুয়ারি সকল রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।
- নির্বাচনে জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের জন্য বরাদ্দকৃত ১৬২ টি সাধারণ আসনে একমাত্র আওয়ামী লীগ ছাড়া আর কোন দলই সবকয়টি আসনে প্রার্থী দাঁড় করাতে পারেনি।
- উক্ত ১৬২টি আসনে অন্যান্য উল্লেখযোগ্য দলের প্রার্থী সংখ্যা ছিল যথাঃ
• মুসলিমলীগ (কনভেনশন) ৯৩।
• মুসলিম লীগ (কাইয়ুম) ৬৫।
• মুসলিম লীগ (কাউন্সিল) ৫০।
• জামায়াতে ইসলামী ৬৯।
• জমিয়াতুল উলামা ও নেজামে ইসলামী ৪৫।
• পিডিপি ৮১।
• ন্যাপ (মোজাফ্ফর) ৩৬।
• স্বতন্ত্র ১০৯।
• অন্যান্য ছোট দলসহ সর্বমোট প্রার্থী সংখ্যা ছিল ৭৬৯ জন।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 day ago
[প্রশ্নে ‘নিরক্ষরতা’র স্থলে ‘সাক্ষরতা’ হবে] '______ সেপ্টেম্বর বিশ্ব নিরক্ষরতা দিবস।' শূন্যস্থান পূরন করুন।
Created: 2 days ago
A
৮
B
৬
C
১০
D
৫
সাধারণ জ্ঞান
বাঙ্গালী জাতির ইতিহাস
বিসিএস প্রিলিমিনারি ও রিটেন টেস্ট
• [প্রশ্নে ‘নিরক্ষরতা’র স্থলে ‘সাক্ষরতা’ হবে]
বিশ্ব সাক্ষরতা দিবস পালিত হয় -৮ সেপ্টেম্বর।
- ১৯৬৫ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) ৮ সেপ্টেম্বরকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে।
- ব্যক্তি, গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজনীয়তা ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিবসটি নির্ধারণ করা হয়।
বিভিন্ন আন্তর্জাতিক দিবস:
- ২১ মার্চ: বিশ্ব বন দিবস।
- ৩ মে: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস।
- ২৫ মে: বিশ্ব থাইরয়েড দিবস।
- ২৮ মে: বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস।
- ৩১ মে: বিশ্ব তামাকমুক্ত দিবস।
- ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস।
- ১৫ জুন: বিশ্ব প্রবীণ নির্যাতন সচেতনতা দিবস।
- ২৯ জুলাই: বিশ্ব বাঘ দিবস।
- ৯ আগস্ট: আন্তর্জাতিক আদিবাসী দিবস।
- ১২ আগস্ট: আন্তর্জাতিক যুব দিবস।
- ২৭ সেপ্টেম্বর: বিশ্ব পর্যটন দিবস।
- ৪ অক্টোবর: বিশ্ব প্রাণী দিবস।
- ৫ অক্টোবর: বিশ্ব শিক্ষক দিবস।
- ১৪ অক্টোবর: বিশ্ব মান দিবস।
- ১৮ই ডিসেম্বর: আন্তর্জাতিক অভিবাসী দিবস।
উৎস: Britannica, UNSECO ওয়েবসাইট।

0
Updated: 2 days ago
প্রাচীন 'চন্দ্রদ্বীপ'-এর বর্তমান নাম-
Created: 2 days ago
A
মালদ্বীপ
B
সন্দ্বীপ
C
বরিশাল
D
হাতিয়া
সাধারণ জ্ঞান
বাংলাদেশের অবস্থান ও আয়তন
বিসিএস প্রিলিমিনারি ও রিটেন টেস্ট
চন্দ্রদ্বীপ:
- প্রাচীন যুগে বাংলা কোন একক রাজ্য ছিল না।
- বাংলার বিভিন্ন অংশ তখন অনেকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল।
- যেমন: পুণ্ড্র, বরেন্দ্র, বঙ্গ, সমতট, চন্দ্রদ্বীপ, হরিকেল, রাঢ় ইত্যাদি।
- বর্তমান বরিশাল জেলা ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখন্ড ও প্রাণকেন্দ্র।
- মধ্যযুগে চন্দ্রদ্বীপ বেশ সমৃদ্ধ ছিল।
- এ প্রাচীন জনপদটি বালেশ্বর ও মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল।
তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 days ago
মা ও মনি হলো-
Created: 2 days ago
A
একটি উপন্যাসের নাম
B
একটি প্রসাধনী শিল্পের নাম
C
একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম
D
একটি গরিব মা ও মেয়ের গল্প কাহিনী
সাধারণ জ্ঞান
বিসিএস প্রিলিমিনারি ও রিটেন টেস্ট
• মা ও মণি গোল্ডকাপ:
- 'মা ও মণি' হলো একটি ক্রীড়া প্রতিযোগিতার নাম।
- ঢাকায় ১৯৯২ সালে ক্লাবগুলোকে নিয়ে আন্তর্জাতিক টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিল।
- (১৪ বছরের নিচে) টুর্নামেন্ট ১৯৯২ সালের ২৬ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
ii) ২৬ ডিসেম্বর ২০২৩, দৈনিক জনকন্ঠ।

0
Updated: 2 days ago
বিকেএসপি হলো-
Created: 2 days ago
A
একটি ক্রীড়া শিক্ষা সংস্থার নাম
B
একটি সংবাদ সংস্থার নাম
C
একটি কিশোর ফুটবল টিমের নাম
D
একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠানের নাম
সাধারণ জ্ঞান
সাংবিধানিক অন্যান্য সংস্থা
বিসিএস প্রিলিমিনারি ও রিটেন টেস্ট
বিকেএসপি:
- দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান যেখানে খেলাধুলার সাথে সাধারণ শিক্ষার সমন্বিত কার্যক্রম রয়েছে।
- বিকেএসপির নিয়মিত প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম চালু হয় ১৯৮৬ সালে।
- বাংলাদেশ সরকার ১৯৭৪ সালে জাতীয় ক্রীড়া পরিষদের অধীনে প্রকল্প আকারে বাংলাদেশ ইনস্টিটিউট অব স্পোর্টস (বিআইএস) প্রতিষ্ঠার পরিকল্পনা করে।
- ১৯৭৬ সালে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়।
- ১৯৮৩ সালে এক অধ্যাদেশের মাধ্যমে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) রাখা হয়।
- সাভারের জিরানীতে ১১৯ একর জমির উপর প্রতিষ্ঠানটি অবস্থিত।
- বিকেএসপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন একটি বিধিবদ্ধ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠানের ৪টি শাখা রয়েছে।প্রশাসনিক, প্রশিক্ষণ, ক্রীড়া বিজ্ঞান এবং একাডেমিক।
তথ্যসূত্র - বাংলাপিডিয়া।

0
Updated: 2 days ago