সকল MCQ একই সাথে এখানে দেওয়া হয়েছে। নিচের সার্চ অপশন ব্যবহার করে আপনি চাইলে জেকোন প্রশ্ন খুজতে পারবেন।
Filter Subject
কোন দেশে নারীরা পুরুষের চেয়ে কম সময় বাঁচে?
Created: 1 day ago
A
বাংলাদেশে
B
জাপানে
C
সুইডেনে
D
সিঙ্গাপুরে
আন্তর্জাতিক বিষয়াবলি
বিসিএস প্রিলিমিনারি ও রিটেন টেস্ট
এটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা পরিবর্তনশীল। পরিবর্তনশীল তথ্যগুলো অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য থেকে দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

0
Updated: 1 day ago
ধরিত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়?
Created: 1 day ago
A
জেনেভা
B
মেক্সিকো সিটি
C
নিউইয়র্ক
D
রিওডি জেনিরিও
আন্তর্জাতিক বিষয়াবলি
ধরিত্রি সম্মেলন
বিসিএস প্রিলিমিনারি ও রিটেন টেস্ট
১৯৯২ সালের ৩ থেকে ১৪ জুন পর্যন্ত ব্রাজিলের রিও ডি জেনিরোতে প্রথমবারের মতো জাতিসংঘের পরিবেশ ও উন্নয়ন বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়, যা পৃথিবী সম্মেলন বা Earth Summit নামে পরিচিত। এই সম্মেলনে মোট ১৭৯টি দেশের রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিজ্ঞানী, মিডিয়া প্রতিনিধিসহ বেসরকারি সংগঠনগুলো (এনজিও) অংশগ্রহণ করে।
সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কনভেনশন গঠন, যা পরে কিয়োটো প্রোটোকল নামে সুপরিচিত হয়। এই সম্মেলনে পরিবেশ দূষণের জন্য দায়ী পক্ষকে ক্ষতিপূরণ দিতে হবে—যা Polluter Pays Principle নামে পরিচিত—এমন নীতি গ্রহণ করা হয়।
পৃথিবী সম্মেলনের অন্যতম ফলাফল হিসেবে পরিবেশ ও উন্নয়ন সংক্রান্ত রিও ঘোষণা এবং ‘এজেন্ডা ২১’ গ্রহণ করা হয়, যা ভবিষ্যতের টেকসই উন্নয়নের জন্য একটি রূপরেখা হিসেবে কাজ করে।
সূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 day ago
১৯৯৫ সালে বেইজিং-এ অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব নারী সম্মেলনের মূল স্লোগান কী ছিল?
Created: 1 day ago
A
নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ
B
বিশ্বর নারীরা এক হও
C
নারীর অধিকার মানবাধিকার
D
নারী নির্যাতন বন্ধ কর
আন্তর্জাতিক বিষয়াবলি
গুরুত্বপূর্ণ সম্মেলন
বিসিএস প্রিলিমিনারি ও রিটেন টেস্ট
জাতিসংঘ নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে চারটি বিশ্ব নারী সম্মেলনের আয়োজন করেছে। এর মধ্যে সর্বশেষ, চতুর্থ বিশ্ব নারী সম্মেলন ১৯৯৫ সালে চীনের বেইজিং শহরে অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল “নারীর দৃষ্টিতে বিশ্বকে দেখ”।
জাতিসংঘ কর্তৃক আয়োজিত চারটি বিশ্ব নারী সম্মেলনের বিবরণ নিচে দেওয়া হলো:
-
প্রথম বিশ্ব নারী সম্মেলন: ১৯৭৫ সালে, মেক্সিকো সিটি, মেক্সিকো
-
দ্বিতীয় বিশ্ব নারী সম্মেলন: ১৯৮০ সালে, কোপেনহেগেন, ডেনমার্ক
-
তৃতীয় বিশ্ব নারী সম্মেলন: ১৯৮৫ সালে, নাইরোবি, কেনিয়া
-
চতুর্থ বিশ্ব নারী সম্মেলন: ১৯৯৫ সালে, বেইজিং, চীন
বিশেষ উল্লেখযোগ্য, বেইজিং সম্মেলনে গৃহীত “বেইজিং ঘোষণা এবং কর্মের জন্য প্ল্যাটফর্ম” আজকের দিনে ১৮৯টি দেশের সর্বসম্মতিক্রমে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতার মূল নীতিমালা হিসেবে স্বীকৃত। এই প্ল্যাটফর্মটি ১২টি প্রধান ক্ষেত্রকে কেন্দ্র করে মহিলাদের উন্নয়ন ও লিঙ্গ সমতা অর্জনের জন্য কৌশলগত লক্ষ্য ও কর্মসূচি নির্ধারণ করে।
সূত্র: UN Women অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 day ago
আন্তর্জাতিক আণবিক শক্তি কমিশনের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 day ago
A
জেনেভায়
B
ওয়াশিংটনে
C
ভিয়েনায়
D
ব্রাসেলসে
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা
বিসিএস প্রিলিমিনারি ও রিটেন টেস্ট
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA)
IAEA-এর পূর্ণরূপ হলো International Atomic Energy Agency, যা প্রতিষ্ঠিত হয় ২৯ জুলাই ১৯৫৭ সালে। এ সংস্থার সদস্য সংখ্যা বর্তমানে ১৭৮, সর্বশেষ গিনি দেশটি সদস্য হিসেবে যুক্ত হয়েছে।
এর সদরদপ্তর অবস্থিত ভিয়েনায়, অস্ট্রিয়ায়। বর্তমানে IAEA-এর মহাপরিচালকের দায়িত্ব পালন করছেন আর্জেন্টিনার রাফায়েল মারিয়ানো গ্রসি।
IAEA শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ২০০৫ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে। এই সময়ের সাবেক মহাপরিচালক ছিলেন মিশরের নাগরিক মোহাম্মদ এল বারাদি, যিনি ১৯৯৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত সংস্থাটির চতুর্থ মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
বাংলাদেশ ১৯৭২ সালে IAEA-এর সদস্যপদ অর্জন করে এবং থেকে এ সংস্থার সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।
তথ্যের উৎস: IAEA অফিসিয়াল ওয়েবসাইট

0
Updated: 1 day ago
আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
Created: 1 day ago
A
লন্ডনে
B
মিউনিখে
C
হংকং-এ
D
প্যারিসে
আন্তর্জাতিক বিষয়াবলি
আইফেল টাওয়ার, ফ্রান্স
বিসিএস প্রিলিমিনারি ও রিটেন টেস্ট
আইফেল টাওয়ার
আইফেল টাওয়ার বিশ্বের অন্যতম প্রধান ও প্রসিদ্ধ প্রতীকগুলোর মধ্যে একটি। এটি ফ্রান্সের প্যারিস শহরে অবস্থিত এবং শহরের সবচেয়ে জনপ্রিয় পর্যটনস্থল হিসেবে পরিচিত।
এই স্থাপত্য নিদর্শনটি ১৮৮৭ থেকে ১৮৮৯ সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং মূলত ১৮৮৯ সালের প্যারিস বিশ্বমেলার প্রবেশদ্বার হিসেবে ডিজাইন করা হয়।বিখ্যাত প্রকৌশলী গুস্তাভ আইফেল এই বিশাল কাঠামো নির্মাণের পিছনে ছিলেন।
আইফেল টাওয়ার প্যারিসের চ্যাম্প দে মার্স উদ্যানের মধ্যে, সাইন নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে। এর উচ্চতা প্রায় ৩৩০ মিটার (১,০৮৩ ফুট) যা এটিকে বিশ্বের অন্যতম উঁচু ধাতব নির্মাণ করে তোলে। এই মনোরম স্থাপনাটি প্যারিসের স্কাইলাইনকে একটি অনন্য চিত্র দিয়েছে এবং বিশ্বব্যাপী ভ্রমণপ্রিয়দের আকর্ষণের কেন্দ্রে রয়ে গেছে।
উৎস: Britannica।

0
Updated: 1 day ago
১৯৯৯ সালের নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন?
Created: 1 day ago
A
আর কে নারায়ণন
B
অরুন্ধতি রায়
C
হারমান হেস
D
গুন্টার গ্রাস
আন্তর্জাতিক বিষয়াবলি
নোবেল পুরস্কার
বিসিএস প্রিলিমিনারি ও রিটেন টেস্ট
১৯৯৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার অর্জন করেন জার্মান সাহিত্যিক গুন্টার গ্রাস, যার বিখ্যাত উপন্যাস ‘দি টিন ড্রাম’-এর জন্য তিনি এই সম্মান পান।
তবে চলতি বছর ২০২৪ সালের নোবেল বিজয়ীদের তালিকাও অত্যন্ত গুরুত্বপুর্ণ, যেখানে রয়েছে:
-
সাহিত্য: হান কাং
-
চিকিৎসাবিজ্ঞান: ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রাভকান
-
পদার্থবিজ্ঞান: জন জে. হপফিল্ড এবং জিওফ্রে ই. হিন্টন
-
রসায়ন: ডেভিড বেকার, ডেমিস হ্যাসাবিস ও জন এম. জাম্পার
-
অর্থনীতি: ড্যারন অ্যাসেমোগলু, সাইমন জনসন ও জেমস এ. রবিনসন
-
শান্তি: জাপানের সংস্থা নিহন হিদানকিও
উল্লেখ্য, এই তথ্যগুলো Nobel Prize ওয়েবসাইট থেকে নেওয়া হয়েছে।

0
Updated: 1 day ago
গ্রুপ-৭৭ কোন ধরনের দেশ নিয়ে গঠিত?
Created: 1 day ago
A
উন্নত
B
উন্নয়নশীল
C
ঔপনিবেশিক
D
অনুন্নত
আন্তর্জাতিক বিষয়াবলি
বিসিএস প্রিলিমিনারি ও রিটেন টেস্ট
G-77 সম্পর্কে তথ্য
-
G-77-এর পূর্ণ নাম হলো Group of 77।
-
এটি জাতিসংঘের অধীন একটি জোট, যেখানে উন্নয়নশীল দেশগুলো একত্রিত হয়।
-
গঠন করা হয় ১৫ জুন, ১৯৬৪ সালে।
-
বর্তমানে এতে মোট ১৩৪টি দেশ সদস্য হিসেবে যুক্ত আছে।
-
এই জোটের প্রধান উদ্দেশ্য হলো জাতিসংঘের বিভিন্ন উদ্যোগ ও ফোরামে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ সমষ্টিগতভাবে রক্ষা ও প্রচার করা।
-
২০২৪ সালের জন্য G-77-এর চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে উগান্ডা।
→ অর্থাৎ, ২০২৪ সালে নিউইয়র্কে G-77-এর নেতৃত্ব দিচ্ছে উগান্ডা।
তথ্যের উৎস: G-77-এর অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 day ago
বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি?
Created: 1 day ago
A
জাপান
B
জার্মানি
C
যুক্তরাষ্ট্র
D
যুক্তরাজ্য
আন্তর্জাতিক বিষয়াবলি
বাংলাদেশ
বিসিএস প্রিলিমিনারি ও রিটেন টেস্ট
বাংলাদেশের প্রধান সাহায্যপ্রদানকারী দেশসমূহ
বর্তমানে বাংলাদেশকে সবচেয়ে বড় সহায়তা প্রদানকারী দেশ হিসেবে পরিচিত জাপান।
বাংলাদেশের প্রধান সাহায্যদাতা দেশগুলোর মধ্যে রয়েছে:
১। জাপান
২। যুক্তরাষ্ট্র
৩। ফ্রান্স
৪। জার্মানি
জাপান সম্পর্কে কিছু তথ্য:
-
জাপান একটি পূর্ব এশীয় দ্বীপরাজ্য।
-
এর রাজধানী শহর হলো টোকিও।
-
দেশটির মুদ্রা হল ইয়েন।
-
জাপানের সংবিধানকে ‘বিশ্বের শান্তির সংবিধান’ হিসেবে বিবেচনা করা হয়।
-
জাপানের আইনসভা দুই কক্ষ নিয়ে গঠিত, যার নাম ডায়েট।
-
পতাকার রঙ সাদা পটভূমিতে লাল বৃত্ত।
-
বর্তমান প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু।
-
প্রধান দ্বীপগুলো হলো: হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু এবং ওকিনাওয়া।
-
জাপানকে ‘সূর্যোদয়ের দেশ’ নামেও অভিহিত করা হয়।
সূত্র: U.S. Foreign Assistance by Country

0
Updated: 1 day ago
বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?
Created: 1 day ago
A
এশিয়া
B
ইউরোপ
C
দক্ষিণ আমেরিকা
D
আফ্রিকা
আন্তর্জাতিক বিষয়াবলি
বিসিএস প্রিলিমিনারি ও রিটেন টেস্ট
বেনিন প্রজাতন্ত্র
-
বেনিন আফ্রিকা মহাদেশে অবস্থিত একটি দেশ।
-
এর পশ্চিমে টোগো, পূর্বে নাইজেরিয়া এবং দক্ষিণে আটলান্টিক মহাসাগর সংলগ্ন।
-
দেশের সরকারী নাম হচ্ছে Republic of Benin।
-
রাজধানী শহর পোর্টো-নোভো হলেও প্রশাসনিক কেন্দ্র হিসেবে কোটোনু ব্যবহৃত হয়।
-
প্রধান ভাষা হিসেবে ফরাসি প্রচলিত।
-
মুদ্রা হিসেবে ব্যবহৃত হয় মধ্য আফ্রিকান ফ্রাঙ্ক।
⇒ বেনিন পূর্বে ফরাসি উপনিবেশ ছিল এবং ১৯৬০ সালে স্বাধীনতা অর্জন করে।
সূত্র: Britannica।

0
Updated: 1 day ago
কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল?
Created: 1 day ago
A
৪৮ টি
B
৫০ টি
C
৫১ টি
D
৬০ টি
আন্তর্জাতিক বিষয়াবলি
জাতিসংঘ
বিসিএস প্রিলিমিনারি ও রিটেন টেস্ট
জাতিসংঘ
-
জাতিসংঘ (United Nations Organization) বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংগঠন।
-
এটি পূর্বের জাতিপুঞ্জের (League of Nations) পরবর্তী প্রজন্মের প্রতিষ্ঠান।
-
জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় ২৬ জুন, ১৯৪৫ সালে।
-
২৪ অক্টোবর, ১৯৪৫ সালে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়।
-
সনদ স্বাক্ষরের স্থান ছিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহর।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ছিল মোট ৫১টি।
-
বর্তমানে জাতিসংঘের সদস্য দেশ সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৯৩টি।
-
সর্বশেষ সদস্য হিসেবে দক্ষিণ সুদানকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিঃদ্রঃ
-
১৯৪৫ সালের ২৫ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে অনুষ্ঠিত সম্মেলনে ৫০টি দেশের প্রতিনিধি উপস্থিত থেকে জাতিসংঘের সনদে স্বাক্ষর করেন।
-
সানফ্রান্সিসকো সম্মেলনে পোল্যান্ডের প্রতিনিধি উপস্থিত না থাকলেও, পোল্যান্ড ১৫ অক্টোবর, ১৯৪৫ সালে সনদে স্বাক্ষর করে।
-
সুতরাং, পোল্যান্ডকেও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে গণ্য করা হয়।
সূত্র: জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইট।

0
Updated: 1 day ago