সমুদ্রবায়ু:
-
দিনের বেলায় স্থলভাগ বেশি উত্তপ্ত হওয়ায় সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়, আর জলভাগ বেশি উত্তপ্ত না হওয়ায় সেখানে উচ্চচাপ থাকে। ফলে জলভাগ থেকে স্থলভাগের দিকে বায়ু প্রবাহিত হয়, যা সমুদ্রবায়ু নামে পরিচিত।
-
সমুদ্রবায়ু সাধারণত সকাল ১০টা থেকে প্রবাহিত হতে শুরু করে।
-
বিকালের সময় সমুদ্রবায়ু প্রবল বেগে প্রবাহিত হয়।
-
রাত ৩টার দিকে স্থলবায়ুর বেগ সবচেয়ে বেশি হয়।