সকল MCQ একই সাথে এখানে দেওয়া হয়েছে। নিচের সার্চ অপশন ব্যবহার করে আপনি চাইলে জেকোন প্রশ্ন খুজতে পারবেন।
Filter Subject
জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ নয় কোনটি?
Created: 2 days ago
A
ঝরা পালক বেলা অবেলা কালবেলা বাংলার রূপ মহাপৃথিবী
B
A
C
A
D
A
বাংলা
কাজী নজরুল ইসলাম
No subjects available.
Coming

0
Updated: 2 days ago
'আরেক ফাল্গুন' উপন্যাসের রচয়িতা কে?
Created: 2 days ago
A
জহির রায়হান
B
সৈয়দ ওয়ালীউল্লাহ
C
মানিক বন্দোপাধ্যায়
D
সৈয়দ শামসুল হক
বাংলা
জহির রায়হান
No subjects available.
'আরেক ফাল্গুন' উপন্যাস:
জহির রায়হান রচিত ‘আরেক ফাল্গুন’ উপন্যাসটি বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন এবং ১৯৫৫ সালে ২১শে ফেব্রুয়ারি পালনের অভিজ্ঞতাকে ভিত্তি করে লেখা।
এই উপন্যাসে ১৯৪৮ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত ভাষা আন্দোলন, জনতার সংগ্রাম, ছাত্র-ছাত্রীদের সক্রিয় অংশগ্রহণ এবং তাদের প্রেম-প্রণয়ের চিত্র তুলে ধরা হয়েছে।
উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬৮ সালে। এর বিখ্যাত সংলাপ: "আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।"
জহির রায়হান:
- জন্ম: ১৯৩৫ সালে, ফেনী জেলার মজিপুর গ্রামে।
- মূল নাম: মোহাম্মদ জহিরুল্লাহ।
- তিনি ছিলেন একজন নিপুণ চলচ্চিত্র নির্মাতা ও শক্তিশালী কথাসাহিত্যিক।
- তাঁর উপন্যাস ‘হাজার বছর ধরে’ এর জন্য তিনি আদমজী পুরস্কার লাভ করেন।
জহির রায়হানের উপন্যাসসমূহ:
- শেষ বিকেলের মেয়ে
- হাজার বছর ধরে
- আরেক ফাল্গুন
- বরফ গলা নদী
- আর কত দিন
- কয়েকটি মৃত্যু
তাঁর পরিচালিত চলচ্চিত্র:
- Stop Genocide (প্রামাণ্যচিত্র)
- Let There Be Light (ইংরেজি ভাষায়)
- কাঁচের দেয়াল
- বেহুলা
- সঙ্গম
- জীবন থেকে নেয়া
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 days ago
'বোবাকাহিনী' উপন্যাসের চরিত্র কোনটি?
Created: 2 days ago
A
রুপাই
B
বছির
C
মুনিম
D
মকবুল
বাংলা
জসীম উদ্দীন
No subjects available.
বোবা কাহিনী:
জসীম উদ্দীন রচিত ‘বোবা কাহিনী’ উপন্যাসটি ১৯৬৪ সালে প্রকাশিত হয়। এতে মহাজনী শোষণের ফলে প্রান্তিক কৃষক আজহারের ভূমিহীন হওয়া, এবং শহরের সুবিধাবাদী উকিল ও ভণ্ড ধার্মিকের হাতে মেধাবী বছিরের নিগ্রহ– এসব সামাজিক বাস্তবতা তুলে ধরা হয়েছে।
- উপন্যাসটি জটিলতাহীন, সরল ও সাদামাটা কাহিনিনির্ভর।
- উল্লেখযোগ্য চরিত্রসমূহ: বছির, আজহার, আরজান, রহিমুদ্দিন।
জসীম উদ্দীন:
পল্লিকবি জসীম উদ্দীন জন্মগ্রহণ করেন ১৯০৩ সালের ১ জানুয়ারি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে তাঁর মাতুলালয়ে।
তিনি ছিলেন একজন অসাধারণ গীতিকবি ও লেখক।
তাঁর লেখা বিখ্যাত গাথাকাব্য ‘নক্সী কাঁথার মাঠ’ প্রকাশিত হয় ১৯২৯ সালে।
তিনি মৃত্যুবরণ করেন ১৯৭৬ সালের ১৩ মার্চ, ঢাকায়।
• তাঁর রচিত বিখ্যাত কাব্যগ্রন্থসমূহ:
নক্সী কাঁথার মাঠ – (E.M. Millford ইংরেজিতে অনুবাদ করেন The Field of the Embroidered Quilt নামে)
সোজন বাদিয়ার ঘাট
মা যে জননী কান্দে
রাখালী ইত্যাদি।
• নাটক:
পদ্মাপাড়
বেদের মেয়ে
মধুমালা
পল্লীবধূ
গ্রামের মায়া ইত্যাদি।
• ভ্রমণকাহিনি:
চলে মুসাফির
হলদে পরীর দেশ
যে দেশে মানুষ বড়
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

0
Updated: 2 days ago
কাজী নজরুল ইসলাম রচিত 'বাঁধন-হারা' পত্রোপন্যাসে মোট কয়টি পত্র রয়েছে?
Created: 2 days ago
A
১২ টি
B
১৪টি
C
১৭টি
D
১৮টি
বাংলা
কাজী নজরুল ইসলাম
No subjects available.
বাঁধন-হারা:
- ‘বাঁধন-হারা’ কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস, যা প্রকাশিত হয় ১৯২৭ সালে।
- এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস, যেখানে মোট ১৮টি পত্র অন্তর্ভুক্ত রয়েছে।
- নজরুল ইসলাম করাচিতে অবস্থানকালে এই উপন্যাস রচনা শুরু করেন।
- এটি মুসলিম ভারত পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- উপন্যাসটির প্রধান চরিত্র নুরুল হুদা, এবং অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে মাহবুবা, রবিউল, রাবেয়া ও সোফিয়া।
কাজী নজরুল ইসলাম:
- তিনি বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতির অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- তাঁর জন্ম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) খ্রিস্টাব্দে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে।
- বাংলা সাহিত্যে তিনি পরিচিত ‘বিদ্রোহী কবি’ হিসেবে এবং আধুনিক বাংলা গানে ‘বুলবুল’ নামে খ্যাত।
- ১৯৭২ সালের ২৪ মে, ভারত সরকারের অনুমতিক্রমে কবিকে সপরিবারে স্বাধীন বাংলাদেশে আনা হয়।
- ১৯৭৬ সালের জানুয়ারিতে, বাংলাদেশ সরকার তাঁকে নাগরিকত্ব প্রদান করে এবং ২১ ফেব্রুয়ারি তাঁকে ‘একুশে পদকে’ ভূষিত করে।
- কবি মৃত্যুবরণ করেন ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩), ঢাকার পিজি হাসপাতালে।
কাজী নজরুল ইসলাম রচিত উপন্যাস:
- বাঁধন-হারা
- মৃত্যুক্ষুধা
- কুহেলিকা
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

0
Updated: 2 days ago
The last word of the proverb, 'Handsome is that handsome'-
Created: 1 week ago
A
works
B
thinks
C
says
D
does
English
Proverbs
বিসিএস প্রিলিমিনারি ও রিটেন টেস্ট
শূন্যস্থানে সঠিক উত্তর হবে - does.
Complete peoverb: Handsome is that handsome does.
• Handsome is that handsome does (Phrase/Proverb):
English Meaning: Character and behaviour are more important than appearance.
Bangla Meaning: আসল সৌন্দর্য কাজের মধ্যেই প্রকাশ পায় অথবা কাজেই ব্যক্তির প্রকৃত গুণ প্রকাশ পায়।
- এটি বোঝায় যে মানুষের প্রকৃত সৌন্দর্য তার আচরণ বা কর্মের মাধ্যমে প্রতিফলিত হয়, বাহ্যিক চেহারা নয়।
Ex. sentence: It’s a very handsome looking camera but, as the saying goes, handsome is as handsome does.
Bangla Meaning: "এটি দেখতে খুব সুন্দর একটি ক্যামেরা, তবে প্রবাদে যেমন বলা হয়, আসল সৌন্দর্য কাজের মধ্যেই প্রকাশ পায়।"
- অর্থাৎ, দেখতে সুন্দর হলেও কার্যকারিতার দিক থেকে কেমন, সেটিই আসল বিষয়।

0
Updated: 1 week ago
'To read between the lines' means-
Created: 1 week ago
A
To read carefully
B
To read only some lines
C
To read quickly to save time
D
To read carefully to find out any hidden meaning
English
Meanings of Word
বিসিএস প্রিলিমিনারি ও রিটেন টেস্ট
To read between the lines- ঘ) To read carefully to find out any hidden meaning.
• To read between the lines (Phrase)
English Meaning: Look for or discover a meaning that is implied rather than explicitly stated.
Bangla Meaning: ভাল করে পড়ে অন্তর্নিহিত অর্থ বুঝে নেওয়া।
Example Sentence- Read between the lines, so that you won't miss anything important.
বাংলা অনুবাদ- মনোযোগের সাথে অধ্যয়ন করে অন্তর্নিহিত অর্থ বোঝবার চেষ্টা করো, যেন গুরুত্বপূর্ণ কিছু তোমার কাছ থেকে ছুটে না যায়।
Source: Live MCQ Lecture

0
Updated: 1 week ago
The correct sentence of the followings-
Created: 1 week ago
A
A new cabinet has been sworn in in Dhaka
B
A new cabinet has been sworn in Dhaka
C
A new cabinet has been sworn by in Dhaka
D
A new cabinet has sworn in Dhaka
English
Corrections
বিসিএস প্রিলিমিনারি ও রিটেন টেস্ট
Swear in শপথ গ্রহন করা এবং স্থানের নামের পূর্বে in হবে।
- আবার শপথ কাজটি প্রধান বিচারপতি করান, cabinet নিজে করে না।
- তাই বাক্যটি passive voice হবে।
• Swear in (verb):
English Meaning: to induct into office by administration of an oath.
বাংলা অর্থ:- শপথ গ্রহণ করা।
• প্রশ্নের বাক্যটির সঠিক অর্থ - ঢাকায় নতুন একটি মন্ত্রিপরিষদ শপথ নিয়েছে।
- লক্ষণীয়, আনুষ্ঠানিক শপথ নিজে নিজে গ্রহণ করা হয় না, অন্য আরেকজনের মাধ্যমে শপথ গ্রহণ করতে হয়।
- যেমন: প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের রাষ্ট্রপতি শপথবাক্য পাঠ করান।
• তাই এখানে বাক্যেটি active voice এ না হয়ে passive voice এ হবে।
- সঠিক উত্তর - A new cabinet has been sworn in in Dhaka.
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.

0
Updated: 1 week ago
Any one of the following pairs are literary collaborators-
Created: 1 week ago
A
Eliot and Pound
B
Yeats and Eliot
C
Pope and Dryden
D
Shelly and Keats
English
বিসিএস প্রিলিমিনারি ও রিটেন টেস্ট
সঠিক উত্তর হবে - ক) Eliot and Pound, যা সঠিক।
• Collaborator
English Meaning: A person who works jointly on an activity or project; an associate.
Bangla Meaning: সহযোগী।
• মূলত Eliot and Pound, T. S Eliot রচিত কবিতা The Waste Land এ Collaborator ছিলেন।
- Ezra Pond The Waste Land এর সম্পাদনা, পরিমার্জনা ইত্যাদি ক্ষেত্রে Eliot কে বিভিন্নভাবে সাহায্য করেছিলেন।
- এর পাশাপাশি Eliot এই কবিতাটি Ezra Pound কেও উৎসর্গ করেছিলেন।
- অনেক সমালোচকের মতে, টি. এস. এলিয়টের বিখ্যাত কবিতা The Waste Land-এর পাণ্ডুলিপি সম্পাদনায় এজরা পাউন্ডের অবদানই এই রচনাটিকে আধুনিক কবিতার শ্রেষ্ঠত্বে পরিণত করেছে। তাদের এই সহযোগিতাই ছিল তাদের গভীর সাহিত্যের সম্পর্কের শীর্ষ বিন্দু, যা বিশ শতকের ইংরেজি ও আমেরিকান কবিতায় আধুনিকতাবাদের বিকাশে মূল চালিকাশক্তি হিসেবে বিবেচিত হয়।
Source: The Gurdian report and British Library website.

0
Updated: 1 week ago
'Blockbuster' means-
Created: 1 week ago
A
A large solid piece of store
B
A device to cut off a person's head as a punishment
C
Something that makes movement difficult
D
A powerful explosive to demolish buildings
English
Meanings of Word
বিসিএস প্রিলিমিনারি ও রিটেন টেস্ট
Blockbuster (Noun)
English Meaning:
1. a very large high-explosive bomb
2. one that is notably expensive, effective, successful, large, or extravagant
3. one who engages in blockbusting
Bangla Meaning:
1. শক্তিশালী বিস্ফোরক বা বোমা যা একসঙ্গে অনেক দালানকোঠা ধ্বংস করতে পারে;
2. (লাক্ষণিক) কোনো ঘটনার ফল আকস্মিকভাবে প্রভাবিত করতে পারে এমন প্রবল কোনো বস্তু; (বিশেষত America(n))
3. এমন ব্যক্তি যে ভয় দেখিয়ে বা প্রতারণার মাধ্যমে কোনো এলাকার লোকজনকে তাদের বাড়িঘর বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য করে।
Source:
1. Merriam-Webster Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

0
Updated: 1 week ago
'Razzmatazz' means-
Created: 1 week ago
A
A musical instrument
B
A well-planned programme
C
A noisy activity
D
A musical drama
English
Meanings of Word
বিসিএস প্রিলিমিনারি ও রিটেন টেস্ট
Razzmatazz
English Meaning: noisy and noticeable activity, intended to attract attention.
Bangla Meaning: হৈচৈ পূর্ণ আচরণ বা কাজকর্ম; বিশেষত দৃষ্টি আকর্ষনের জন্য।
Example: The new car was launched with great razzmatazz: champagne.
Bangla Meaning: নতুন গাড়িটি বড় আড়ম্বরে উদ্বোধন করা হয়েছিল।
• Options,
- A noisy activity: শোরগোলপূর্ণ কর্ম।
- A well-planned programme: একটি সুপরিকল্পিত কর্মসূচি।
- A musical activity: সঙ্গীতানুষ্ঠান।
- A musical instrument: বাদ্যযন্ত্র।
• Correct answer: 'Razzmatazz' means- A noisy activity.
Source: Cambridge Dictionary.

0
Updated: 1 week ago