Political Theory Previous Brief

Political Theory Previous Brief

রাজনৈতিক তত্ত্ব পরিচিতি

পরিক্ষা–২০১০

(ক) রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কাকে?

উত্তর: এরিস্টটলকে। 

(খ) রাষ্ট্র বিজ্ঞান অধ্যয়নের তিনটি পদ্ধতির নাম লিখ।

উত্তর: রাষ্ট্র বিজ্ঞান অধ্যয়নের তিনটি পদ্ধতির নাম-১. ব্যবস্থা তত্ত্ব, ২. গোষ্ঠী তত্ত্ব, ও ৩. কাঠামো কার্যগত পদ্ধতি।

(গ) রাষ্ট্রের উপাদান কি কি?

উত্তর: রাষ্ট্রের উপাদান-(ক) নির্দিষ্ট ভূ-খণ্ড; (খ) জনসমষ্টি; (গ) সরকার এবং (ঘ) সার্বভৌমত্ব।

(ঘ) সামাজিক চুক্তি মতবাদের প্রবক্তা কারা? 

উত্তর: টমাস হবস্, জন লক ও জ্যাঁ জ্যাক রুশো।

(ঙ) স্বাধীনতার তিনটি রক্ষাকবচ উল্লেখ কর। 

উত্তর: স্বাধীনতার তিনটি রক্ষাকবচ-১. আইনের অনুশাসন, ২. বিচার বিভাগীয় স্বাধীনতা, ৩. দায়িত্বশীল সরকার।

(চ) দুটি রাজনৈতিক অধিকারের নাম লিখ।

উত্তর: দুটি রাজনৈতিক অধিকারের নাম-১. নির্বাচনের অধিকার: ২. ভোট প্রদানের অধিকার।’

(ছ) ‘On Liberty’ কার লেখা?

উত্তর: জন স্টুয়ার মিল-এর।

(জ) ‘The Ruling Class’ গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তর: Gaetano Mosca.

(ঝ) আমলাতন্ত্রের অনক কে?

উত্তর: আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।

(ঞ) ‘The Republic-গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তর: প্লেটো

(ট) কোন উপাদানটি ছাড়া রাষ্ট্র হয় না?

উত্তর: সার্বভৌমত্ব।

(ঠ) রাষ্ট্রের মূল উপাদান কয়টি? 

উত্তর: ৪টি।

(ঠ) “ভোটাধিকার” কোন ধরনের অধিকার?

উত্তর: রাজনৈতিক অধিকার।

(5) “Man is born free but everywhere he is in chain.”-উক্তিটি কার?

উত্তর: রুশোর (Rousseau)। 

(ণ) “সার্বভৌমত্ব হলো রাষ্ট্রের চূড়ান্ত ইচ্ছা”-এটি কার উক্তি? 

উত্তর: ডব্লিউ এফ, উইলোবির।

(ত) সরকারের অঙ্গ কয়টি?

উত্তর: তিনটি।

(খ) “দায়িত্বশীলতা” কোন সরকার পদ্ধতির মূল বৈশিষ্ট্য? 

উত্তর: সংসদীয় সরকার পদ্ধতির মূল বৈশিষ্ট্য।

(দ) ব্রিটেনের আইন সভার “উচ্চ কক্ষ” ও “নিম্ন কক্ষের” নাম কি?

উত্তর: লর্ডসভা ও কমন্সসভা।

(ধ) বাংলাদেশের আইন সভার নাম কি? 

উত্তর: জাতীয় সংসদ বা পার্লামেন্ট।

(ন) ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদের প্রবক্তা কে? 

উত্তর: মন্টেস্কু।

(প) বাংলাদেশের তিনটি রাজনৈতিক দলের নাম লিখ। 

উত্তর: বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) ও জাতীয় পার্টি।

(ফ) কোন শাসন ব্যবস্থায় ক্ষমতার আঞ্চলিক বন্টন করা যায়? 

উত্তর: যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায়।

(ব) মার্কিন যুক্তরাষ্ট্রের আইন সভার নাম কি? 

উত্তর: কংগ্রেস।

(ড) “Democracy is a government of the people by the people and for the people”-উক্তিটি কার? 

উত্তর: আব্রাহাম লিংকন-এর।

২০১১

(ক) “Polls” শব্দের অর্থ কি? 

উত্তর: Polis’ শব্দের অর্থ city state বা নগর রাষ্ট্র।

(খ) রাজবিজ্ঞানকে ‘সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান (Master clrice) হিসেবে আখ্যা দিয়েছেন কে? 

উত্তর: এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান হিসেবে আখ্যা দিয়েছেন। 

(গ) রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি?

উত্তর: রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদটি হল ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। 

(ঘ) আইনের তিনটি উৎস উল্লেখ কর। 

উত্তর: আইনের তিনটি উৎস হল–(১) ধর্ম, (ii) প্রথা (iii) আইনসভা।

(ঙ) Will, not force is the basis of the state’ উক্তিটি কার?

উত্তর: “Will not forced is the basis of the state” উক্তিটি হলো রাষ্ট্রবিজ্ঞানী টি. এইচ, গ্লিণ-এর।।

(চ) সার্বভৌমত্বের অর্থ কি?

উত্তর: সার্বভৌমত্বের অর্থ হলো রাষ্ট্রের চরম, অবাধ ও চূড়ান্ত ক্ষমতা।

(ছ) “সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন।” উক্তিটি কার?

আরো পড়ুনঃ  দল সমাজকর্মের উপাদানগুলো কী কী?

উত্তর: ফরাসি দার্শনিক রুশোর।

(জ) “The Politics” বইটির রচয়িতা কে?

উত্তর: “The Politics” গ্রন্থটির রচয়িতা হলেন গ্রীক দার্শনিক Aristotle 

(ঝ) “এলিট” শব্দের অর্থ কি?

উত্তর: এলিট শব্দের অর্থ হচ্ছে উৎকৃষ্ট শ্রেণীর ব্যক্তিবর্গ।

(এ) “Political Parties” গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: “Political Partics” গ্রন্থটির রচয়িতা হলেন Robert Michels

(ট) ম্যাক্স ওয়েবার কোন দেশের নাগরিক? 

উত্তর: ম্যাক্স ওয়েবার জার্মানির নাগরিক।

(ঠ) জাতীয়তাবাদ কি? 

উত্তর: কোনো জনসমষ্টিকে নিজেদের ইচ্ছা অনুযায়ী জাতীয় জীবন গড়ে তোলার মানসিক চেতনা বা ধারণাকেই জাতীয়তাবাদ বলে।

(ড) জাতীয়তাবাদের উপাদানগুলোর নাম লিখ। 

উত্তর: জাতীয়তাবাদের উপাদানগুলো হলো ভৌগলিক ঐক, বংশগত ঐক্য, আচরণ ও রীতিনীতির ঐক্য, রাজনৈতিক ঐক্য, ভাষাগত ঐক্য, ধর্মগত ঐক্য প্রভৃতি। 

(ঢ) প্লেটোর গুরু কে ছিলেন?

উত্তর: প্লেটোর গুরু ছিলেন সক্রেটিস।

(ণ) প্লেটোর দুইটি গ্রন্থের নাম লিখ।

উত্তর: প্লেটোর দুটি গ্রন্থ হলো-The Republic & The Laws. 

(ত) ‘পলিটি’ কি?

উত্তর: পলিটি হচ্ছে এরিস্টটল প্রবর্তিত এক ধরনের সরকার পদ্ধতি। যেখানে ধনী ও দরিদ্র এই দুই শ্রেণির কোন শ্রেণির হাতেই শাসন ক্ষমতা থাকে না, শাসন ক্ষমতা থাকে মধ্যবর্তী শ্রেণির নিকট, ইহাই পলিটি।

(থ) কাকে মধ্যযুগের এরিস্টটল বলা হয়?

উত্তর: সেন্ট টমাস একুইনাসকে মধ্যযুগের এরিস্টটল বলা হয়।

(দ) “A prince should combine the qualities of a box and a lion.” উক্তিটি কার? 

উত্তর: উক্তিটি নিকেলো ম্যাকিয়াভেলির (Nicolo Machiaveli)

(ধ) বৃটেনের আইনসভার নাম কি?

উত্তর: ব্রিটেনের আইনসভার নাম পার্লামেন্ট।

(ন) “Right imply duties.” উক্তিটির অর্থ কি?

উত্তর: অধিকারের মধ্যে কর্তব্যে নিহিত

(প) অধিকার কি?

উত্তর: অধিকার হল সমাজ ও রাষ্ট্রকর্তৃক স্বীকৃত এমন কতকগুলো সুযোগ সুবিধা যার উত্তম ব্যবহার দ্বারা ব্যক্তি তার ব্যক্তিত্বের বিকাশ সাধন করতে সক্ষম হয়।

(ফ) ফরাসি বিপ্লবের অন্যতম দার্শনিক কে?

উত্তর: ফরাসি বিপ্লবের অন্যতম দার্শনিক হলেন জ্যাঁ জ্যাক রুশো।

(ব) সেন্ট অগাস্টিনের দুই ধরনের রাষ্ট্রের উল্লেখ কর। 

উত্তর: সেন্ট অগাস্টিনের দুই ধরনের রাষ্ট্রের উল্লেখ-(1) পার্থিব রাষ্ট্র ও (ii) বিধাতার রাষ্ট্র।

(ত) রুশোর লিখা বিখ্যাত বইটির নাম লিখ। 

উত্তর: The Social Contract.

২০১২

(ক) ‘রাষ্ট্র’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?

উত্তর: ইতালির রাষ্ট্রবিজ্ঞানি নিকোলো ম্যাকিয়াভেলী।

(খ) “Political Science begins and ends with the state”-কে বলেছেন? 

উত্তর: অধ্যাপক গার্নার বলেছেন।

(গ) রাষ্ট্রবিজ্ঞান অধ্যায়নের ঐতিহাসিক পদ্ধতির দু’জন প্রবক্তার নাম লিখ। 

উত্তর: ফ্রিম্যান ও সিলি।

(ঘ) ‘Demos’ শব্দটির অর্থ কি? 

উত্তর: ‘Demos’ শব্দের অর্থ জনগণ।

আরো পড়ুনঃ প্লেটোর সাম্যবাদ তত্ত্বটি আলোচনা কর

(ঙ) আধুনিক গণতন্ত্রের জনক কে?

উত্তর: আধুনিক গণতন্ত্রের জনক ‘জন লক’।

(চ) সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে, এমন দুটি রাষ্ট্রের নাম লিখ। 

উত্তর: বাংলাদেশ ও ভারত।

(ছ) সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কে? 

উত্তর: হ্যারল্ড জে. লাস্কি।

(জ) জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন?

উত্তর: জন অস্টিন Lectures on Jurisprudence গ্রন্থে আলোচনা করেছেন।

(ঝ) “The Spirit of Laws’ গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তর: The Spirit of laws গ্রন্থটির রচয়িতা ফরাসি দার্শনিক মন্টেস্কু।

(ঞ) ‘Eternal vigilance is the price of liberty”-কে বলেছেন?

উত্তর: গ্রিক দার্শনিক পেরিক্লিস্ (Pericles)

(ট) ‘Every state is known by the rights that it maintains’-কে বলেছেন?

উত্তর: হ্যারল্ড জে. লাস্কি।

(ঠ) ‘The mind and society’-গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: ডিলফ্রেডো প্যারেটো।

(ড) Bureau এবং Kratein শব্দ দুটির অর্থ লিখ।

উত্তর: Bureau শব্দের অর্থ টেবিল বা দফতর এবং Kratcin শব্দের অর্থ শাসন। 

(ঢ) ‘POSDCORB’ এর প্রবক্তা কে? 

উত্তর: লুথার গুলিক।

(ণ) Virtue is knowledge’-এই মূলনীতিটি কার?

উত্তর: গ্রিক দার্শনিক সক্রেটিস-এর।

(ত) প্লেটোর আদর্শ রাষ্ট্র কিরুপ প্রতিষ্ঠান? 

উত্তর: প্লেটোর আদর্শ রাষ্ট্র হলো শ্রেণিভিত্তিক প্রতিষ্ঠান।

(থ) প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্রে মানবাত্মাকে কয়ভাবে ভাগ করেন?

উত্তর: তিন ভাগে ভাগ করেন। যথা -১. প্রজ্ঞা, ২. সাহস ও ৩. প্রবৃত্তি।

(দ) এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কি?

উত্তর: লাইসিয়াম।

(ধ) কোন দু’টি নীতির ভিত্তিতে এরিস্টটল সরকারের শ্রেণিবিভাগ করেছেন। 

উত্তর: সংখ্যানীতি ও উদ্দেশ্যনীতির ভিত্তিতে এরিস্টটল সরকারের শ্রেণিবিভাগ করেছেন।

(ন) “বিধাতার রাষ্ট্র” ধারণাটি কে দিয়েছেন?

উত্তর: সেন্ট অগাস্টিন। 

(প) ‘মধ্যযুণ অরাজনৈতিক’-উক্তিটি কার?

উত্তর: অধ্যাপক ডানিং-এর। 

(ফ) হবস, লক ও রুশো কোন যুগের দার্শনিক।

উত্তর: হবস, লক ও রুশো আধুনিক যুগের দার্শনিক। 

(ব) মানবজীবন চিল নিঃসঙ্গ, দরিদ্র, বিশ্রী, পাশবিক, সন্ন’-কার উক্তি এটি।

উত্তর: ডান্ডটি টমাস হবস-এর।

(ভ) জন শকের মতে সম্মতি কত প্রকার?

উত্তর: দুই প্রকার- প্রকাশ্য সম্মতি ও মৌন সম্মতি।

২০১৩

(ক) Polis শব্দের অর্থ কী?

উত্তর: ‘Polis’ শব্দের অর্থ City State বা নগররাষ্ট্র।

(খ) রাষ্ট্রের উপাদান কয়টি? 

উত্তর: ৪ টি।

(গ) সরকারের অঙ্গ কয়টি?

উত্তর: তিনটি।

(ঘ) এরিস্টটলের মতে, উত্তম সরকার কোনটি?

উত্তর: পলিটি (Polity) |

(ঙ) “The Republic” গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তর: প্লেটো।

(চ) “The Politics গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তর: এরিস্টটল।

(ছ) আমলাতন্ত্রের জনক কে?

উত্তর: আমলাতন্ত্রের জনক ম্যাক্সওয়েবার।

জ) রাষ্ট্রবিজ্ঞানের জনক কে? 

উত্তর: রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল।

(ঝ) “মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বদাই সে শৃঙ্খলিত” -উক্তিটি কার? 

উত্তর: “মানুষ স্বাধীনভাবে জন্মগ্রহণ করে, কিন্তু সর্বদাই সে শৃঙ্খলিত” উক্তিটি রুশোর (Rousseau)

(ঞ) লাইসিয়াম কী? 

উত্তর: এরিস্টটল কর্তৃক স্থাপিত শিক্ষা প্রতিষ্ঠানের নাম লাইসিয়াম।

(ট) ‘মধ্যযুগের এরিস্টটল’ কাকে বলা হয়? 

উত্তর: সেন্ট টমাস একুইনাসকে ‘মধ্যযুগের এরিস্টটল’ বলা হয়।

(ঠ) “সার্বভৌমের আদেশই আইন” -কে বলেছেন? 

উত্তর: জন অস্টিনের।

2014

ক) রাষ্ট্রের উৎপত্তির সঠিক মতবাদ কোনটি?

উত্তর: রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদটি হল ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ।

(খ) রাষ্ট্রের কোন ক্ষমতাকে হস্তান্তর করা যায় না? 

উত্তর: সার্বভৌম ক্ষমতা।

গ) ‘Natio’ শব্দের অর্থ কি? 

উত্তর: ‘জন্ম’ বা ‘বংশ’।

(ঘ) ‘Law is the passionless reason’-উক্তিটি কার? 

উত্তর: এরিস্টটল-এর।

(ঙ) “On Liberty”-কার লেখা? 

উত্তর: জন স্টুয়ার্ট মিল।

(চ) “The Ruling Class” -গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তর: “The Ruling Class” -গ্রন্থটির রচয়িতা- Gaetano Mosca.

ছ) মেকিয়াভেলী পেশায় কি ছিলেন? 

উত্তর: কূটনীতিক ও রাষ্ট্রদূত।

(জ) আমলাতন্ত্রের জনক কে? 

উত্তর: আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।

(ঝ) “Academy” কে প্রতিষ্ঠা করে ছিলেন? 

উত্তর: প্লেটো।

(ঞ) “Man is by nature a social and political animal”-উক্তিটি কার? 

উত্তর: Aristotle (এরিস্টটল)-এর।

(ট) ‘সক্রেটিস, প্লেটো এবং এরিস্টটল’-এরা কোন যুগের দার্শনিক? 

উত্তর: প্রাচীন যুগের।

(ঠ) ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়? 

উত্তর: ১৭৮৯ সালে।

2015

(ক) রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? 

উত্তর: সার্বভৌমত্ব।

(খ) রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি? 

উত্তর: রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদটি হল ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। 

(গ) Demos শব্দটির অর্থ কি? 

উত্তর: Demos শব্দের অর্থ জনগণ।

(ঘ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? 

উত্তর: মন্টেছু।

(ঙ) সংসদীয় পদ্ধতিতে সরকার প্রধান কে? 

উত্তর: প্রধানমন্ত্রী

(চ) আমলাতন্ত্রের দুটি বৈশিষ্ট্য লেখ। 

উত্তর: ১. স্থায়িত্ব এবং ২. পদসোপন।

(ছ) The Republic’ গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তর: The Republic গ্রন্থটির রচয়িতা প্লেটো।

(জ)”A Prince should combine the qualities of a fox and a lion.”- উক্তিটি কার? 

উত্তর: উক্তিটি ম্যাকিয়াভেলির।

(ঝ) টমাস হবসের বিখ্যাত বইটির নাম লেখ। 

আরো পড়ুনঃ সেন্ট অগাস্টিনের রাষ্ট্রদর্শন ও ন্যায়তত্ত্ব

উত্তর: টমাস হবসের বিখ্যাত বইটির নাম ‘Leviathan’।

(ঞ), প্লেটো তার আদর্শ রাষ্ট্রে মানবাত্মাকে কয়ভাগে ভাগ করেন? 

উত্তর: তিন ভাগে ভাগ করেন। যথা-১. প্রজ্ঞা, ২. সাহস ও ৩. প্রবৃত্তি।

(ট) এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কি? 

উত্তর: ‘লাইসিয়াম (Lyceum)।

(ঠ) মধ্যযুগের এরিস্টটল কাকে বলা হয়? 

উত্তর: মধ্যযুগীয় এরিস্টটল বলা হয় সেন্ট টমাস একুইনাসকে।

2016

(ক) Foedus শব্দের অর্থ কি?

উত্তর: সন্ধি বা মিলন।

খ) সরকারের অঙ্গসমূহ লিখ। 

উত্তর: আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ। 

(গ) ‘Natio’ শব্দের অর্থ কি? 

উত্তর: ‘জন্ম’ বা ‘বংশ’।

(ঘ) সংসদীয় সরকার ব্যবস্থার প্রধান কে?

 উত্তর: প্রধানমন্ত্রী।

(ঙ) “Constitution is the way of life the state has chosen for itself- উক্তিটি কার? 

উত্তর: গ্রিক দার্শনিক এরিস্টটলের।

(চ) “The Ruling Class’-গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তর: Gaetano Mosca.

(ছ) ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?

উত্তর: ১৭৮৯ সালে।

(জ) ‘Polis’ শব্দের অর্থ কি?

উত্তর: ‘Polis’ শব্দের অর্থ City State বা নগররাষ্ট্র।

(ঝ) রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ট বিজ্ঞান (Master of Science) হিসাবে আখ্যা দিয়েছেন কে? 

উত্তর: এরিস্টটল রাষ্ট্রবিজ্ঞানকে সর্বশ্রেষ্ঠ বিজ্ঞান হিসেবে আখ্যা দিয়েছেন।

(ঞ) আমলাতন্ত্রের জনক কে?

উত্তর: আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার।

(ট) ‘The Politics’ গ্রন্থের রচয়িতা কে? 

উত্তর: এরিস্টটল।

(ঠ) আধুনিক গণতন্ত্রের জনক কে?

উত্তর: জন লক।

2017

(ক) রাষ্ট্রের উপাদান কয়টি?

উত্তর: রাষ্ট্রের উপাদান ৪টি।

খ) রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

উত্তর: রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল।

(গ) “Political Science begins and ends with the state” -কে বলেছেন? 

উত্তর: অধ্যাপক গার্নার বলেছেন।

(ঘ) “The Republic” গ্রন্থটির লেখক কে?

উত্তর: The Republic গ্রন্থটির লেখক প্লেটো।

(3) “Virtue is knowledge” -উক্তিটি কার? 

উত্তর: গ্রিক দার্শনিক সক্রেটিস এর।

(চ) মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে? 

উত্তর: মধ্যযুগীয় এরিস্টটল বলা হয় একুইনাসকে।

(ছ) “মধ্যযুগ অরাজনৈতিক” -উক্তিটি কার?

 উত্তর: অধ্যাপক ডানিং এর।

(জ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? 

 উত্তর: মন্টেস্কু।

(ঝ) “The Leviathan” গ্রন্থটির লেখক কে? 

উত্তর: টমাস হবসের।

(ঞ) কখন “গৌরবময় বিপ্লব” হয়েছিল? 

উত্তর: ১৬৮৮ সালে।

(ট) “Two Treatises on Civil Government” গ্রন্থটির লেখক কে? 

উত্তর: জন লক।

(ঠ) “The Prince” গ্রন্থটি কে লিখেছেন?

উত্তর: ম্যাকিয়াভেলি।

2018

ক) “Polis” শব্দের অর্থ কি? 

উত্তর: Polis’ শব্দের অর্থ City State বা নগররাষ্ট্র।

(খ) প্লেটোর শিক্ষা ব্যবস্থায় কয়টি স্তর ছিল?

উত্তর: প্লেটোর শিক্ষাব্যবস্থার স্তর ছিল দুটি।

(গ) এরিস্টটলের বিখ্যাত গ্রন্থের নাম কি? 

উত্তর: “The Politics”.

(ঘ) প্লেটো এবং এরিস্টটল কোন যুগের দার্শনিক ছিলেন? 

উত্তর: প্লেটো এবং এরিস্টটল প্রাচীন যুগের দার্শনিক ছিলেন।

(ঙ) ‘Political Parties’ গ্রন্থটির লেখক কে?

উত্তর: “Political Parties” গ্রন্থটির রচয়িতা হলেন রবার্ট মিশেলস (Robert Michels). 

(চ) রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদ কোনটি? 

উত্তর: রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সঠিক মতবাদটি হলো ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ। রাষ্ট্রের 

(ছ) কোন ক্ষমতা হস্তান্তরযোগ্য নয়?

উত্তর: সার্বভৌম ক্ষমতা।

(জ) জন লকের মতে সম্মতি কয় প্রকার? 

উত্তর: ২ প্রকার। যথা- (ক ) প্রকাশ্য সম্মতি এবং (খ) মৌন সম্মতি।

ঝ) “Man is born free but everywhere he is in chain” -উক্তিটি কার?

উত্তর: রুশো (Rousseau)-এর।

(ঞ) আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলি।

(ট) আদর্শ আমলাতন্ত্রের জনক কে?

উত্তর: ম্যাক্স ওয়েবার।

(ঠ) “সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন” উক্তিটি কার? 

উত্তর: জ্যা জ্যাকুয়েশ রুশোর।

2019

(ক) ‘রাষ্ট্র’ শব্দটি কে প্রথম ব্যবহার করেন?

উত্তর: ম্যাকিয়াভেলি।

(খ) রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? 

উত্তর: সার্বভৌমত্ব।

(গ) অধিকারের সবশ্রেষ্ঠ রক্ষাকবচ কোনটি?

উত্তর: অধিকারের প্রধান রক্ষাকবচ হলো আইন।

(ঘ) জন অস্টিন কোন গ্রন্থে আইনগত সার্বভৌমত্বের ধারণা ব্যক্ত করেন? 

উত্তর: Lectures on Jurisprudence গ্রন্থে।

(ঙ) ‘Constitution is the way of life, the state has chosen for itself’-কে বলেছেন? 

উত্তর: গ্রিক দার্শনিক এরিস্টটলের। (

চ) আধুনিক গণতন্ত্রের জনক কে? 

উত্তর: জন লক।

(ছ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? 

উত্তর: মন্টেছু।

(জ) ‘The Social Contract’ গ্রন্থটি কে লিখেছেন? 

উত্তর: জ্যা জ্যাকুয়েশ রুশো।

(ঝ) প্লেটো ‘একাডেমি’ প্রতিষ্ঠা করেন কত সালে? 

উত্তর: প্লেটো ‘একাডেমি’ প্রতিষ্ঠা করেন খ্রিস্টপূর্ব ৩৮৭ অব্দে।

(ঞ) এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি? 

উত্তর: পলিটি (Polity)

(ট) ‘Virtue is knowledge’-কে বলেছেন?

উত্তর: গ্রিক দার্শনিক সক্রেটিস-এর।

(ঠ) মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে? 

উত্তর: মধ্যযুগীয় এরিস্টটল বলা হয় সেন্ট টমাস একুইনাসকে।

2020

(ক) “Political Science begins and ends with the state”কে বলেছেন?

উত্তর: অধ্যাপক গার্নার।

খ) ‘Polis’ শব্দের অর্থ কি?

উত্তর: ‘Polis’ শব্দের অর্থ City State বা নগররাষ্ট্র।

(গ) সরকারের অঙ্গ কয়টি?

উত্তর: তিনটি।

(ঘ) সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম লিখ। 

উত্তর: বাংলাদেশ ও ভারত।

ঙ) সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কে? 

উত্তর: হ্যারল্ড জে. লাস্কি।

(ঙ) “The Spirit of Laws” গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: The Spirit of Laws গ্রন্থটির রচয়িতা ফরাসি দার্শনিক মন্টেস্কু। 

(ছ) আমলাতন্ত্রের জনক কে? 

উত্তর: আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার। 

(জ) “বিধাতার রাষ্ট্র” ধারণাটি কে দিয়েছেন?

উত্তর: সেন্ট অগাস্টিন।

(ঝ) “Eternal vigilance is the price of liberty” কে বলেছেন? 

উত্তর: গ্রিক দার্শনিক পেরিক্লিস্ (Pericles) 1

(ঞ) “Every state is known by the rights that is maintains” কথাটি কে বলেছেন? 

উত্তর: অধ্যাপক লাস্কি।

ট) প্লেটো তাঁর আদর্শ রাষ্ট্রে মানবাত্মাকে কয়ভাগে ভাগ করেছেন? 

উত্তর: তিন ভাগে ভাগ করেছেন। যথা- ১. প্রজ্ঞা, ২. সাহস ও ৩. প্রবৃত্তি।

ঠ) হবস, লক, রুশো কোন যুগের দার্শনিক? 

উত্তর: হবস, লক ও রুশো আধুনিক যুগের দার্শনিক।

2021

(ক) রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদ কোনটি? 

উত্তর: রাষ্ট্র সৃষ্টির গ্রহণযোগ্য মতবাদটি হলো ঐতিহাসিক বা বিবর্তনমূলক মতবাদ।

খ) সংসদীয় সরকার ব্যবস্থায় প্রধান কে? 

উত্তর: প্রধানমন্ত্রী।

গ) ‘The Political System’ গ্রন্থের লেখক কে? 

উত্তর: David Easton (ডেভিড ইস্টন)।

(ঘ)রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি? 

উত্তর: সার্বভৌমত্ব।

ঙ) জাতীয়তাবাদের জনক কে?

উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলি।

(চ) ‘এলিট আবর্তন’ তত্ত্বের প্রবক্তা কে? 

উত্তর: ভিলফ্রিডো প্যারেটো।

(ছ) ‘রাষ্ট্র’ শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? 

উত্তর: ম্যাকিয়াভেলি।

(জ) প্লেটোর শিক্ষা ব্যবস্থায় কয়াট স্তর ছিল? 

উত্তর: প্লেটোর শিক্ষাব্যবস্থার স্তর ছিল দুটি।

(ঝ) এরিস্টটল কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানটির নাম কী? 

উত্তর: ‘লাইসিয়াম’ (Lyceum)। 

(ঞ) মধ্যযুগের এরিস্টটল বলা হয় কাকে? 

উত্তর: মধ্যযুগীয় এরিস্টটল বলা হয় সেন্ট টমাস একুইনাসকে।

ট) কখন ‘গৌরবময় বিপ্লব’ হয়েছিল? 

উত্তর: ১৬৮৮ সালে।

(ঠ) ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা কে? 

উত্তর: মন্টেস্কু।

2022

ক) ‘Polis’ শব্দের অর্থ কি?

উত্তর: ‘Polis’ শব্দের অর্থ City State বা নগররাষ্ট্র।

(খ) “রাষ্ট্রবিজ্ঞান হলো সর্বশ্রেষ্ট বিজ্ঞান (Master of Science)” – উক্তিটি কার? 

উত্তর: এরিস্টটল 

(গ) অধিকারের সবশ্রেষ্ঠ রক্ষাকবচ কোনটি?

উত্তর: অধিকারের প্রধান রক্ষাকবচ হলো আইন।

(ঘ) ‘Natio’ শব্দের অর্থ কি? 

উত্তর: ‘জন্ম’ বা ‘বংশ’।

(ঙ) আমলাতন্ত্রের জনক কে? 

উত্তর: আমলাতন্ত্রের জনক ম্যাক্স ওয়েবার। 

(চ) প্লেটো কর্তৃক প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানটির নাম কি? 

উত্তর: একাডেমী।

ছ) এরিস্টটলের মতে, উত্তম সরকার কোনটি?

উত্তর: পলিটি (Polity) ।

(জ) “সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন” উক্তিটি কার? 

উত্তর: জ্যা জ্যাকুয়েশ রুশোর।

(ঝ) “The City of God” গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: উঃসেইন্ট অগাস্টিন।

(ঞ) আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলি।

ট) সার্বভৌমত্বের বহুত্ববাদী প্রবক্তা কে? 

উত্তর: হ্যারল্ড জে. লাস্কি।

(ঠ) “মধ্যযুগ অরাজনৈতিক” -উক্তিটি কার? উত্তর: অধ্যাপক ডানিং এর।

Shihabur Rahaman
Shihabur Rahaman

Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 263