Bangladesh Sociology Suggestion Session (2021-22)
খ– বিভাগ
1. প্রজননশীলতা ও মরণশীলতা কী? ✪✪✪
2. জ্ঞাতি সম্পর্কের সংজ্ঞা দাও।
3. প্রবেশন এবং প্যারোল কি? এদের মধ্যে পার্থক্য নিরূপণ কর। ✪✪✪
4. সামাজিকীকরণ ও সুশাসনের সংজ্ঞা দাও। ✪✪✪
5. উপনিবেশবাদ বলতে কি বুঝ?
6. গ্রামীণ ক্ষমতা কাঠামো বলতে কি বুঝ? গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ আলোচনা কর।
7. স্থানীয় সরকার ও আমলাতন্ত্র কী? ✪✪✪
8. সুশীল সমাজ বলতে কি বুঝ?
9. দারিদ্র এবং দারিদ্র্যের দুষ্টচক্র বলতে কি বুঝ?
আরো পড়ুনঃ Political Organization and Political System of UK and USA Suggestion (2021-22)
10. সামাজিক অসমতা বলতে কি বুঝ?
11. রাজনৈতিক সংস্কৃতি কী? ✪✪✪
12. ধর্ম নিরপেক্ষ শিক্ষা কী?
গ–বিভাগ
1. ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের প্রভাব আলোচনা কর। ✪✪✪
2. মধ্যবিত্ত শ্রেণীর সংজ্ঞা দাও। বাংলায় মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ও বিকাশ আলোচনা কর। ✪✪✪
3. ভাষা আন্দোলন বলতে কি বুঝ? ১৯৫২ সালের ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর।
4. বাংলাদেশের জনগোষ্ঠীর নৃগোষ্ঠীগত পরিচয় বিশদভাবে আলোচনা কর।
5. সমকালীন বাংলাদেশের সমাজ ও সংস্কৃতির উপর নগরায়নের প্রভাব আলোচনা কর। ✪✪✪
6. সাঁওতাল এথনিক সম্প্রদায়ের জীবন ধারা আলোচনা কর।
অথবা সাঁওতাল এথনিক গোষ্ঠীর আর্থসামাজিক ও সাংস্কৃতিক জীবন আলোচনা কর।
7. বাংলাদেশের জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্য সমূহ আলোচনা কর।
অথবা, জনসংখ্যার বিন্যাসে প্রভাব বিস্তারকারী নিয়ামক সমূহ আলোচনা কর।
8. সামাজিকীকরণ বলতে কি বুঝ? সামাজিকীকরণে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা কর। ✪✪✪
9. সমকালীন বাংলাদেশে বিবাহ ও পরিবারের পরিবর্তনশীল রূপ আলোচনা কর।
10. বাংলাদেশের গ্রামীণ ক্ষমতা কাঠামোর উপাদানসমূহ ব্যাখ্যা কর। ✪✪✪
11. বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে বেসরকারি সংস্থাসমূহ ও স্থানীয় সরকারের ভূমিকা পর্যালোচনা কর।
12. নারীর ক্ষমতায়ন বা নারী উন্নয়নে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর। ✪✪✪
13. বাংলাদেশে পল্লী উন্নয়নের প্রতিবন্ধকতাসমূহ পর্যালোচনা কর।
আরো পড়ুনঃ Bangladesh Society and Culture Suggestion Session (2021-22)
14. গ্রামীণ বাংলাদেশের ভূমিস্বত্ব ব্যবস্থা আলোচনা কর। ✪✪✪
15. বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতি মূল্যায়ন কর।
16. বাংলাদেশে দুর্নীতি প্রতিরোধের উপায়সমূহ আলোচনা কর।
17. সুশীল সমাজ বলতে কি বুঝ? বাংলাদেশের গণতন্ত্রায়নে সুশীল সমাজের ভূমিকা আলোচনা কর।