Previous Brief Sociology of Bangladesh

Al Amin
Previous Brief Sociology of Bangladesh
2015
ক) 'Dynamics of Bangladesh Society' গ্রন্থটির রচয়িতা কে?
Ans: এ.কে. নাজমুল করিম।
খ) বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লিখ।
Ans: রাখাইন।
গ) মর্গানের মতানুযায়ী জ্ঞাতিসম্পর্কের ধরনগুলো কী?
Ans: ১. শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক ও ২. বর্ণনামূলক জ্ঞাতি সম্পর্ক।
ঘ) বর্ধিত পরিবারের সংজ্ঞা দাও।
Ans: যে পরিবারে তিন পুরুষ: বাবা, মা, দাদা-দাদি, চাচা-চাচী, সন্তান -সন্ততি সবাই মিলে বসবাস করে তাকে বর্ধিত পরিবার বলে।
ঙ) 'Labelling Model' এর প্রবক্তা কে?
Ans: হাওয়ার্ড সউল বেকার্স।
চ) বাংলাদেশের জিডিপিতে কৃষির অবদান কত?
Ans: ১৩.৪৭% (20-21)।
আরো পড়ুনঃ Special Brief Suggestion Sociology of Bangladesh
ছ) রেমিট্যান্স কী?
Ans: বিদেশে কর্মরত ব্যাক্তি কর্তৃক তার মাতৃভূমিতে প্রেরিত অর্থ কে রেমিট্যান্স বা প্রবাসী-প্রেরিত অর্থ বলা হয়।
জ) বিচ্যুতি সম্পর্কিত সাদারল্যান্ডের তত্ত্বের নাম কী?
Ans: বিভিন্নমুখী মেলামেশা তত্ত্ব।
ঝ) 'দারিদ্র্যের দুষ্টচক্র'র ধারণাটির প্রবক্তা কে?
Ans: অধ্যাপক রাগনার নার্কাস।
ঞ) মুসলিম লগি কত সালে গঠিত হয়?
Ans: ১৯০৬ সাল।
ট) বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি?
Ans: ইউনিয়ন পরিষদ।
ঠ) আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
Ans: আমলারা ভোটের মাধ্যমে নির্বাচিত নয়।
2016
(ক) বঙ্গভঙ্গ হয় কত সালে?
Ans: ১৯০৫ সালের ১৬ অক্টোবর।
(খ) জনসংখ্যা কাঠামো কী?
Ans: জনসংখ্যার অঞ্চলভিত্তিক বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, শিক্ষা ও শ্রমশক্তির উপর ভিত্তি করে জনসংখ্যা বিশ্লেষণকেই জনসংখ্যা কাঠামো বলা হয়।
(গ) লেভিরেট বিবাহ কী?
Ans: মৃত স্বামীর কোনো ভাইয়ের সাথে কোনো বিধবা নারীর বিবাহ সম্পন্ন হওয়াই লেভিরেট বিবাহ।
(ঘ) জ্ঞাতি সম্পর্কের ধারাগুলো কী?
Ans: ১. রক্তসম্পর্কীয় বন্ধন; ২. বৈবাহিক বন্ধন; ৩. কাল্পনিক বন্ধন; ৪. প্রথাগত বন্ধন।
(ঙ) স্থানান্তর গমন প্রধানত কয় প্রকার?
Ans: দুই প্রকার।
(চ) দারিদ্র্যসীমা কী?
Ans: দারিদ্র্যসীমা হলো কোনো ব্যাক্তির সেই পরিমান উপার্জন যা দিয়ে সে তার নূন্যতম মৌলিক চাহিদা পূরণে সক্ষম হয়।
(ছ) কত সালে জমিদারি প্রথা বিলুপ্ত করা হয়?
Ans: ১৯৫০ সালে।
(জ) অতিনগরায়ন কী?
Ans: একটি নগরীতে তার ধারণ ক্ষমতার অতিরিক্ত জনসংখ্যা হলে এবং তা অনাকাঙিক্ষত ও অবাঞ্চিত অবস্থার সৃষ্টি করলে তাকে অতিনগরায়ন বলে।
(ঝ) চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?
Ans: লর্ড কর্নওয়ালিস।
(ঞ) 'Parole শব্দের অর্থ কী?
Ans: শর্তসাপেক্ষে মুক্তি।
(ট) সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কোনটি?
Ans: পরিবার।
(ঠ) ২০১০ সালে শিক্ষানীতি প্রণয়ন কমিটির চেয়ারম্যান কে ছিলেন?
Ans: অধ্যাপক কবীর চৌধুরী।
2017
ক) কখন মুজিবনগর সরকার গঠিত হয়?
Ans: ১৯৭১ সালের ১০ই এপ্রিল।
খ) 'Discovery of Bangladesh' গ্রন্থের রচয়িতা কে?
Ans: আকবর আলি খান।
গ) বয়স কাঠামোর মৌল নির্ধারকগুলো কী
Ans: জন্মশীলতা, মরণশীলতা, অভিগমন।
ঘ) আন্তর্জাতিক স্থানান্তরগমনের প্রকারভেদ উল্লেখ কর।
Ans:
ঙ) এল, এইচ, মর্গানের মতে, জাতিসম্পর্ক কয় প্রকার?
Ans: ২ প্রকার।
চ) বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে বসবাসরত একটি এথনিক গোষ্ঠীর নাম লিখ।
Ans: ২০১৫ সালের খ নম্বর প্রশ্ন দেখুন।
ছ) 'No society is classless or unstratified'-উক্তিটি কার?
Ans: কিংসলে ডেভিস ও উইল বার্ট ই ম্যুর এর।
জ) বিভিন্নমুখী মেলামেশা তত্ত্বের প্রবক্তা কে?
Ans: সাদারল্যান্ড।
ঝ) 'আমলাতন্ত্রের' জনক কে?
Ans: ম্যাক্স ওয়েবার।
ঞ) বাংলাদেশের স্থানীয় সরকারের স্তর কয়টি?
Ans: তিনটি।
ট) রেমিট্যান্স কী?
Ans: ২০১৫ সালের ছ নম্বর প্রশ্ন দেখুন।
আরো পড়ুনঃ ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার
ঠ) কখন বাংলাদেশে প্রথম শিক্ষানীতি প্রণয়ন করা হয়?
Ans: ১৯৭২ সালে।
2018
(ক) চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা কে প্রবর্তন করেন?
Ans: ২০১৬ সালের ঝ নম্বর প্রশ্ন দেখুন।
(খ) 'Political Elites in Bangladesh'- গ্রন্থটির রচয়িতা কে?
Ans: ড. রঙ্গলাল সেন।
(গ)'পুল ফ্যাক্টর' কী?
Ans: শহুরে জীবনযাপনে আকর্ষিত হয়ে গ্রামীণ মানুষের শহরে গমন করলে তাকে পুল ফ্যাক্টর বলে।
(ঘ) 'Culture' শব্দটির সর্বপ্রথম কে ব্যবহার করেন?
Ans: ফ্রান্সিস বেকন।
(ঙ) 'Labelling Model' এর প্রবক্ত কে?
Ans: ২০১৫ সালের ঙ নম্বর প্রশ্ন দেখুন।
(চ) গ্রামীণ ক্ষমতা কাঠামোর মূল ভিত্তি কী?
Ans: ভূমি।
(ছ) ক্ল্যান কী?
Ans: ক্লান বা গোত্র হল দু ইবা ততোধিক গোষ্ঠীর একটি জ্ঞাতিদল।
(জ) SDG-এর পূর্ণরূপ কী?
Ans: Sustainable Development Goal.
(ঝ) বন উজাড়করণ কী?
Ans: মানুষ কর্তৃক নিজেদের চাহিদা মেটানোর জন্য বনভূমি কেটে ফেলাই হলো বনউজার।
(ঞ) অপরাধের জৈবিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা কেজ?
Ans: লমব্রসো(Lombroso)।
(ট) অভিযোজন কী?
Ans: সাধারণত কোনো প্রতিকূল অবস্থা বা ভিন্ন পরিবেশের সাথে খাপখাওয়ানোই অভিযোজন।
(ঠ) জাতীয় শিক্ষানীতি, ২০১০ এ শিক্ষার স্তর কয়টি?
Ans: তিনটি।
2019
(ক) মুজিবনগর সরকার কখন গঠিত হয়?
Ans: ২০১৭ সালের ক নম্বর প্রশ্ন দেখুন।
(খ) অপারেশন সার্চ-লাইট কী?
Ans: ১৯৭১ সালের ২৫ এ মার্চ পাকিস্থানী হানাদার বাহিনী নিরীহ নিরস্ত্র বাঙালির উপর যে আক্রমণ চালিয়েছিল তাই অপারেশন সার্চ লাইট নাম পরিচিত।
(গ) বাংলাদেশে বসবাসরত একটি মাতৃতান্ত্রিক এথনিক গোষ্ঠীর নাম লিখ।
Ans: গারো।
(ঘ) STD এর পূর্ণরূপ কী?
Ans: Sexually Transmitted Desease.
(ঙ) নারীদের পুনঃউৎপাদনশীল বয়সসীমা কত?
Ans: 49 বছর।
(চ) 'Ancient Society' গ্রন্থটির রচয়িতা কে?
Ans: Lewis Henry Morgan.
(ছ) 'দারিদ্রের দুষ্টচক্র' ধারণাটির প্রবক্তা কে?
Ans: অধ্যাপক রাগনার নার্কস।
(জ) বাংলাদেশে স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি?
Ans: ২০১৫ সালের ট নম্বর প্রশ্ন দেখুন।
(ঝ) 'Urbanism' প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?
Ans: ১৯৩৮ সালে Louis writh।
(ঞ) বিচ্যুতি কী?
Ans: স্বাভাবিকের পরিপন্থী আচরণকেই বিচ্যুতি আচরণ বলে।
(ট) Capital Punishment কী?
Ans: সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড।
(ঠ) বাংলাদেশে প্রথম শিক্ষা কমিশন কোনটি?
Ans: কুদরতই-খুদা কমিশন।
2020
(ক) চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?
Ans: ২০১৬ সালের ঝ নম্বর প্রশ্ন দেখুন।
খ) জমিদারী প্রথা কত সালে বিলুপ্ত হয়?
Ans: ২০১৬ সালের ছ নম্বর প্রশ্ন দেখুন।
(গ) CDR কী?
Ans: Crude Death Rate।
(ঘ) স্থানান্তরগমন প্রধানত কয় প্রকার?
Ans: ২০১৬ সালের ঙ নম্বর প্রশ্ন দেখুন।
(ঙ) দারিদ্রাসীমা-১ কী?
Ans: মাথা পিছু নিম্ন আয় ভিত্তিক দারিদ্র।
(চ) অপরাধ বিজ্ঞানের জনক কে?
Ans: ল্যামব্রাসো।
আরো পড়ুনঃ নারী উন্নয়নে ব্র্যাকের কর্মসূচিগুলো
(ছ) মুজিব নগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?
Ans: তাজউদ্দীন আহমদ।
(জ) BARD এর পূর্ণরূপ কী?
Ans: Bangladesh Rural Development Board.
(ঝ) 'Changing Society in India, Pakistan and Bangladesh' গ্রন্থটির লেখক কে?
Ans: ড. এ. কে. নাজমুল করিম।
(ঞ) রাজনৈতিক সংস্কৃতির মূল উপাদান কয়টি?
Ans: ৩ টি।
(ট) বাংলাদেশে পারিবারিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার কারা?
Ans: নারী ও শিশু।
(ঠ) GPA এর পূর্ণরূপ কী?
Ans: Grade Point Average.
2021
(ক) 'Dynamics of Bangladesh Society' গ্রন্থটির রচয়িতা কে?
Ans: আবুল খায়ের নাজমুল করিম।
(খ) মুজিবনগর সরকার কখন গঠিত হয়?
Ans: ২০১৭ সালের ক নম্বর প্রশ্ন দেখুন।
(গ) বয়স কাঠামো কী?
Ans: একটি জনগোষ্ঠীর নির্দিষ্ট সময়ে বয়স ভেদে লোক সংখ্যার বিভাজন।
(ঘ) শ্রেণিমূলক জ্ঞাতিসম্পর্ক কী?
Ans: শ্রেণিমূলক জ্ঞাতিসম্পর্ক হলো এমন জ্ঞাতিসম্পর্ক যা সামাজিক শ্রেণির ভিত্তিতে গঠিত হয়।
(ঙ) বাংলাদেশের কৃষিতে জিডিপির অবদান কত?
Ans: ১১.৫২% (২০২১-২০২২)।
(চ) জেন্ডার বৈষম্য কী?
Ans: নারী ও পুরুষের দৈহিক আকার ও শক্তির উৎকর্ষতার ভিত্তিতে সৃষ্ট সামাজিক অসমতা।
(ছ) রাষ্ট্রের তিনটি প্রধান বিভাগ কী?
Ans: আইন বিভাগ, শাসন বিভাগ ও বিচার বিভাগ।
(জ)স্বাধীন বাংলাদেশে প্রথম ভূমি সংস্কার আইনকত সালে প্রণীত হয়?
Ans: ৯ এপ্রিল, ১৯৮৯ সালে।
(ঝ) 'Urbanism' প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন?
Ans: ২০১৯ সালের ঝ নম্বর প্রশ্ন দেখুন।
(ঞ) বিচ্যুত আচরণ কী?
Ans: ২০১৯ সালের ঞ নম্বর প্রশ্ন দেখুন।
(ট) বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি?
Ans: ২০১৫ সালের ট নম্বর প্রশ্ন দেখুন।
(ঠ) বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি?
Ans: ২০১৯ সালের ঠ নম্বর প্রশ্ন দেখুন।
2022
(ক) ১৯৭০ সালের কোন তারিখে পাকিস্তান জাতীয় পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?
Ans: ৭ ডিসেম্বর ১৯৭০।
(খ) গারোদের ঐতিহ্যবাহী ধর্মের নাম লেখ।
Ans: 'সাংসারেক'।
(গ) "The Dynamics of Rural Society" গ্রন্থটির রচয়িতা কে?
Ans: রামকৃষ্ণ মুখার্জী (Ramkrishna Mukherjee)।
(ঘ) নিম্নশ্রেণি কী?
Ans: নিম্নশ্রেণি হল একটি সামাজিক শ্রেণি যে শ্রেণির মানুষদের সাধারণত কম আয়, কম শিক্ষা, এবং কম সামাজিক মর্যাদা থাকে।
(ঙ) অভিবাসন কী?
Ans: অভিবাসন হলো যখন মানুষ এর নিজ রাষ্ট্রের সীমানা অতিক্রম করে এবং গন্তব্য দেশে ন্যূনতম সময়ের জন্য অবস্থান করা।
(চ) “আন্তর্জাতিক নারী দিবস" কত তারিখে পালিত হয়?
Ans: আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে পালিত হয়।
(ছ) দারিদ্রদ্র্য সীমা-১ কী?
Ans: মাথা পিছু নিম্ন আয় ভিত্তিক দারিদ্র।
(জ) প্রজননশীলতা কী?
Ans: প্রজননশীলতা বলতে কোন নির্দিষ্ট জনগোষ্ঠীতে সন্তান জন্মদানের হারকে বোঝায়।
(ঝ) 'Labelling Model'-এর প্রবক্তা কে?
Ans: হাওয়ার্ড সউল বেকার্স।
(ঞ) Culture শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?
Ans: ফ্রান্সিস বেকন।
(ট) ক্ল্যান কী?
Ans: ক্লান বা গোত্র হল দু ইবা ততোধিক গোষ্ঠীর একটি জ্ঞাতিদল।
(ঠ) জাতীয় শিক্ষানীতি-২০১০ এ শিক্ষার স্তর কয়টি?
Ans: তিনটি।
4
দল সমাজকর্ম কি? দল সমাজকর্মের উপাদানগুলো কী কী?

Al Amin
সমাজকর্মের মৌলিক পদ্ধতি কি?

Al Amin
গ্রামীণ সমাজসেবা কি

Al Amin
বেকারত্ব কি? বাংলাদেশের বেকারত্ব দূরীকরণের উপায় সমূহ বর্ণনা কর

Al Amin
স্বাধীনতা বলতে কি বুঝ? আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে স্বাধীনতার রক্ষাকবচ...
