স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস  বিফ সাজেশন

স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস  বিফ সাজেশন

ক-বিভাগ

১. বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কী?

উত্তর: তাজিংডং।

২. ২৫শে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল?

উত্তর: ‘অপারেশন সার্চলাইট’।

৩. কোন কর্মসূচি “বাঙালির ম্যাগনাকার্টা” নামে পরিচিত?

উত্তর: ছয় দফা।

৪. L.F.O.- এর পূর্ণরূপ কী?

উত্তর: Legal Framework Order.

৫. মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ কে, কখন জারি করেন?

উত্তর: জেনারেল আইয়ুব খান মৌলিক গণতন্ত্র আদেশ ১৯৫৯ জারি করেন।

৬. পাকিস্তানে প্রথম কত সালে সামরিক শাসন জারি করা হয়?

উত্তর: ১৯৫৮ সালের ৭ই অক্টোবর রাষ্ট্রপতি ইস্কান্দার মির্জা সমগ্র পাকিস্তানে সামরিক আইন জারি করেন।

৭. দ্বি-জাতি তত্ত্বের প্রবর্তক কে?

উত্তর: মোহাম্মদ আলী জিন্নাহ.

৮. ভারত স্বাধীনতা আইন কত সালে প্রণীত হয়?

উত্তর: ১৮ জুলাই ১৯৪৭ সাল।

৯. স্বাধীন বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তর: শেরে বাংলা এক ফজলুল হক।

আরো পড়ুনঃ মানব ইতিহাসে শিল্প বিপ্লবের প্রভাব

১০. বাংলাদেশের সাংবিধানিক নাম লিখ।

উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।

১১. মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কী?

উত্তর: বীরশ্রেষ্ঠ।

১২. সংবিধানে কখন বাংলাভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়?

উত্তর: ৯ মে ১৯৫৪।

১৩. বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে?

উত্তর: গৌড়ীয় অপভ্রংশ।

১৪. ভূপ্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায়?

উত্তর: তিনটি ভাগে ভাগ করা যায়, যথা: (ক) প্লাবন সমভূমি, (খ) সোপান অঞ্চল এবং (গ) পার্বত্য অঞ্চল।

১৫. বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে উত্তোলন করেন?

উত্তর: আ স ম আবদুর রব ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন।

১৬. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর: তাজউদ্দীন আহমদ।

১৭. আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন?

উত্তর: মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী।

১৮. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে?

উত্তর: ২১ দফা।

১৯. মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল?

উত্তর: ৮০,০০০ জন।

২০. রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?

উত্তর: ১৯৪৭ সালের ১ অক্টোবর।

২১. কত তারিখে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন?

উত্তর: ১৫ ই আগষ্ট, ১৯৭৫।

২২. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?

উত্তর: সেনেগাল।

২৩. বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকরী হয়?

উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭২।

২৪. কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দেন?

উত্তর: ২৫ সেপ্টেম্বর ১৯৭৪।

২৫. পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে?

উত্তর: চাঁদপুর।

২৬. বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম দেশ কোনটি?

উত্তর: ভুটান।

২৭.  ঐতিহাসিক লাহোর প্রস্তাব’ উত্থাপিত হয় কত সালে?

উত্তর: ১৯৪০ খ্রীস্টাব্দের ২৩ মার্চ।

২৮. অখণ্ড স্বাধীন বাংলা গঠনের প্রস্তাবক কে ছিলেন?

উত্তর: মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী ।

২৯. আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়।

উত্তর: June 23, 1949।

৩০. PODO এর পূর্ণরূপ লেখ।

উত্তর: Public Office Disqualification Order.

৩১. ১৯৫৪ সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল?

উত্তর: নৌকা।

৩২. শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে কবে ভূষিত করা হয়?

উত্তর: ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯।

৩৩. ১৯৭১ সারের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

উত্তর: সৈয়দ নজরুল ইসলাম।

৩৪. বঙ্গবন্ধু কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন?

উত্তর: ১০ই জানুয়ারী, ১৯৭২।

৩৫. বাংলাদেশ কবে জাতিসংঘের সদস্য পদ লাভ করে?

উত্তর: বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬ তম সদস্য হিসেবে জাতিসংঘে যোগদান করে।

 ৩৬. বাঙ্গালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি?

উত্তর: অস্ট্রিক নরগোষ্ঠীর।

৩৭. পূর্ববাংলার প্রথম গভর্নর কে ছিলেন?

উত্তর: চৌধুরী খালেকুজ্জামান।

৩৮. মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীন?

উত্তর: ২ নম্বর সেক্টরের অধীনে।

৩৯. ঐতিহাসিক ছয় দফা কবে, কোথায় কে ঘোষণা করেন?

উত্তর: ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে শেখ মুজিবুর রহমান “৬ দফা দাবি” পেশ করেন।

৪০. EBDO এর পূর্ণরূপ কী?

উত্তর: Elective Bodies Disqualification Order.

৪১) বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কী?

উত্তরঃ চর্যাপদ।

৪২) ঐতিহাসিক ‘লাহোর প্রস্তাব’ কে উত্থাপন করেন?

উত্তরঃ শেরে বাংলা এ কে ফজলুল হক ঐতিহাসিক লাহোর প্রস্তাবটি মুসলিম লীগের পক্ষ থেকে উপস্থাপন করেন।

৪৩) কার নেতৃত্বে ‘তমদ্দুন মজলিশ’ গঠিত হয়?

উত্তরঃ ১৯৪৭ সালের ১লা সেপ্টেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসেম ঢাকায় তমদ্দুন মজলিস প্রতিষ্ঠা করেন।

আরো পড়ুনঃ শিল্প বিপ্লব কাকে বলে?

৪৪)  যুক্তফ্রন্টে কয়টি রাজনৈতিক দল যোগ দিয়েছিল?

উত্তরঃ ৪ টি.

৪৬) আগরতলা ষড়যন্ত্র মামলায় কতজনকে আসামি করা হয়েছিল?

উত্তরঃ ৩৫.

৪৭) কোন তারিখে গণহত্যা দিবস পালিত হয়?

উত্তরঃ ২৫শে মার্চ।

৪৮) মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল?

উত্তরঃ মুজিবনগর (পূর্বনাম বৈদ্যনাথতলা) বাংলাদেশের মেহেরপুর জেলায় অবস্থিত (তৎকালীন কুষ্টিয়া).

৪৯)  মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল?

উত্তরঃ ১১ টি.

৫০) ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

উত্তরঃ ১৯৭১ সালের ৬ ডিসেম্বর।

৫১) মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব লাভ করেন?

উত্তরঃ ৭ জন.

৫২) বাঁকশাল এর পূর্ণ শব্দরূপ কী?

উত্তরঃ “বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ”।

Shihabur Rahaman
Shihabur Rahaman

Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 263