LX চালু করেছে পার্টনারশীপ প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় আপনার পরিচিত কেউ যদি আপনার ফোন নাম্বার রেফারেন্স হিসেবে ব্যবহার করে আমাদের নোট অর্ডার করে তবে আপনি পাচ্ছেন ১০০ টাকা এবং অর্ডারকারী পাচ্ছে ৫০ টাকা ইনস্ট্যান্ট বোনাস আপনার বিকাশ, নগদ, রকেট বা মোবাইল রিচার্জ হিসেবে। নিচের বিষয় গুলো পড়ে নেবেন।
- এই বোনাস প্রযোজ্য হবে শুধু মাত্র হ্যান্ডনোট অর্ডারের ক্ষেত্রে।
- সামারি বইয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়।
- ক্যাশব্যাক বোনাস পাবেন ইনস্ট্যান্ট। তবে সর্বোচ্চ ২৪ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।
- আপনি আনলিমিটেড টাকা উপার্জন করতে পারবেন।
- এই প্রোগ্রাম সকলের জন্য উন্মুক্ত।
- যে কোন পরিস্থিতি তে এই প্রোগ্রাম পরিবর্তন, বন্ধ বা চালু করা অধিকার LX অথোরিটি রাখে।
- সামনে আমাদের চাকরির প্ল্যাটফর্মে কন্ট্রিবিউট করে আপনি আরো অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারবেন। এটা সামনে আসবে ইনশাল্লাহ।
- নিজেই নিজের রেফারেন্স নাম্বার ইউজ করতে পারবেন না। আপনি অন্যকে আপনার রেফারেন্স নাম্বার ইউজ করতে বলতে পারবেন।
- আমরা আপনার রেফারেন্স নাম্বার কারো সাথে শেয়ার করবো না। এটা শুধু আপনারাই শেয়ার করবেন।
- এই সকল শর্ত মেনে নিয়ে নিচের ফর্ম পূরণ করে রেজিঃ করুন।
- ফর্মে প্রদত্ত আপনার মোবাইল নাম্বার আপনার রেফারেন্স নাম্বার হিসেবে গৃহীত হবে। আপনার পরিচিতদের বলবেন তারা আমাদের নোট অর্ডার করার সময় যেন রেফারেন্স অপশনে আপনার নাম্বার টি বসিয়ে দেয়।
- কোন প্রয়োজনে মেসেজ করুনঃ এখানে