Which daughter refuses to flatter Lear, saying she loves him "according to my bond; no more nor less," and is subsequently banished?
A
Goneril
B
Regan
C
Cordelia
D
Ophelia
No subjects available.
উত্তরের বিবরণ
King Lear – Opening Scene and Cordelia’s Disownment
-
Context: Lear demands that his three daughters publicly declare their love for him.
-
Goneril and Regan: Give elaborate, flattering speeches to win his favor.
-
Cordelia: Refuses to participate in the dishonest display.
-
Her response: "Nothing, my lord."
-
She explains she loves him truly and appropriately: "according to my bond; no more nor less."
-
-
Outcome: Lear, perceiving this as a lack of affection, disowns Cordelia and banishes her from the kingdom without a dowry.

0
Updated: 6 days ago
What role does the Fool play in King Lear?
Created: 3 weeks ago
A
A warrior
B
A messenger
C
A truth-teller in disguise
D
A villain
King Lear নাটকে The Fool চরিত্রটি একটি গুরুত্বপূর্ণ প্রতীকি ভূমিকা পালন করে। তিনি রাজা লিয়ারের একজন দরবারি বিদূষক (court jester) হলেও, তার কথার মধ্য দিয়ে নাটকের অনেক গভীর সত্য উঠে আসে।
-
The Fool সরাসরি কথা বলতে পারে, কারণ সে বিদূষক — সে রসিকতার মাধ্যমে কঠিন ও তিক্ত সত্য প্রকাশ করতে পারে।
-
সে লিয়ার ভুল সিদ্ধান্ত (বিশেষত কর্ডেলিয়াকে ত্যাগ করা এবং গনরিল ও রেগানকে রাজ্য প্রদান করা) নিয়ে খোলাখুলি সমালোচনা করে।
-
তাকে “truth-teller in disguise” বলা হয়, কারণ সে বিদূষকের মুখোশ পরে থাকলেও তার কথাগুলো বুদ্ধিদীপ্ত এবং সত্যনিষ্ঠ।
উদাহরণ:
Lear যখন তার কন্যাদের দ্বারা প্রতারিত হন, তখন Fool বলে:
“Thou shouldst not have been old till thou hadst been wise.”
(তুমি তখনই বৃদ্ধ হতে পারতে যখন তুমি জ্ঞানী হতে।) এই কথার মাধ্যমে সে লিয়ার বোকামির ইঙ্গিত দেয়।
ফলে, The Fool নাটকে শুধুমাত্র হাস্যরস নয়, গভীর জ্ঞানের প্রতীক হিসেবেও কাজ করে — যে কারণে উত্তর (c) A truth-teller in disguise সঠিক।

0
Updated: 3 weeks ago
Which of the following is an unfinished work of William Shakespeare?
Created: 5 days ago
A
The Taming of the Shrew
B
Timon of Athens
C
Venus and Adonis
D
The Tempest
Timon of Athens (নাটক)
-
লেখক: William Shakespeare
-
ধরণ: Unfinished Tragedy
-
লিখিতকাল: আনুমানিক ১৬০৫–০৮
-
সংখ্যা অধ্যায়: ৫ (5 Acts)
-
বিশেষত্ব:
-
সম্ভবত কিছু অংশ ইংরেজ নাট্যকার Thomas Middleton দ্বারা লেখা।
-
Shakespeare-এর late experimental period-এর অংশ; নতুন ধরনের tragic form অন্বেষণ।
-
মূল ভাব: “You can't buy friendship.”
-
✦ William Shakespeare (১৫৬৪–১৬১৬)
-
জন্ম: ২৩ এপ্রিল ১৫৬৪, Stratford-upon-Avon
-
মৃত্যু: ২৩ এপ্রিল ১৬১৬
-
পরিচয়: English poet, dramatist, actor
-
খ্যাতি:
-
English national poet
-
Bard of Avon বা Swan of Avon
-
-
সাহিত্যিক অবদান:
-
৩৭টি নাটক (Plays)
-
১৫৪টি সনেট (Sonnets)
-

0
Updated: 5 days ago
Which of the following was not created by John Keats?
Created: 2 weeks ago
A
Ode on a Grecian Urn
B
Ode on Melancholy
C
Dejection: An Ode
D
Ode on Indolence
"Dejection: An Ode" একটি বিখ্যাত কবিতা যা লিখেছেন Samuel Taylor Coleridge।
মূল তথ্য:
-
লেখক: Samuel Taylor Coleridge
-
ধরণ: Autobiographical poem
-
প্রকাশ: 1802
-
পরিস্থিতি: কবি তখন অপিয়ামের আসক্ত, দাম্পত্য জীবনে অসন্তুষ্ট এবং Sara Hutchinson-এর প্রেমে পড়েছিলেন
কবিতার বিষয়:
-
কবিতাটি Coleridge-এর ব্যক্তিগত বিষণ্ণতা, হতাশা এবং প্রকৃতির প্রতি তার অনুভূতির প্রতিফলন।
-
এটি মনস্তাত্ত্বিক গভীরতা এবং আত্মচিন্তনের কবিতা।
Samuel Taylor Coleridge:
-
British poet, English lyrical poet, critic ও philosopher
-
Lyrical Ballads (William Wordsworth-এর সাথে) ইংরেজি Romantic movement শুরু করে
-
Biographia Literaria (1817) ইংরেজি Romantic period-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্য সমালোচনা
উল্লেখযোগ্য কাজসমূহ:
-
Biographia Literaria (Critical Autobiography)
-
Christabel (Poem)
-
Dejection: An Ode (Poem)
-
Frost at Midnight (Poem)
-
Kubla Khan (Poem)
-
Lyrical Ballads (Book)
-
The Rime of the Ancient Mariner (Poem)
অন্যান্য উল্লেখযোগ্য কবি (প্রসঙ্গ):
John Keats — Romantic lyric poet, ‘Poet of Beauty’, লিখেছেন:
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman's Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
সারসংক্ষেপ: "Dejection: An Ode" Coleridge-এর লেখা; John Keats-এর লেখা নয়।

0
Updated: 2 weeks ago