A
প্রবোধচন্দ্রিকা
B
রাজাবলী
C
বেদান্তচন্দ্রিকা
D
বত্রিশ সিংহাসন
উত্তরের বিবরণ
বত্রিশ সিংহাসন
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম প্রকাশিত গ্রন্থ।
এটি একটি কাহিনি সংকলন (অনুবাদিত), প্রকাশকাল ১৮০২।
বাংলা গদ্যের আদিপর্বে এর বিশেষ স্থান রয়েছে।
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
তিনি সংস্কৃত পণ্ডিত, ভাষাবিদ ও লেখক।
উইলিয়াম কেরির সুপারিশে ১৮০১ সালের ৪ মে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের হেড-পণ্ডিত হন।
তিনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির জজ-পণ্ডিত হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
ফোর্ট উইলিয়াম কলেজের লেখকদের মধ্যে সর্বাধিক গ্রন্থের রচয়িতা ছিলেন।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থসমূহ
বত্রিশ সিংহাসন
রাজাবলী
হিতোপদেশ
বেদান্তচন্দ্রিকা
প্রবোধচন্দ্রিকা ইত্যাদি।

0
Updated: 1 week ago
আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস পালিত হয় কবে?
Created: 2 weeks ago
A
১১ জুলাই
B
১৫ জুলাই
C
১৭ জুলাই
D
২০ জুলাই
আন্তর্জাতিক ন্যায়বিচার দিবস
-
তারিখ: প্রতি বছর ১৭ জুলাই
-
প্রথম পালিত: ২০০৩
-
প্রেক্ষাপট: ১৯৯৮ সালের ১৭ জুলাই রোম সংবিধি গৃহীত হয়, যার মাধ্যমে নেদারল্যান্ডসের হেগ শহরে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (ICC) গঠিত হয়।
-
উদ্দেশ্য: মানবতাবিরোধী অপরাধসহ সকল ধরনের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করা।

0
Updated: 2 weeks ago
বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে একক দেশ হিসেবে শীর্ষ অবস্থানে আছে- [আগস্ট, ২০২৫]
Created: 2 weeks ago
A
চীন
B
যুক্তরাষ্ট্র
C
ভিয়েতনাম
D
বাংলাদেশ
পোশাক রপ্তানি – ২০২৪
-
বিশ্ব বাণিজ্য সংস্থা (WTO) সম্প্রতি Key Statistics and Trends in International Trade 2024 প্রতিবেদন প্রকাশ করেছে।
-
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে বিশ্বে মোট ৫৫৭.৫০ বিলিয়ন মার্কিন ডলারের তৈরি পোশাক আমদানি হয়েছে।
-
তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে প্রথম স্থানে রয়েছে চীন।
-
দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ, যার রপ্তানি আয় ছিল ৩৮.৪৮ বিলিয়ন ডলার।
-
বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে মাত্র ০.২১%।
-
তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম।

0
Updated: 2 weeks ago
'লায়লী মজনু' কাব্যের রচয়িতা কে?
Created: 1 week ago
A
আলাওল
B
দৌলত উজির বাহরাম খান
C
দৌলত কাজী
D
শাহ মুহম্মদ সগীর
লায়লী-মজনু কাব্য
-
রচয়িতা: দৌলত উজির বাহরাম খান
-
রচনাকাল:
-
আহমদ শরীফের মতে: ১৫৪৩–১৫৫৩
-
শহীদুল্লাহর মতে: ১৬৬৯ খ্রিষ্টাব্দ
-
-
মূল উৎস: ইরানি কবি জামির লায়লী ওয়া-মজনুন কাব্যের ভাবানুবাদ
-
দেশ: ইরান
-
বিষয়বস্তু ও বৈশিষ্ট্য:
-
আধ্যাত্মিকতার চেয়ে মানবিক প্রেম ও প্রবৃত্তির প্রাধান্য
-
প্রধান চরিত্র: আমিরপুত্র কায়েশ ও বণিককন্যা লায়লী
-
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস (মাহবুবুল আলম)

0
Updated: 1 week ago