A
দিনাজপুর
B
রাজশাহী
C
রংপুর
D
চট্টগ্রাম
উত্তরের বিবরণ
পুঠিয়া রাজবাড়ি:
-
অবস্থান: রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা
-
নির্মাণ: ১৮৯৫ সালে মহারানী হেমন্তকুমারী দেবী ইন্দো-ইউরোপীয় স্থাপত্যরীতিতে আয়তাকার দ্বিতল রাজবাড়ি নির্মাণ করেন
-
ভবনের বৈশিষ্ট্য:
-
সম্মুখভাগে উত্তরে খোলা প্রাঙ্গণ
-
প্রাঙ্গণের অপর পাশে ৬০.৯৬ মিটার বিস্তৃত পিরামিড আকৃতির চারতলা দোলমঞ্চ
-
পূর্ব ও পশ্চিম প্রান্তে দুটি সম্প্রসারিত অংশ
-
প্রায় ১৫.২৪ মিটার দীর্ঘ মধ্যবর্তী অংশে বিশাল তোরণ
-
-
মন্দিরসমূহ:
-
পঞ্চরত্ন গোবিন্দ মন্দির
-
প্রাসাদের পেছনে ছোট দোচালা মন্দির
-
পশ্চিমে কুঁড়েঘর আকৃতির জগদ্ধাত্রী মন্দির
-
রাজবাড়ির প্রবেশপথে শিবমন্দির
-
-
অলঙ্করণ: চারপাশে পরিখাবেষ্টিত এলাকা, টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ
পুঠিয়া রাজবংশ:
-
প্রতিষ্ঠা: মুঘল সম্রাট আকবরের সময় (১৫৫৬-১৬০৫), পুঠিয়া লস্করপুর পরগনার অন্তর্ভুক্ত
-
প্রথম জমিদার: বৎসাচার্য, যিনি পুঠিয়ায় আশ্রম পরিচালনা করতেন এবং মানসিংহকে পরামর্শ দিয়ে আফগান জায়গীরদার লস্কর খানের সঙ্গে যুদ্ধে সাহায্য করেন
-
জমিদারী হস্তান্তর: বৎসাচার্য নিজের নামে না নিয়ে পুত্র পীতম্বর এর নামে বন্দোবস্ত নেন
-
জমিদারীর বৃদ্ধি: পীতম্বর জমিদারী সম্প্রসারণ করেন
-
উত্তরাধিকার: পীতম্বর নিঃসন্তান মৃত্যুর পর সহোদর নীলাম্বর জমিদারী প্রাপ্ত হন
-
উপাধি: সম্রাট জাহাঙ্গীর নীলাম্বরকে রাজা উপাধি প্রদান করেন
তথ্যসূত্র: পুঠিয়া উপজেলা ওয়েবসাইট ও বাংলাপিডিয়া

0
Updated: 6 days ago