A
১০টি
B
১১টি
C
১২টি
D
১৩টি
উত্তরের বিবরণ
জনশুমারি ও গৃহগণনা ২০২২
-
দেশে মোট সিটি কর্পোরেশন: ১২টি
-
মোট উপজেলা: ৪৯৫টি
-
মোট মেট্রো থানা: ১০৫টি
-
মোট পৌরসভা: ৩২৭টি
-
মোট ইউনিয়ন: ৪,৫৯৬টি
-
মোট গ্রাম: ৯০,০৪৯টি
📌 তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ওয়েবসাইট

0
Updated: 1 week ago
ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি?
Created: 1 week ago
A
কবর
B
আরেক ফাল্গুন
C
জীবন থেকে নেয়া
D
একুশে ফেব্রুয়ারি
ভাষা আন্দোলন ভিত্তিক সাহিত্য
-
প্রথম উপন্যাস: জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’
-
লেখা হয়েছে ১৯৫৫ সালে, ভাষা দিবস (২১ ফেব্রুয়ারি) পালন সংক্রান্ত অভিজ্ঞতার ভিত্তিতে।
-
উপন্যাসে পুলিশ কর্তৃক গ্রেপ্তারকৃতদের পরিস্থিতি তুলে ধরা হয়েছে; একজন গ্রেপ্তারকৃত বলেন: “আসছে ফাল্গুনে আমরা দ্বিগুন হবো।”
-
প্রধান চরিত্র: মুনিম, আসাদ, রসুল, সালমা ইত্যাদি।
-
এ উপন্যাসে বাঙালির জাতীয় ঐতিহাসিক ঘটনা রূপায়িত হয়েছে।
-
-
প্রথম বাংলা নাটক ভাষা আন্দোলন নিয়ে: মুনীর চৌধুরীর ‘কবর’
-
প্রথম গল্প ভাষা আন্দোলন নিয়ে: জহির রায়হানের ‘একুশের গল্প’
-
এটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত।
-
📌 তথ্যসূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

0
Updated: 1 week ago
আইসোটোপের ক্ষেত্রে কোনটি সঠিক?
Created: 2 weeks ago
A
ভর সংখ্যা সমান থাকে
B
নিউট্রন সংখ্যা সমান থাকে
C
প্রোটন ও নিউট্রন সংখ্যা সমান থাকে
D
প্রোটন সংখ্যা সমান থাকে
যেসব পরমাণুর প্রোটনের সংখ্যা (পারমাণবিক সংখ্যা) এক হলেও ভর সংখ্যা আলাদা হয়, সেগুলোকে একে অপরের আইসোটোপ বলা হয়।
-
যেসব পরমাণুর ভর সংখ্যা একই থাকে কিন্তু প্রোটনের সংখ্যা ভিন্ন হয়, সেগুলোকে একে অপরের আইসোবার বলা হয়।
-
যেসব পরমাণুর নিউট্রনের সংখ্যা সমান থাকে, অথচ প্রোটন সংখ্যা ও ভর সংখ্যা আলাদা হয়, সেগুলোকে একে অপরের আইসোটোন বলা হয়।
সহজভাবে বললে,
-
প্রোটন সমান → আইসোটোপ
-
ভর সংখ্যা সমান → আইসোবার
-
নিউট্রন সমান → আইসোটোন
উৎস: রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 2 weeks ago
মানুষের গায়ের রং কোন উপাদানের উপর নির্ভর করে?
Created: 1 month ago
A
মেলানিন
B
থায়ামিন
C
ক্যারোটিন
D
হিমোগ্লোবিন
মানবদেহের ত্বকে থাকা বিশেষ ধরনের কোষ, যাদের বলা হয় মেলানোসাইট, তারা মেলানিন নামের এক ধরনের রঞ্জক উৎপন্ন করে। এই মেলানিনের পরিমাণ ও বিস্তারের উপরই মানুষের গায়ের রঙ গাঢ় বা ফর্সা হয়।
অন্যদিকে, মস্তিষ্কে অবস্থিত পিনিয়াল গ্রন্থি মেলাটোনিন নামক একটি হরমোন নিঃসরণ করে, যা ঘুম ও জাগরণের সময়চক্র নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
যখন মেলানিন একেবারেই অনুপস্থিত থাকে, তখন ত্বকে কোনো রঙ থাকে না — ত্বক সাদাটে হয়ে যায়। এই অবস্থাকেই বিজ্ঞানের ভাষায় অ্যালবিনিজম বলা হয়, যা একটি বংশগত বৈশিষ্ট্যজনিত অবস্থা।
উৎস: প্রাণিবিজ্ঞান (একাদশ-দ্বাদশ শ্রেণি), ব্রিটানিকা ওয়েবসাইট।

0
Updated: 1 month ago