A
ইরাক
B
ইরান
C
ইসরায়েল
D
কানাডা
উত্তরের বিবরণ
হাইফা সমুদ্র বন্দর:
-
অবস্থান: উত্তর-পশ্চিম ইসরায়েল
-
ধরন: ইসরায়েলের অন্যতম প্রধান গভীর-সমুদ্র বন্দর
-
উদ্বোধন সাল: ১৯৩৩
-
বার্ষিক পণ্যবাহী জাহাজ: প্রায় ২০ মিলিয়ন টন, যা ইসরায়েলের অন্যান্য বন্দরের চেয়ে বেশি
ইসরায়েল:
-
অবস্থান: মধ্যপ্রাচ্যে, ভূমধ্যসাগরের পূর্ব প্রান্ত
-
আয়তন: প্রায় ২২,০৭২ বর্গকিলোমিটার (৮,৫২২ বর্গমাইল) (পশ্চিম তীর ও গাজা উপত্যকা বাদে)
-
সীমান্তবর্তী দেশ: মিশর, জর্ডান, সিরিয়া, লেবানন
-
ভাষা: হিব্রু
-
ধর্ম: ইহুদি
-
মুদ্রা: নতুন ইসরায়েলি শেকেল (NIS)
তথ্যসূত্র: Britannica.com

0
Updated: 6 days ago
দেশের প্রস্তাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় হওয়ার কথা?
Created: 3 months ago
A
সন্দ্বীপ
B
হাতিয়া
C
মনপুরা
D
সোনাদিয়া
বাংলাদেশ সরকার কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার অন্তর্গত মাতারবাড়িতে ২০১২ সালে প্রথম গভীর সমুদ্র বন্দর তৈরির প্রকল্প অনুমোদন করে কিন্তু পরবর্তীতে ৩১ আগস্ট ২০২০ সে সোনাদিয়া দ্বীপের এ প্রকল্পটি বাতিল হয় ।

0
Updated: 3 months ago