Which period is known as the "Golden Period of English Literature"?
A
The Modern period
B
The Romantic period
C
The Elizabethan period
D
The Victorian period
উত্তরের বিবরণ
The Elizabethan Period (1558–1603) is known as the "Golden Period of English Literature".
-
It corresponds to the reign of Queen Elizabeth I.
-
This era saw a remarkable flourishing of English drama, poetry, and prose.
-
Famous writers of this period include William Shakespeare, Christopher Marlowe, Edmund Spenser, and Ben Jonson.
-
It is considered “golden” because of the exceptional quality and enduring influence of its literary works.

0
Updated: 1 month ago
Which of the following is written by Jane Austen?
Created: 1 month ago
A
Wuthering Heights
B
Mansfield Park
C
David Copperfield
D
Jane Eyre
Mansfield Park
-
লেখক: Jane Austen
-
প্রকাশ: 1814
-
ধরন: English Novel, সামাজিক ও নৈতিক উপন্যাস
-
মূল বিষয়:
-
উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র: Fanny Price
-
Fanny একটি দরিদ্র পরিবার থেকে আসে এবং ধনী আত্মীয় Bertram family-এর কাছে পাঠানো হয়।
-
শুরুতে পরিবারের সদস্যরা তাকে রুঢ় আচরণ করে, কিন্তু তার নৈতিকতা ও দৃঢ় ব্যক্তিত্ব শেষ পর্যন্ত সকলকে মুগ্ধ করে।
-
শেষে Fanny Price Edmund Bertram-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
-
Jane Austen
-
জাতীয়তা: English
-
বিশেষত্ব: সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ও চরিত্রচর্চার মাধ্যমে উপন্যাসকে আধুনিক রূপ দিয়েছেন।
-
বিখ্যাত উপন্যাসসমূহ:
-
Sense and Sensibility
-
Pride and Prejudice
-
Mansfield Park
-
Emma
-
Persuasion
-
অন্য লেখক ও তাদের উল্লেখযোগ্য উপন্যাস:
-
Wuthering Heights — Emily Bronte
-
David Copperfield — Charles Dickens
-
Jane Eyre — Charlotte Bronte
Source: Britannica

0
Updated: 1 month ago
He worked with all sincerity. The underlined phrase is-
Created: 1 month ago
A
A noun phrase
B
An adjective phrase
C
An infinitive phrase
D
An adverbial phrase
He worked with all sincerity.
উল্লেখিত অংশ (underlined phrase): with all sincerity
Adverbial Phrase
-
যে phrase বাক্যে adverb-এর মতো কাজ করে, তাকে Adverbial Phrase বলা হয়।
-
সহজভাবে বলতে গেলে, যখন আমরা বাক্যের কাজ (verb) কে প্রশ্ন করি—যেমন কখন (when), কোথায় (where), কেন (why), বা কিভাবে (how)—আর তার উত্তর একটি phrase হিসেবে আসে, সেটাই Adverbial Phrase।
প্রদত্ত বাক্যে with all sincerity phrase টি worked ক্রিয়াটিকে বিস্তারিতভাবে বোঝাচ্ছে।
-
এটি দেখাচ্ছে কিভাবে সে কাজ করেছিল, তাই এটি Adverbial Phrase হিসেবে চিহ্নিত।
উৎস: Azar, Betty Schrampfer. Understanding and Using English Grammar. 5th Edition. Pearson Education.

0
Updated: 1 month ago
Which of the following is a synonym for "delineate"?
Created: 3 weeks ago
A
Falsify
B
Describe
C
Terrestrial
D
Philanthropic
Delineate একটি verb, যা বোঝায় কোনো বিষয়কে সম্পূর্ণভাবে, বিশদভাবে এবং স্পষ্টভাবে চিত্র বা বর্ণনার মাধ্যমে উপস্থাপন করা। এটি সাধারণত আনুষ্ঠানিক বা শিক্ষামূলক প্রেক্ষাপটে ব্যবহৃত হয়।
-
Delineate (verb)
English Meaning: To describe something completely, including details
Bangla Meaning: (আনুষ্ঠানিক) চিত্র বা বর্ণনার সাহায্যে দেখানো; চিত্রিত/বর্ণিত/অঙ্কন করা -
Correct Answer: খ) Describe
-
Synonyms: Describe (বর্ণনা করা), Represent (ব্যাখ্যা করা; সুস্পষ্ট করা), Detail (সবিস্তারে/পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা), Silhouette (মসীবর্ণ ছায়া-পরিলেখ), Sketch (সংক্ষিপ্ত বিবরণ; নকশা)
-
Antonyms: Distort (বিকৃত করা), Falsify (জাল করা), Misdescribe (ভুল বর্ণনা করা), Misrepresent (ভুলভাবে উপস্থাপন করা), Repress (নিপীড়ন করা)
-
Other Forms:
-
Delineation (noun): চিত্রণ; অঙ্কন; আলেখন
-
-
Other Options:
-
Terrestrial: পৃথিবীসম্পর্কিত; পৃথিবীতে বসবাসকারী
-
Philanthropic: লোকহিতকর; জনসেবামূলক
-
-
Example Sentences:
-
The constitution carefully delineates the duties of the treasurer’s office.
-
The report clearly delineates the steps that must be taken.
-
-
Source:

0
Updated: 3 weeks ago