A
স্থূলকোণ
B
সূক্ষ্মকোণ
C
প্রবৃদ্ধ কোণ
D
পূরক কোণ
উত্তরের বিবরণ
প্রশ্ন: ২৫৩° কোণকে কী কোণ বলে?
সমাধান:
- যে কোণের পরিমাণ ১৮০° থেকে বা দুই সমকোণের চেয়ে বড় কিন্তু ৩৬০° থেকে ছোট তাকে প্রবৃদ্ধ কোণ বলে।
সুতরাং, ২৫৩° কোণকে প্রবৃদ্ধ কোণ বলে।
অন্যদিকে,
- দুইটি কোণের সমষ্টি ৯০° হলে, কোণ দুইটির একটিকে অপরটির পূরক কোণ বলে।

0
Updated: 6 days ago
চতুর্ভুজের চার কোণের অনুপাত ২ : ৩ : ৩ : ৪ হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
Created: 1 week ago
A
৪৫°
B
৬০°
C
৭৫°
D
৯০°
প্রশ্ন: চতুর্ভুজের চার কোণের অনুপাত ২ : ৩ : ৩ : ৪ হলে, ক্ষুদ্রতম কোণের মান কত?
সমাধান:
আমরা জানি
চতুর্ভুজের চার কোণের সমষ্টি = ৩৬০°
দেওয়া আছে,
চতুর্ভুজের চার কোণের অনুপাত = ২ : ৩ : ৩ : ৪
অনুপাতগুলোর সমষ্টি = ২ + ৩ + ৩ + ৪ = ১২
∴ প্রতিটি অনুপাতের মান = ৩৬০°/১২ = ৩০°
∴ ক্ষুদ্রতম কোণ = ২ × ৩০° = ৬০°

0
Updated: 1 week ago
একটি কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেকের সমান। কোণটির মান কত?
Created: 1 week ago
A
৬০°
B
৯০°
C
১২০°
D
১৭০°
প্রশ্ন: একটি কোণের মান তার সম্পূরক কোণের অর্ধেকের সমান। কোণটির মান কত?
সমাধান:
আমরা জানি,
দুইটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণের সমান বা ১৮০° হলে, একটি কোণকে অপরটির সম্পূরক কোণ বলে।
ধরি,
কোণটির মান = x°
∴ কোণটির সম্পূরক কোণ = ১৮০° - x°
প্রশ্নমতে,
x° = (১৮০° - x°)/২
⇒ ২x° = ১৮০° - x°
⇒ ২x° + x° = ১৮০°
⇒ ৩x° = ১৮০°
⇒ x° = ১৮০°/৩
⇒ x° = ৬০°

0
Updated: 1 week ago
একটি ত্রিভুজে কয়টি সমকোণ থাকতে পারে?
Created: 6 days ago
A
একটি
B
দুইটি
C
তিনটি
D
সমকোণ থাকে না
প্রশ্ন:
একটি ত্রিভুজে কয়টি সমকোণ থাকতে পারে?
সমাধান:
-
একটি ত্রিভুজে মাত্র ১টি সমকোণ থাকতে পারে।
-
সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ, এবং অন্য দুটি কোণের সমষ্টি এক সমকোণ হয়।
-
ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সর্বদা দুই সমকোণ (180°)।
-
সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুকে অতিভূজ বলা হয়।
-
অতিভূজের বিপরীত কোণই সমকোণ।
-
সমকোণী ত্রিভুজের অতিভূজই সর্বাধিক দৈর্ঘ্যের বাহু।

0
Updated: 6 days ago