‘বৃক্ষ’ শব্দের সর্মাথক শব্দ কোনটি?
A
কলাপী
B
নীরধি
C
বিটপী
D
অবনি
উত্তরের বিবরণ
সমার্থক শব্দের উদাহরণ
-
‘বৃক্ষ’ শব্দের সমার্থক শব্দ: গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ ইত্যাদি।
-
‘ময়ূর’ শব্দের সমার্থক শব্দ: কলাপী।
-
‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ: নীরধি।
-
‘পৃথিবী’ শব্দের সমার্থক শব্দ: অবনি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

0
Updated: 2 months ago
'বন' শব্দের সমার্থক শব্দ -
Created: 1 month ago
A
শিখরী
B
মহীরুহ
C
উৎপল
D
কান্তার
সমার্থক শব্দ (Synonyms)
-
‘বন’ এর সমার্থক শব্দ:
অরণ্য, জঙ্গল, কানন, বনবাদাড়, কুঞ্জ, কান্তার, বিপিন, অটবী -
‘পদ্ম’ এর সমার্থক শব্দ:
কমল, উৎপল, পঙ্কজ, কুমুদ, কুবলয়, শতদল, অরবিন্দ, রাজীব, নলিনী, সরোজ -
‘বৃক্ষ’ এর সমার্থক শব্দ:
গাছ, পাদপ, দ্রুম, তরু, বিটপী, শাখী, পণী, শৃঙ্গী, শিখরী, মহীরুহ
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)

0
Updated: 1 month ago
কোনটি চাঁদের সমার্থক শব্দ?
Created: 2 weeks ago
A
হিমাংশু
B
সবিতা
C
চিকুর
D
শৈল
চাঁদ শব্দের সমার্থক শব্দ - চন্দ্র, চন্দ্রমা, ইন্দু, সুধাংশু, সিতাংশু, হিমাংশু হিমকর, বিধু, নিশাপতি, নিশাকর, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, সোম, মৃগাঙ্ক, দ্বিজরাজ, রজনীকান্ত, সিতকর, কলানাথ, কলানিধি, কুমুদনাথ। আপরদিকে, সবিতা- সূর্য। চিকুর- কেশ, চুল। শৈল- পর্বত।

0
Updated: 2 weeks ago
প্রসুন-এর প্রতিশব্দ হলো –
Created: 2 months ago
A
ভ্রমর
B
পত্র
C
ফল
D
পুষ্প
"প্রসুন" শব্দের অর্থ হলো ফুল বা পুষ্প।
এটি সাধারণত গাছের সুশোভিত, সুবাসিত অংশকে বোঝায়, যেখান থেকে ফল উৎপন্ন হয়।
অন্যান্য বিকল্পগুলোর অর্থঃ
-
ভ্রমর = মৌমাছি
-
পত্র = পাতা
-
ফল = গাছে ফল ধরলে যেটা হয়
সুতরাং, 'প্রসুন' শব্দের প্রতিশব্দ 'পুষ্প'ই সঠিক।

0
Updated: 2 months ago