A
চুরি করা
B
সেবা করা
C
অপরাধ করা
D
নষ্ট করা
উত্তরের বিবরণ
‘চক্ষুদান করা’ বাগধারাটির অর্থ = চুরি করা উদাহরণ- আমার পেনসিল টা আবার কে চক্ষুদান করল? আরও কিছু বাগ্ধারা- চোখের চামড়া/পর্দা = চক্ষুলজ্জা। চোখের বালি = চক্ষুশূল। চক্ষু চড়ক গাছ= বিস্ময়ে চোখ বড় হয়ে যাও। চোখ কপালে তুলা= বিস্মিত হও। চোখ নাচা= শুভাশুভের লক্ষণ।

0
Updated: 4 weeks ago
'ঢাকের কাঠি' বাগধারার অর্থ
Created: 1 month ago
A
সাহায্যকারী
B
তোষামুদে
C
বাদক
D
স্বাস্থ্যহীন লোক
• 'ঢাকের কাঠি' – এই বাগ্ধারাটি সাধারণত চাটুকার বা তোষামুদে ব্যক্তিদের বোঝাতে ব্যবহৃত হয়।
বাক্য: ঢাকের কাঠির মতো লোকদের কথায় অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানো বুদ্ধিমানের কাজ নয়।
• 'ঢাকের বাঁয়া' – এ শব্দবন্ধটি অকেজো বা নিরর্থক কিছু বোঝাতে ব্যবহৃত হয়।
বাক্য: দায়িত্ব ভাগ করে দেওয়া হলেও লাভ কী, মামুন তো ঢাকের বাঁয়া—কোনো কাজে লাগে না।
• 'ঢেঁকির কুমির' – এই বাগ্ধারাটি বোঝায় এমন লোকদের, যারা একেবারেই অযোগ্য বা নিরুদ্যম।
বাক্য: যারা ঢেঁকির কুমির, তারা চেষ্টা না করেই ব্যর্থতায় ডুবে থাকে।
• 'ঢাক পেটানো' – এর মাধ্যমে কোনো কিছুর ব্যাপক প্রচার বা প্রকাশ বোঝানো হয়।
বাক্য: মেয়েটির বয়স সতেরো—তা নিয়ে ঢাক পেটানোর মতো কিছু নেই।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি — ড. হায়াৎ মামুদ।

0
Updated: 1 month ago
‘নদের চাঁদ’ বাগধারাটির অর্থ কি–
Created: 3 days ago
A
কুৎসিত ব্যক্তি অথচ কর্মপটু
B
দুর্বল ও ব্যক্তিহীন
C
সুন্দর ব্যক্তি অথচ অপদার্থ
D
গম্বীর অথচ কর্মপটু
বাংলা বাগধারায় “নদের চাঁদ” বলতে বোঝায় এমন একজন মানুষ, যিনি দেখতে অত্যন্ত সুন্দর, চাঁদের মতো আকর্ষণীয়, কিন্তু কর্মে সম্পূর্ণ অযোগ্য বা অকর্মণ্য। অর্থাৎ, বাহ্যিক সৌন্দর্য আছে কিন্তু ভেতরে কোনো যোগ্যতা বা দক্ষতা নেই।
যেমন—“ওকে নিয়ে ভরসা করা যায় না, নদের চাঁদ ছাড়া আর কিছু নয়।”

0
Updated: 3 days ago
‘গোবর গণেশ’- বাগধারাটির অর্থ কী?
Created: 2 weeks ago
A
অপদার্থ
B
নিরেট মূর্খ
C
অত্যন্ত অলস
D
অপটু
বাংলা বাগধারায় "গোবর" শব্দটি সাধারণত জড়বুদ্ধি বা মূর্খ বোঝাতে ব্যবহার করা হয়। আবার "গণেশ" হলেন বিদ্যার দেবতা। বিদ্যার দেবতার সঙ্গে "গোবর" শব্দটি যুক্ত করে বলা হয় এমন কাউকে, যিনি বিদ্যা-বুদ্ধি থেকে সম্পূর্ণ বঞ্চিত বা একেবারেই অজ্ঞ।
তাই "গোবর গণেশ" বাগধারাটি ব্যবহার করা হয় কাউকে অত্যন্ত মূর্খ, বোকার হদ্দ, বিদ্যাহীন মানুষ বোঝাতে।

0
Updated: 2 weeks ago