Which is the easternmost district of Bangladesh?
A
Bandarban
B
Rangamati
C
Khagrachari
D
Feni
উত্তরের বিবরণ
সর্ব উত্তর:
- বাংলাদেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী স্থান বাংলাবান্ধা।
- বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া।
- বাংলাদেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়।
সর্ব পূর্ব:
- বাংলাদেশের সর্ব পূর্বের স্থান আখাইনঠং।
- বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা থানচি।
- দেশের সর্ব পূর্বের জেলা বান্দরবান।
সর্ব পশ্চিম:
- বাংলাদেশের সর্ব পশ্চিমের স্থান মনকশা।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা শিবগঞ্জ।
- বাংলাদেশের সর্ব পশ্চিমের জেলা চাঁপাইনবাবগঞ্জ।
সর্ব দক্ষিণ:
- বাংলাদেশের সর্ব দক্ষিণের স্থান ছেড়াদ্বীপ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের উপজেলা টেকনাফ।
- বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা কক্সবাজার

0
Updated: 1 month ago
বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কোন বিদেশি মিশনে উত্তোলিত হয়?
Created: 1 week ago
A
দিল্লি
B
কলকাতা
C
লন্ডন
D
আগরতলা
১৯৭১ সালের ২রা মার্চ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে। এদিন কলাভবনের সামনে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে পতাকা ওড়ান তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আব্দুর রব।
-
জাতীয় পতাকা প্রথম তৈরি করা হয় ১৯৭০ সালের ৬ জুন।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের ১১৬ নম্বর কক্ষে এই পতাকা তৈরি করেন কয়েকজন ছাত্রনেতা।
-
পতাকা তৈরিতে যুক্ত ছিলেন ছাত্রনেতা কাজী আরেফ আহমেদ, শিব নারায়ণ দাস সহ ২২ জন।
-
বিদেশে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন করা হয় ১৯৭১ সালের ১৮ এপ্রিল, ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে।
-
স্বাধীনতার পর পতাকা থেকে মানচিত্র বাদ দেওয়া হয় এবং পতাকার মাপ ও রঙ নির্ধারণ করে পরিমার্জন করা হয়।
-
আজকের বাংলাদেশের জাতীয় পতাকার রূপ হলো সবুজ আয়তক্ষেত্রের মাঝখানে লাল বৃত্ত, যা ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়।

0
Updated: 1 week ago
আন্তর্জাতিক পানি চুক্তিতে দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে স্বাক্ষর করে—
Created: 2 weeks ago
A
ভারত
B
বাংলাদেশ
C
পাকিস্তান
D
নেপাল
জাতিসংঘ পানি কনভেনশন হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যা আন্তঃসীমান্ত পানিসম্পদ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক হ্রদ ও জলধারার নিরাপদ ও স্থায়ী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে গঠিত। এটি দেশের মধ্যে এবং আন্তর্জাতিকভাবে পানি সংক্রান্ত বিরোধ ও ব্যবস্থাপনায় সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
-
চুক্তির পূর্ণ নাম: ‘প্রোটেকশন অ্যান্ড ইউজ অফ ট্রান্সবাউন্ডারি ওয়াটারকোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস’, যা জাতিসংঘ পানি কনভেনশন নামে পরিচিত।
-
দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশ এই কনভেনশনে যুক্ত হয়।
-
বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে যুক্ত হয় ২০ জুন, ২০২৫।
-
এর মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৫৬তম সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পায়।

0
Updated: 2 weeks ago
Who was the Sector Commander of Sector No. 11 during the Liberation War?
Created: 1 month ago
A
Rafiqul Islam
B
Khaled Mosharraf
C
M. Abu Taher
D
K.M. Shafiullah
মুক্তিযুদ্ধের সেক্টরসমূহ ও সেক্টর কমান্ডার
১ নং সেক্টর
-
এলাকা: চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর জিয়াউর রহমান
-
পরে মেজর রফিকুল ইসলাম
-
২ নং সেক্টর
-
এলাকা: ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, নোয়াখালী
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর খালেদ মোশাররফ
-
পরে মেজর এ.টি.এম হায়দার
-
৩ নং সেক্টর
-
এলাকা: বৃহত্তর সিলেট
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর কে.এম শফিউল্লাহ
-
পরে মেজর এ.এন.এম নূরুজ্জামান
-
৪ নং সেক্টর
-
এলাকা: ময়মনসিংহের কিছু অংশ, চট্টগ্রাম দক্ষিণ
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর চিত্তরঞ্জন দত্ত (সি.আর. দত্ত)
-
পরে ক্যাপ্টেন এ. রব
-
৫ নং সেক্টর
-
এলাকা: রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী
-
সেক্টর কমান্ডার: মেজর মীর শওকত আলী
৬ নং সেক্টর
-
এলাকা: বৃহত্তর কুষ্টিয়া ও যশোর
-
সেক্টর কমান্ডার: উইং কমান্ডার এম খাদেমুল বাশার
৭ নং সেক্টর
-
এলাকা: ময়মনসিংহের কিছু অংশ, টাঙ্গাইল
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর নাজমুল হক
-
পরে সুবেদার মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান
-
৮ নং সেক্টর
-
এলাকা: কুষ্টিয়া, যশোর, খুলনা
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর আবু ওসমান চৌধুরী
-
পরে মেজর এম.এ মঞ্জুর
-
৯ নং সেক্টর
-
এলাকা: বরিশাল, পটুয়াখালী, খুলনার কিছু অংশ
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর এম.এ জলিল
-
পরে মেজর এম.এ মঞ্জুর ও মেজর জয়নাল আবেদীন
-
১০ নং সেক্টর
-
এলাকা: সমুদ্রভিত্তিক অভিযান
-
বৈশিষ্ট্য: নৌ-কমান্ডো বাহিনী নিয়ে গঠিত, স্থায়ী সেক্টর কমান্ডার ছিলেন না।
১১ নং সেক্টর
-
এলাকা: সমগ্র ময়মনসিংহ জেলা (টাঙ্গাইল জেলা ও কিশোরগঞ্জ মহকুমা ব্যতীত)
-
সেক্টর কমান্ডার:
-
প্রথমে মেজর এম. আবু তাহের
-
তিনি গুরুতর আহত হলে দায়িত্ব পান স্কোয়াড্রন লীডার হামিদুল্লাহ
-
-
হেডকোয়ার্টার: মহেন্দ্রগঞ্জ

0
Updated: 1 month ago