A
তুলসী বনের বাঘ
B
বিড়াল তপস্বী
C
ভিজা বিড়াল
D
বকধার্মিক
উত্তরের বিবরণ
‘তুলসী বনের বাঘ’ বাগধারাটি অর্থ–ভণ্ড, শয়তান। ‘বকধার্মিক’ বাগধারাটি অর্থ–ভণ্ড। ‘বিড়াল তপস্বী’ বাগধারাটি অর্থ–ভণ্ড তপস্বী। অন্যদিকে, ‘ভিজা বিড়াল’ বাগধারাটি অর্থ–সাধু বেশে অসৎ লোক।

0
Updated: 4 weeks ago
‘গোবর গণেশ’- বাগধারাটির অর্থ কী?
Created: 2 weeks ago
A
অপদার্থ
B
নিরেট মূর্খ
C
অত্যন্ত অলস
D
অপটু
বাংলা বাগধারায় "গোবর" শব্দটি সাধারণত জড়বুদ্ধি বা মূর্খ বোঝাতে ব্যবহার করা হয়। আবার "গণেশ" হলেন বিদ্যার দেবতা। বিদ্যার দেবতার সঙ্গে "গোবর" শব্দটি যুক্ত করে বলা হয় এমন কাউকে, যিনি বিদ্যা-বুদ্ধি থেকে সম্পূর্ণ বঞ্চিত বা একেবারেই অজ্ঞ।
তাই "গোবর গণেশ" বাগধারাটি ব্যবহার করা হয় কাউকে অত্যন্ত মূর্খ, বোকার হদ্দ, বিদ্যাহীন মানুষ বোঝাতে।

0
Updated: 2 weeks ago
‘চক্ষুদান করা’ বাগধারার অর্থ কী?
Created: 4 weeks ago
A
চুরি করা
B
সেবা করা
C
অপরাধ করা
D
নষ্ট করা
‘চক্ষুদান করা’ বাগধারাটির অর্থ = চুরি করা উদাহরণ- আমার পেনসিল টা আবার কে চক্ষুদান করল? আরও কিছু বাগ্ধারা- চোখের চামড়া/পর্দা = চক্ষুলজ্জা। চোখের বালি = চক্ষুশূল। চক্ষু চড়ক গাছ= বিস্ময়ে চোখ বড় হয়ে যাও। চোখ কপালে তুলা= বিস্মিত হও। চোখ নাচা= শুভাশুভের লক্ষণ।

0
Updated: 4 weeks ago
'রি রি করা' বলতে বোঝায়?
Created: 2 days ago
A
তীব্র ব্যথা
B
ঘৃণা করা
C
তীব্র ক্রোধ
D
মাথা ব্যাথা
বাংলা ভাষার কিছু গুরুত্বপূর্ণ ভাষারঙ্গ
১. অব্যয় – রি রি
-
অর্থ: তীব্র ক্রোধ বা অন্য কোনো তীব্র অনুভূতি প্রকাশের জন্য ব্যবহৃত শব্দ
-
বাক্য উদাহরণ: রাগে গা রি রি করছে।
২. বাগধারা
বাগধারা | অর্থ |
---|---|
অন্ধকার দেখা | দিশেহারা হয়ে পড়া |
কেউকেটা | সামান্য |
অকূল পাথার | ভীষণ বিপদ |
আদায় কাঁচকলায় | শত্রুতা |
উৎস: বাংলা একাডেমী, আধুনিক বাংলা অভিধান

0
Updated: 2 days ago