Bangladesh Society and Culture Suggestion Session (2021-22)

Bangladesh Society and Culture Suggestion Session (2021-22)

খ– বিভাগ

1. ইসলামী সংস্কৃতি কী? ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভ লেখ। 

2. কুমিল্লা মডেল কি এবং এর উদ্দেশ্য সমূহ সংক্ষেপে বর্ণনা কর।★★★

3. নারী উন্নয়নে ব্র্যাক এর কর্মসূচিগুলো কী? ★★★

4. আদিবাসী ও উপজাতিদের মধ্যে পার্থক্য নিরূপণ কর। 

5. ভূমি সংস্কার বলতে কি বুঝায় এবং এর উদ্দেশ্য কি? ★★★

6. চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্যগুলো লেখ। 

7. জ্ঞাতি সম্পর্ক কি? ★★★

আরো পড়ুনঃ Political Organization and Political System of UK and USA Suggestion (2021-22)

8. প্রবেশন কি?

9. মর্যাদা গোষ্ঠী প্রত্যয়টি ব্যাখ্যা কর। 

10.  এথনিক সম্প্রদায় বলতে কী বুঝ? ★★★

11. পল্লী উন্নয়ন বলতে কি বুঝ? ★★★

12. শ্রেণী ও জাতি বর্ণের মধ্যে পার্থক্য নির্ণয় করো? 

13. সুশীল সমাজ বলতে কী বোঝো?

14. নগর দারিদ্র্যের সংজ্ঞা দাও। নগর দারিদ্র্যের বৈশিষ্ট্যগুলো লিখ । ★★★

15. কৃষি কাঠামো বলতে কী বুঝায়? বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্যাবলী লেখ। ★★★

গ–বিভাগ

1. বাংলাদেশের মুক্তিযুদ্ধের আর্থসামাজিক ও রাজনৈতিক পটভূমি আলোচনা কর। ★★★

2. বাংলাদেশ উদ্ভবের ঐতিহাসিক পটভূমি আলোচনা কর।

3. বাংলাদেশের নারীর ক্ষমতায়নে সরকারের গৃহীত পদক্ষেপ সমূহ আলোচনা কর। ★★★

4.  বাংলাদেশের সমাজ ব্যবস্থার উপর ইসলাম ধর্মের প্রভাব বর্ণনা কর। 

5. বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে নগরায়ন ও  শিল্পায়নের প্রভাব ও প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করুন। ★★★

6. বুদ্ধিজীবী শ্রেণি বলতে কি বুঝ? তৃতীয় বিশ্বের দেশসমূহে বুদ্ধিজীবী সম্প্রদায়ের ভূমিকা আলোচনা কর।

7. শিক্ষার্থী ঝড়ে পড়া রোধে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর। ★★★

8. বাংলাদেশের গ্রামীণ সমাজের সামাজিক স্তরবিন্যাস আলোচনা কর।

9. বাংলাদেশের গ্রামীণ উন্নয়নে স্থানীয় সরকারের  ভূমিকা পর্যালোচনা কর।

10. চাকমা ও গারো এথনিক গোষ্ঠীর জীবনধারা আলোচনা কর। ★★★

11. বাংলাদেশের গ্রামীণ সমাজের পরিবারের পরিবর্তনশীল ভূমিকা পর্যালোচনা কর। 

12. বাংলাদেশের সমাজের সামাজিক ও সাংস্কৃতিক পটভূমি আলোচনা কর। 

আরো পড়ুনঃ Sociology of Bangladesh Suggestion Session (2021-22)

13. বাংলাদেশের জনগোষ্ঠীর নরগোষ্ঠী গত পরিচয় বিশদভাবে আলোচনা কর। ★★★

14. বাংলাদেশের জাতীয় উন্নয়নের রেমিটেন্স এর গুরুত্ব আলোচনা কর। ★★★

15. বাংলাদেশের সুশাসনের সমস্যাবলি ব্যাখ্যা করুন। 

Shihabur Rahaman
Shihabur Rahaman

Hey, This is Shihabur Rahaman, B.A (Hons) & M.A in English from National University.

Articles: 252