নগর দারিদ্র্যের সংজ্ঞা দাও

নগর দারিদ্র্যের সংজ্ঞা দাও। নগর দারিদ্র্যের বৈশিষ্ট্যগুলো লিখ

গ্রামের লোকজন উন্নত জীবনযাপন কর্মসংস্থানের সন্ধানে শহরে আসে এবং ফলে শহর বা নগর এর লোক সংখ্যা অধিক হারে বৃদ্ধি পায় এবং এক শ্রেণীর মানুষ ও পর্যাপ্ত সুযোগ সুবিধার না থাকা কেই নগর দারিদ্র্য বলে।

নগর দারিদ্র্যের যে সকল সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় সেগুলো হলো :

১. নগর দারিদ্র্য শিল্পায়িত সমাজব্যবস্থার একটি উল্লেখযোগ্য ফলশ্রুতি।

২. নিম্ন আয় ও নিম্ন জীবনমান নগর দারিদ্র্যদের অন্যতম দিক ।

৩. মৌলিক প্রয়োজন পূরণে অপারগতা নগর দারিদ্র্যদের সাধারণ চিত্র ।

আরো পড়ুনঃ গণতন্ত্রের সফলতার শর্তগুলো

৪. নগর দরিদ্ররা সাধারণত নগরের বিভিন্ন সুযোগ-সুবিধা। যেমন : বিদ্যুৎ, গ্যাস, পানি, পয়ঃনিষ্কাশন, স্যানিটেশন প্রভৃতি থেকে বঞ্চিত হয়।

৫. নগরের দরিদ্রদের মধ্যে উচ্চ জন্মহার ও মৃত্যুহার পরিলক্ষিত হয় ।

৬. বিভিন্ন প্রকারের অপরাধমূলক কর্মকাণ্ড, ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তি, বেকারত্ব, মাদকাশক্তি প্রভৃতি সৃষ্টি নগর দরিদ্রের অন্যতম দিক ।

৭. শিক্ষা গ্রহণের নিম্নহার, ন্যূনতম শিক্ষা গ্রহণের সুযোগ- সুবিধার অভাব এবং শিক্ষা হতে ঝরে পড়ার (Drop Out) হার বৃদ্ধি নগর দরিদ্রদের বৈশিষ্ট্য ।

৮. বিভিন্ন রোগ-ব্যাধির প্রাদুর্ভাব ও স্বাস্থ্য সুবিধার অভাব নগর দারিদ্র্যের প্রাত্যহিক চিত্র।

৯. বস্তি নির্ভর জীবনযাপন এবং মানবেতর জীবনযাপন নগর দারিদ্রদের বিশেষ দিক।

১০. বাল্যবিবাহ ও বহুবিবাহের পরিমাণ বৃদ্ধি এবং যৌন অপরাধ বৃদ্ধি নগর দরিদ্রদের অন্যতম বৈশিষ্ট্য।

১১. নগর দারিদ্র্য ব্যক্তি যথাযথ সামাজিক ভূমিকা পালনে ব্যর্থ । 

আরো পড়ুনঃ মার্কিন রাষ্ট্রপতির ভূমিকা আলোচনা কর

১২. নগর দারিদ্র্য ব্যক্তি শারীরিক ও মানসিক কার্যদক্ষতা অর্জন ও বজায় রাখার ক্ষেত্রে অপারগ হয়ে থাকে ।

উপসংহার: পরিশেষে বলা যায় যে, নগর দারিদ্র্যের কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যা নগর দারিদ্র্যকে বিশিষ্টতা দান করেছে। উল্লেখিত দিকগুলো ছাড়াও কুসংস্কারাচ্ছন্নতা, অসচেতনতা, অদক্ষতা, প্রভৃতি নগর দারিদ্র্যের অন্যতম বৈশিষ্ট্য বলা যায়।

Riya Akter
Riya Akter
Articles: 16