আমন্ত্রণ পত্র- রবীন্দ্রজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে আমন্ত্রণপত্র

Avatar
calender 22-10-2025

"রবীন্দ্র জয়ন্তী ১৪৩২"

সুধী,

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আগামী ২৫শে বৈশাখ ১৪৩২, শনিবার, সকাল ১০টায় আমাদের বিদ্যালয়ের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে জামালপুর জিলা স্কুলের মিলনায়তনে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামালপুর জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব আখতার জামান। রবীন্দ্রনাথের মানবতাবাদী চিন্তাধারা’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন সরকারি বিনোদবিহারী কলেজের সহযোগী অধ্যাপক ড. আয়াজ মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আউয়াল ফয়সাল।

আপনার সান্নিধ্যে অনুষ্ঠানটি আরও সমৃদ্ধ হবে—এই প্রত্যাশায় আন্তরিকভাবে আপনার উপস্থিতি কামনা করছি।

শুভেচ্ছান্তে,
মুশফিক রোহান
সাংস্কৃতিক সম্পাদক
জামালপুর জিলা স্কুল ছাত্র সংসদ

অনুষ্ঠানসূচি
১০:০০ — অতিথিদের আসন গ্রহণ
১০:১০ — প্রবন্ধ পাঠ: ‘রবীন্দ্রনাথের মানবতাবাদী চিন্তাধারা’
১০:৩০ — প্রধান অতিথির ভাষণ
১০:৪৫ — সভাপতির বক্তব্য
১১:০০ — সাংস্কৃতিক অনুষ্ঠান (সংগীত, নৃত্য ও আবৃত্তি)
১১:৩০ — নাট্য পরিবেশনা: চিরকুমার সভা
১২:০০ — সমাপ্তি ঘোষণা

© LXMCQ, Inc. - All Rights Reserved

Developed by WiztecBD