101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কতগুলি?
১০১ থেকে ২০০ পর্যন্ত মোট ২১টি মৌলিক সংখ্যা আছে। মৌলিক সংখ্যা হলো সেই সংখ্যা যেগুলো কেবলমাত্র ১ ও নিজে দ্বারা বিভাজ্য হয়। অর্থাৎ যেগুলোকে অন্য কোনো পূর্ণসংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না।
এখন ১০১ থেকে ২০০ পর্যন্ত মৌলিক সংখ্যা গুলো হলো—
• 101
• 103
• 107
• 109
• 113
• 127
• 131
• 137
• 139
• 149
• 151
• 157
• 163
• 167
• 173
• 179
• 181
• 191
• 193
• 197
• 199
মোট মৌলিক সংখ্যা = ২১টি।
অর্থাৎ, ১০১ থেকে ২০০ পর্যন্ত এমন ২১টি সংখ্যা আছে যেগুলো শুধুমাত্র ১ ও নিজে দ্বারা বিভাজ্য — তাই এগুলোই মৌলিক সংখ্যা।