সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল-এর সূত্র কী?
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল:
যে ত্রিভুজের তিনটি বাহু সমান, তাকে সমবাহু ত্রিভুজ বলে। এর ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো—
বাংলা সূত্র:
ক্ষেত্রফল = (√৩ ÷ ৪) × (বাহুর দৈর্ঘ্য)²
অর্থাৎ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বাহুর দৈর্ঘ্যকে নিজে নিজে গুণ করতে হয়, তারপর তা √৩ দ্বারা গুণ করে ৪ দ্বারা ভাগ করতে হয়। এই সূত্র দ্বারা সহজে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করা যায়।