জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর নাম কী?

Avatar
calender 18-11-2025

রাসুলুল্লাহ ﷺ যাঁদেরকে দুনিয়াতেই স্পষ্টভাবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, তাঁদেরকে বলা হয় আশারা মুবারাশ্শারা বা আশারা মুবারাক (আশারা মুবারশ্‌শারাহ)—অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবী (রাযি.আনহুম)। বিভিন্ন সহিহ হাদিসে এদের নাম একসাথে উল্লেখ আছে। এরা সবাই রাসুলুল্লাহ ﷺ–এর ঘনিষ্ঠ সাহাবী, ইসলামের প্রথম সারির দাঈ ও মুজাহিদ এবং খোলাফায়ে রাশেদীসহ বহু বড় বড় মর্যাদার অধিকারী।

নিচে হাদিসে বর্ণিত ১০ জন আশারা মুবারাক সাহাবীদের নাম তালিকাভুক্তভাবে তুলে ধরা হলো—

  • হযরত আবু বকর আস্‌-সিদ্দীক (রাযি.আনহু): প্রথম খলিফা, রাসুলুল্লাহ ﷺ–এর সব থেকে ঘনিষ্ঠ সাথী, সর্বপ্রথম ইসলামে দীক্ষিত প্রাপ্তবয়স্ক পুরুষদের অন্যতম।

  • হযরত উমর ইবনে খাত্তাব (রাযি.আনহু): দ্বিতীয় খলিফা, ন্যায়পরায়ণতা, ইলম ও শাসনকৌশলের জন্য সুপরিচিত; ইসলামের অনেক গুরুত্বপূর্ণ বিজয়ে অগ্রণী ভূমিকা রেখেছেন।

  • হযরত উসমান ইবনে আফফান (রাযি.আনহু): তৃতীয় খলিফা, লজ্জাশীলতা ও দানশীলতার জন্য বিখ্যাত; কুরআন মজীদকে এক মানকে একত্র করার কাজটি তাঁরই সময় সম্পন্ন হয়।

  • হযরত আলী ইবনে আবি তালিব (রাযি.আনহু): চতুর্থ খলিফা, রাসুলুল্লাহ ﷺ–এর চাচাতো ভাই ও জামাতা; সাহস, জ্ঞান ও ফিকহে গভীরতার জন্য প্রসিদ্ধ।

  • হযরত তলহা ইবনে উবাইদুল্লাহ (রাযি.আনহু): সাহসী সহচর, বহু যুদ্ধে বীরত্বের পরিচয় দিয়েছেন; উহুদ যুদ্ধে রাসুলুল্লাহ ﷺ–কে নিজের দেহ দিয়ে আড়াল করে বাঁচিয়েছিলেন।

  • হযরত যুবাইর ইবনে আওয়াম (রাযি.আনহু): রাসুলুল্লাহ ﷺ–এর ফুফাতো ভাই; প্রথম দিকের মুসলিমদের একজন ও সাহসী মুজাহিদ, বহু গাযওয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

  • হযরত আবদুর রহমান ইবনে আওফ (রাযি.আনহু): শুরুর দিকের মুহাজির সাহাবী, অত্যন্ত সৎ ব্যবসায়ী ও দানশীল; গরিব-মিসকিনদের ব্যাপক সাহায্য করতেন।

  • হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস (রাযি.আনহু): ইসলামের প্রথম দিকের মুসলিম; দোয়ায় কবুলিয়্যাতের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ এবং কাদিসিয়ার মতো ঐতিহাসিক যুদ্ধে সেনাপতি ছিলেন।

  • হযরত সাঈদ ইবনে যায়েদ (রাযি.আনহু): প্রাচীন এক হানিফ পরিবারের সন্তান, শিরকবিমুখ পরিবেশে বড় হয়েছেন; ইসলামের প্রারম্ভিক যুগেই ঈমান এনেছেন এবং বহু কৃতিত্বের অধিকারী।

  • হযরত আবু উবাইদা ইবনে আল-জাররাহ (রাযি.আনহু): আমিনুল উম্মাহ (উম্মতের আমিন/বিশ্বস্ত মানুষ) নামে পরিচিত; সাহসী সেনাপতি, শাম অঞ্চলের বহু বিজয়ে নেতৃত্ব দিয়েছেন।

এভাবে এ ১০ জন মহান ব্যক্তিত্বকে রাসুলুল্লাহ ﷺ দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়েছেন বলে তাঁরা “আশারা মুবারাশ্শারা” নামে প্রসিদ্ধ হয়েছেন। তাঁদের জীবন ও ত্যাগ ইসলামের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে, যা থেকে প্রতিটি মুসলিমের জন্য অনুকরণীয় আদর্শ পাওয়া যায়।

আরো পড়ুনঃ কুরআন কারীমের সবচেয়ে বড় ও ছোট সূরা

© LXMCQ, Inc. - All Rights Reserved