লর্ড ব্রাইসের মতে, নিচের কোনটি মানুষের আইন মেনে চলার কারণ নয়?
A
নির্লিপ্ততা
B
শ্রদ্ধা
C
সহানুভূতি
D
অভ্যাস
উত্তরের বিবরণ
-
লর্ড ব্রাইস মানুষের আইন মান্য করার পেছনে পাঁচটি কারণ উল্লেখ করেছেন: নির্লিপ্ততা, শ্রদ্ধা, সহানুভূতি, শাস্তির ভয় এবং যৌক্তিকতার উপলব্ধি। এর মধ্যে ‘অভ্যাস’ অন্তর্ভুক্ত নয়।
আইন মান্য করার কারণ:
-
আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইন মান্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
প্রতিটি আইনে কিছু নির্দেশনা থাকে এবং তা অমান্য করলে শাস্তির বিধান থাকে।
-
আইন মান্য করার বিভিন্ন কারণের মধ্যে একটি হলো আইনের উপযোগিতা।
লর্ড ব্রাইস আইন মান্য করার কারণগুলোকে পাঁচ ভাগে বিভক্ত করেছেন:
১. যৌক্তিকতার উপলব্ধি
২. অপরের প্রতি শ্রদ্ধা
৩. নির্লিপ্ততা
৪. সহানুভূতি
৫. শাস্তির ভয়
উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, এইচ এস সি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
বরেন্দ্র গবেষণা জাদুঘর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
ঢাকা
B
বগুড়া
C
চট্টগ্রাম
D
রাজশাহী
বরেন্দ্র গবেষণা জাদুঘর
-
বরেন্দ্র গবেষণা জাদুঘর রাজশাহী শহরে স্থাপিত বাংলাদেশের প্রথম জাদুঘর।
-
প্রতিষ্ঠা করেন রাজশাহী কলেজিয়েট স্কুলের শিক্ষক রমাপ্রসাদ চন্দ্র এর প্রচেষ্টায়, ১৯১০ সালে।
-
১৯১৩ খ্রিস্টাব্দের ১৩ নভেম্বর, বাংলার তৎকালীন গভর্নর কারমাইকেল জাদুঘরটি উদ্বোধন করেন।
-
জাদুঘরের সংগ্রহ সংখ্যা ৯,০০০-এরও অধিক, যার মধ্যে হাজার বছর আগের সিন্ধু সভ্যতার নিদর্শন রয়েছে।
-
গুরুত্বপূর্ণ সংগ্রহ:
-
মোঘল আমলের রৌপ্র মুদ্রা
-
গুপ্ত সম্রাট চন্দ্রগুপ্তের গোলাকার স্বর্ণমুদ্রা
-
সম্রাট শাহজাহানের গোলাকার রৌপ্য মুদ্রা
-
-
এখানে প্রায় ৫,০০০ পুঁথি রয়েছে, যার মধ্যে ৩,৬৪৬টি সংস্কৃত এবং বাকিগুলো বাংলায় রচিত।
-
বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাদুঘরটি পরিচালনা করে থাকে।
0
Updated: 1 month ago
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাজনৈতিক দল থেকে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়ার বিধানটি বর্ণিত আছে?
Created: 1 month ago
A
৬৬ নং
B
৬৭ নং
C
৭০ নং
D
৭১ নং
বাংলাদেশ সংবিধানের ৭০ নং অনুচ্ছেদ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে সাংসদ নির্বাচিত হন, তবে সংসদে সেই দলের বিপক্ষে ভোট প্রদান বা দল থেকে পদত্যাগ করলে তার সদস্যপদ বাতিল হয়ে যায়। সংসদে নিজ দলের বিপক্ষে ভোট প্রদান বা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলাকে ফ্লোর ক্রসিং বলা হয়।
-
৭০ নং অনুচ্ছেদ অনুযায়ী:
-
সংসদ-সদস্য নির্বাচিত হলে যদি তিনি উক্ত দল থেকে পদত্যাগ করেন, অথবা
-
সংসদে উক্ত দলের বিপক্ষে ভোট দেন,
-
তাহলে তাঁর সংসদে আসন শূন্য হবে।
-
-
তবে এই কারণে তিনি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ-সদস্য হবার অযোগ্য হবেন না।
অন্য সংবিধানিক প্রাসঙ্গিক অনুচ্ছেদ:
-
৬৬ নং অনুচ্ছেদ: সংসদে নির্বাচিত হওয়ার যোগ্যতা ও অযোগ্যতা।
-
৬৭ নং অনুচ্ছেদ: সদস্যদের আসন শূন্য হওয়া।
-
৭১ নং অনুচ্ছেদ: দ্বৈত-সদস্যতায় বাধা।
উৎস:
0
Updated: 1 month ago
NIPORT কোন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়?
Created: 1 month ago
A
শিক্ষা মন্ত্রণালয়
B
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়
C
পরিকল্পনা মন্ত্রণালয়
D
সমাজকল্যাণ মন্ত্রণালয়
NIPORT বা National Institute of Population Research and Training বাংলাদেশের একটি জাতীয় গবেষণা প্রতিষ্ঠান, যা জনসংখ্যা বিষয়ক তথ্যসংগ্রহ, গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে।
প্রধান তথ্যগুলো হলো:
-
প্রতিষ্ঠার বছর ও স্থান: ১৯৭৭ সালে ঢাকার আজিমপুরে প্রতিষ্ঠিত।
-
অধিদপ্তর: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অন্তর্গত।
-
মূল কার্যক্রম:
-
জেলা, উপজেলা, ইউনিয়ন ও মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারিদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি।
-
প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং জনসংখ্যা বিষয়ক গবেষণা পরিচালনা।
-
0
Updated: 1 month ago