কোন দার্শনিকের মতে, "সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন"?
A
প্লেটো
B
জন লক
C
অ্যারিস্টটল
D
টমাস হবস
উত্তরের বিবরণ
-
অ্যারিস্টটল আইনকে যুক্তিনির্ভর একটি ব্যবস্থা হিসেবে ব্যাখ্যা করেছেন। তার মতে, আইন কোনো শাসকের খেয়াল-খুশির ফল নয়; বরং এটি সমাজকল্যাণমূলক যুক্তিসিদ্ধ ইচ্ছার প্রকাশ।
-
মানুষ একটি সামাজিক জীব এবং আইন মানবসমাজের প্রতিফলন।
-
সমাজে মিলেমিশে বসবাসের জন্য নিয়ম-শৃঙ্খলা মেনে চলা অপরিহার্য।
-
মানবকল্যাণের স্বার্থেই নিয়ম-কানুন প্রয়োজন, আর স্বীকৃত এই নিয়ম-কানুনই হলো আইন।
-
এরিস্টটল বলেছেন, "সমাজের যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন" (Law is the passionless reason)।
-
অধ্যাপক হল্যান্ডের মতে, আইন হলো সেই সাধারণ নিয়ম যা মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে এবং যা সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ দ্বারা প্রয়োগ করা হয়।
সূত্র: পৌরনীতি ও নাগরিকতা, নবম-দশম শ্রেণি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
বাংলাদেশের সংবিধানের মোট অনুচ্ছেদ সংখ্যা কত?
Created: 1 month ago
A
১০৩টি
B
১৩৩টি
C
১৪৩টি
D
১৫৩টি
বাংলাদেশের সংবিধান সংক্ষেপে:
-
গৃহীত: ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে।
-
কার্যকর: ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর, বিজয় দিবস থেকে।
-
গঠন: সংবিধানে ১১টি ভাগ এবং মোট ১৫৩টি অনুচ্ছেদ রয়েছে।
-
পরিবর্তন: ৫০ বছরে সংবিধান ১৭ বার সংশোধিত হয়েছে (২০২৫ সালের আগস্ট পর্যন্ত)।
-
প্রথম সংশোধনী: ১৯৭৩ সালের ১৫ জুলাই পাস হয়, মূল উদ্দেশ্য যুদ্ধাপরাধের বিচার নিশ্চিত করা।
0
Updated: 1 month ago
দেশের প্রথম রাবার বাগান করা হয় কোথায়?
Created: 1 month ago
A
ঝালকাঠি
B
কক্সবাজার
C
রংপুর
D
বরিশাল
বাংলাদেশে রাবার চাষের ইতিহাস শুরু হয় বিংশ শতাব্দীর শুরুর দিকে, ব্রিটিশদের উদ্যোগে।
-
১৯৫৯ সালে, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (FAO) বাংলাদেশে রাবার চাষের সম্ভাব্যতা যাচাই করে।
-
১৯৬১ সালে, সরকারের পৃষ্ঠপোষকতায় চট্টগ্রাম ও সিলেটের পার্বত্য অঞ্চলে বাণিজ্যিকভাবে রাবার চাষ শুরু হয়।
-
১৯৬০ সালে, বনবিভাগ ২৮৭ হেক্টর জমিতে রাবার চাষের একটি পাইলট প্রকল্প গ্রহণ করে।
-
উক্ত প্রকল্পের আওতায় কক্সবাজারের রামুতে ৩০ একর এবং চট্টগ্রামের রাউজানে ১০ একর, মোট ৪০ একর বাগান স্থাপন করা হয়, যা বাংলাদেশে রাবার চাষের যাত্রা শুরু করে।
-
বর্তমানে, বিএফআইডিসির মালিকানাধীন রাবার বাগান রয়েছে ১৮টি।
0
Updated: 4 weeks ago
বাংলাদেশ সরকার কত সালে ‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ পাস করে?
Created: 1 month ago
A
২০১০ সালে
B
২০১১ সালে
C
২০১২ সালে
D
২০১৩ সালে
পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩ অনুযায়ী, প্রতিটি সন্তানকে তার মা-বাবার ভরণপোষণ দেওয়া বাধ্যতামূলক।
-
বাংলাদেশ সরকার ২০১৩ সালের ২৫ অক্টোবর এই আইন পাস করে।
-
আইন অনুযায়ী, যদি কোনো মা-বাবার একাধিক সন্তান থাকে, তাহলে তারা নিজেদের মধ্যে আলোচনা করে ভরণপোষণ নিশ্চিত করবেন।
-
এ দায়িত্ব পালন না করলে সংশ্লিষ্ট সন্তানরা শাস্তির আওতায় আসবেন।
৫ ধারার (১) অনুযায়ী শাস্তি:
-
প্রবীণ ব্যক্তি তার সন্তানদের বিরুদ্ধে অভিযোগ আনলে এবং অভিযোগ প্রমাণিত হলে, সন্তানদের এক লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হবে।
-
যদি সন্তানের স্ত্রী, ছেলেমেয়ে বা নিকটাত্মীয় বৃদ্ধ মা-বাবার প্রতি সন্তানের দায়িত্ব পালনে বাধা প্রদান করে, তবে তারা একই শাস্তির অধীন হবেন।
উৎস:
0
Updated: 1 month ago