A
জন স্টুয়ার্ট মিল
B
প্লেটো
C
বার্ট্রান্ড রাসেল
D
ম্যাকাইভার
উত্তরের বিবরণ
John Stuart Mill
-
ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ এবং উপযোগবাদের (Utilitarianism) প্রবক্তা।
তার রচিত কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ:
-
A System of Logic
-
Autobiography
-
Considerations on Representative Government
-
Essays on Some Unsettled Questions of Political Economy
-
Examination of Sir William Hamilton’s Philosophy
-
On Liberty
উৎস: ব্রিটানিকা।

0
Updated: 1 day ago
২০২৫ সালের জন্য বাংলাদেশ সরকার কোনটিকে ‘বর্ষপণ্য’ হিসেবে ঘোষণা করেছে?
Created: 3 weeks ago
A
হস্তশিল্প
B
ফার্নিচার পণ্য
C
চামড়াজাত পণ্য
D
ইলেকট্রনিক্স
বর্ষপণ্য-২০২৫:
-
ঘোষণা: সরকার ফার্নিচার বা আসবাবপত্রকে ২০২৫ সালের বর্ষপণ্য ঘোষণা করেছে।
-
প্রকাশক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
-
উদ্দেশ্য: দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের পাশাপাশি আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ।
-
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা:
-
১৯৯৫ সাল থেকে আয়োজন করা হচ্ছে।
-
যৌথ আয়োজক: বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
-
১ জানুয়ারি, ২০২৫, পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিসিএফসি)-তে ২৯তম মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ঘোষণা করা হয়।
-
-
রপ্তানি: ভারত, নেপাল ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে বাংলাদেশের ফার্নিচার রফতানি হয়।
-
প্রস্তাবনা: পণ্যের পাশাপাশি সেবা খাতে বিনিয়োগ এবং রপ্তানি বৃদ্ধির জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান প্রধান উপদেষ্টা।
সূত্র: প্রথম আলো এবং BANGLADESH GOVERNMENT PRESS

0
Updated: 3 weeks ago
বাংলাদেশে কত সালে জাতীয় শুদ্ধাচার কৌশল প্রণয়ন করা হয়?
Created: 1 day ago
A
২০১০ সালে
B
২০১২ সালে
C
২০০৯ সালে
D
২০১৬ সালে
জাতীয় শুদ্ধাচার কৌশল (National Integrity Strategy):
-
বাংলাদেশ সরকার ২০১২ সালে দুর্নীতি দমন ও সুশাসন প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই কৌশল প্রণয়ন করে।
-
কৌশলে রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠান ও অংশীদারের শুদ্ধাচার প্রতিষ্ঠায় ভূমিকা সংজ্ঞায়িত করা হয়েছে।
-
শুদ্ধাচার বলতে বোঝানো হয়েছে নৈতিকতা ও সততার দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতা।
উৎস: মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।

0
Updated: 1 day ago
তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা করেন কে?
Created: 1 week ago
A
অধ্যাপক আবদুল মতিন
B
অধ্যাপক আবুল কাসেম
C
অধ্যাপক আবদুস সালাম
D
অধ্যাপক কামরুদ্দিন মতিন
ভাষা আন্দোলন
-
১৯৪৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাসেম তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠা করেন।
-
একই বছর, ১৫ সেপ্টেম্বর, সংগঠনটি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে একটি পুস্তিকা প্রকাশ করে।
-
প্রকাশিত পুস্তিকার নাম ছিল: ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু’।
-
তমদ্দুন মজলিশ ছাত্র ও শিক্ষক মহলে বাংলাভাষার গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধি করতে ভূমিকা রাখে।
-
১৯৪৭ সালের মধ্যেই বহু লেখক বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে সমর্থন জানান।
-
পাকিস্তানের পাবলিক সার্ভিস কমিশনের বিষয়তালিকা থেকে এবং নৌ ও অন্যান্য বিভাগের নিয়োগ পরীক্ষায় বাংলাকে বাদ দেওয়া হয়।
-
গণপরিষদের সরকারি ভাষা হিসেবে ইংরেজি ও উর্দু নির্বাচিত হওয়ায় বাঙালিরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

0
Updated: 1 week ago