গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতার বিষয়টি আলোচিত হয়েছে?
A
অনুচ্ছেদ ১৩
B
অনুচ্ছেদ ১৮
C
অনুচ্ছেদ ২০
D
অনুচ্ছেদ ২৫
উত্তরের বিবরণ
-
সংবিধানের ১৮নং অনুচ্ছেদে রাষ্ট্রকে জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে অন্যতম প্রাথমিক কর্তব্য হিসেবে গণ্য করতে বলা হয়েছে। একই সঙ্গে নৈতিকতা রক্ষার্থে মদ্যপান, জুয়া ও গণিকাবৃত্তি নিরোধের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সংবিধান:
-
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৮নং অনুচ্ছেদে জনস্বাস্থ্য ও নৈতিকতা সম্পর্কিত বিধান উল্লেখ আছে।
১৮ (১) দফা:
-
জনগণের পুষ্টির স্তর উন্নয়ন ও জনস্বাস্থ্যের উন্নতিসাধনকে রাষ্ট্র অন্যতম প্রাথমিক কর্তব্য হিসেবে গণ্য করবে।
-
বিশেষত আরোগ্যের প্রয়োজন কিংবা আইনের দ্বারা নির্দিষ্ট অন্য কোনো প্রয়োজন ছাড়া মদ্য ও অন্যান্য মাদক পানীয় এবং স্বাস্থ্যহানিকর ভেষজ ব্যবহার নিষিদ্ধকরণের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা নেবে।
১৮ (২) দফা:
-
গণিকাবৃত্তি ও জুয়া খেলা নিরোধের জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
সূত্র: বাংলাদেশের সংবিধান।
0
Updated: 1 month ago
বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয়ের উৎস কোনটি? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
চামড়া ও চামড়াজাত পণ্য
B
চা
C
চিংড়ি
D
পাটজাত পণ্য
বাংলাদেশের শীর্ষ রপ্তানি খাত
-
প্রধান রপ্তানি খাত: তৈরি পোশাক
-
ইপিবি পরিসংখ্যান অনুযায়ী:
-
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে মোট রপ্তানির মধ্যে তৈরি পোশাকের অংশ ৮৩%, যা ৩৯৬ কোটি ডলার।
-
-
-
দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত: চামড়া ও চামড়াজাত পণ্য
-
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে রপ্তানি ১২ কোটি ৭৪ লাখ ডলার।
-
-
তৃতীয় শীর্ষ রপ্তানি খাত: কৃষি প্রক্রিয়াজাত পণ্য
-
২০২৫-২৬ অর্থবছরের প্রথম মাসে রপ্তানি ৯ কোটি ডলার।
-
-
সাম্প্রতিক রপ্তানি পরিসংখ্যান:
-
২০২৪-২৫ অর্থবছরে মোট রপ্তানি ৪,৮২৮ কোটি ডলার।
-
উৎস:
i) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)
ii) প্রথম আলো
0
Updated: 1 month ago
ঢাকা শহরে অপারেশন সার্চলাইট পরিচালনায় মূল দায়িত্ব পায়-
Created: 1 month ago
A
জেনারেল আবরার হোসেন
B
রাও ফরমান আলী
C
নিয়াজি খান
D
গোলাম মুহাম্মদ
অপারেশন সার্চলাইট হলো ১৯৭১ সালের পূর্ব পাকিস্তানে পরিচালিত একটি সামরিক অভিযান, যার লক্ষ্য ছিল বাঙালি সেনারা ও তাদের সমর্থকদের নিরস্ত্রীকরণ।
-
১৮ই মার্চ, জেনারেল টিক্কা খান ও রাও ফরমান আলী এই অপারেশনের নীলনকশা তৈরি করেন।
-
১৯শে মার্চ থেকে, পূর্ব পাকিস্তানে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সৈন্যদের নিরস্ত্রীকরণ শুরু হয়।
-
২০শে মার্চ, সরকার অস্ত্র জমা দেওয়ার নির্দেশ জারি করে।
-
ঐ দিন, জেনারেল ইয়াহিয়া খান তার সামরিক উপদেষ্টা হামিদ খান, জেনারেল টিক্কা খান, জেনারেল পিরজাদা, জেনারেল ওমর প্রমুখকে নিয়ে ঢাকা ক্যান্টনমেন্টে সামরিক প্রস্তুতি পূর্ণাঙ্গ রূপ দেন।
-
এ সময় প্রতিদিন ৬ থেকে ১৭টি পিআইএ বোয়িং ৭০৭ ফ্লাইট সৈন্য ও রসদ নিয়ে ঢাকা আসে এবং অসংখ্য সৈন্য ও অস্ত্রশস্ত্র চট্টগ্রাম বন্দরে বোঝাই জাহাজে অপেক্ষমাণ থাকে।
-
২৪শে মার্চ, চট্টগ্রাম বন্দরে এম ভি সোয়াত জাহাজ...
0
Updated: 4 weeks ago
স্বদেশী আন্দোলনের সূত্রপাত কোন ঘটনার প্রেক্ষাপটে ঘটেছিল?
Created: 1 month ago
A
গান্ধীজীর অসহযোগ আন্দোলন
B
সিপাহী বিদ্রোহ
C
ভারত বিভক্তি
D
বঙ্গভঙ্গ
স্বদেশী আন্দোলন ছিল একটি ব্রিটিশ বিরোধী আন্দোলন, যা মূলত ১৯০৫ সালের বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে শুরু হয়। বঙ্গভঙ্গের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন ব্যর্থ হওয়ার পর কংগ্রেসের উগ্রপন্থী অংশের নেতৃত্বে এই আন্দোলন গড়ে ওঠে। এর প্রধান লক্ষ্য ছিল বিলেতি পণ্য বর্জন, পরে বিলেতি শিক্ষা বর্জনও আন্দোলনের অংশ হিসেবে অন্তর্ভুক্ত হয়।
-
স্বদেশী আন্দোলন ক্রমশ বাংলার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। কংগ্রেস নেতারা গ্রামে, গঞ্জে এবং শহরে বিলেতি পণ্য পুড়িয়ে ফেলে এবং দেশী পণ্য ব্যবহারে উৎসাহিত করেন।
-
আন্দোলনের ফলে বাংলার নিজস্ব তাঁতবস্ত্র, সাবান, লবণ, চিনি ও চামড়ার দ্রব্য তৈরির কারখানা গড়ে ওঠে।
-
বিলেতি শিক্ষা বর্জনের কারণে আন্দোলনের সাথে যুক্তদের বিভিন্ন সরকারি স্কুল-কলেজ থেকে বের করে দেওয়া হয়, এবং প্রয়োজনে জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে।
-
আন্দোলনকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, রজণীকান্ত সেন প্রমুখ জাতীয়তাবোধক গান রচনা করেন। এর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন আমাদের জাতীয় সঙ্গীত ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’।
-
মুসলমান সমাজ আন্দোলন থেকে দূরে থাকায় এটি জাতীয় রূপলাভে ব্যর্থ হয়।
-
সাধারণ মানুষ এবং হিন্দু সম্প্রদায়ের নিম্নবর্ণের লোকজন দারিদ্র্যের কারণে আন্দোলনের মর্ম বুঝতে ব্যর্থ হয়।
-
বিলেতি দ্রব্য বর্জন সম্পূর্ণভাবে সফল হয়নি, কারণ কোলকাতার অবাঙালি ব্যবসায়ী ও বাংলার গ্রাম্য ব্যবসায়ীরা আন্দোলনের সঙ্গে যুক্ত হননি।
-
আন্দোলন যদি গোপন সশস্ত্র সংগ্রামের পথে অগ্রসর হতো, জনগণ তখনও দূরে সরে যেত।
-
আন্দোলনের ফলে হিন্দু ও মুসলমানের সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পায়, যার দীর্ঘমেয়াদী প্রভাব হিসেবে ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতের বিভাজন ঘটে।
উৎস:
0
Updated: 1 month ago