'শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন'- উক্তিটি করেন কে?
A
বেনথাম
B
সক্রেটিস
C
প্লেটো
D
এরিস্টটল
উত্তরের বিবরণ
-
প্লেটোর মতে, শাসক যদি মহৎ গুণে সমৃদ্ধ হয় তবে আইন অপ্রয়োজনীয়, আর শাসক যদি মহৎ গুণসম্পন্ন না হয় তবে আইন কার্যকর হয় না।
-
মহৎ গুণসম্পন্ন শাসকের জন্য আইন প্রয়োজন হয় না।
-
তাদের মূল চালিকাশক্তি হবে প্রজ্ঞা ও মুক্তি।
-
এ অবস্থায় দার্শনিক রাজারা অবিবেচনাপ্রসূতভাবে শাসন পরিচালনা করবেন।
-
তাদের ওপর কোনো আইনের বাধ্যবাধকতা থাকবে না।
উৎস: রাষ্ট্রবিজ্ঞান-২: রাষ্ট্রচিন্তা, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
National Academy for Primary Education কোথায় অবস্থিত?
Created: 2 months ago
A
ঢাকা
B
গাজীপুর
C
ময়মনসিংহ
D
পাবনা
National Academy for Primary Education (নেপ):
-
অবস্থান: ময়মনসিংহ।
-
প্রতিষ্ঠা: নেপ সর্বপ্রথম ১৯৬৯ সালে জুনিয়র ট্রেনিং কলেজ (জেটিসি) হিসেবে প্রতিষ্ঠিত হয়।
-
মহান স্বাধীনতার পর: ১৯৭২ সালে জুনিয়র ট্রেনিং কলেজগুলো রূপান্তরিত হয়ে কলেজ অব এডুকেশন নামে কার্যক্রম শুরু করে।
-
১৯৭৮ সালে: ময়মনসিংহস্থ কলেজ অব এডুকেশন "মৌলিক শিক্ষা একাডেমি" (Academy for Fundamental Education) নামে প্রতিষ্ঠিত হয়।
-
১৯৮৫ সালে: এর নামকরণ করা হয় জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।
-
২০০৪ সালের ১ অক্টোবর থেকে একাডেমি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে কার্যক্রম পরিচালনা করে।
সূত্র: নেপ ওয়েবসাইট
0
Updated: 2 months ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, মোট মৎস্য উৎপাদনে ইলিশের পরিমাণ কত শতাংশ?
Created: 3 weeks ago
A
৯.৩১%
B
১০.৫৫%
C
১১.২৩%
D
১২.৭৯%
মৎস্য উৎপাদন (২০২৪) অনুযায়ী বাংলাদেশের মৎস্য খাতের তথ্য নিম্নরূপ:
-
মোট উৎপাদন: ৫০,১৮,৪৮৩ মেট্রিক টন
-
মিঠা পানিতে উৎপাদন: ৪৩,৮৯,৮৬০ মেট্রিক টন
-
লোনা পানিতে উৎপাদন: ৬,২৮,৬২৩ মেট্রিক টন
-
-
প্রধান মাছের উৎপাদন ভাগ (%):
-
ইলিশ: ১০.৫৫%
-
চিংড়ি: ৫.১৯%
-
মেজরকার্প (রুই, কাতলা, মৃগেল): ২২.৬৪%
-
এক্সটিককার্প (সিলভারকার্প, গ্রাসকার্প ইত্যাদি): ১১.৩০%
-
অন্যান্যকার্প (কালিবাউস, বাটা, ঘনিয়া): ৩.১৩%
-
তেলাপিয়া: ৮.৭৬%
-
-
মিঠা পানির মাছ উৎপাদনের শীর্ষ জেলা:
১. ময়মনসিংহ – ৩,৪৫,০০১ মেট্রিক টন
২. কুমিল্লা – ৩,১৫,৪৫৭ মেট্রিক টন
৩. যশোর – ২,৪৮,০৮৯ মেট্রিক টন -
মিঠা পানির মাছ উৎপাদনের শীর্ষ বিভাগ:
১. চট্টগ্রাম – ৮,৮০,৭৯৭ মেট্রিক টন
২. খুলনা – ৮,২২,৩৬১ মেট্রিক টন
৩. রাজশাহী – ৫,৭৬,৮৩০ মেট্রিক টন
0
Updated: 3 weeks ago
ISPR-এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Inter-Security Public Relations
B
Inter-Services Public Relations
C
Internal Services Public Regulation
D
International Strategic Public Relations
ISPR বা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর হলো বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও অন্যান্য আন্তঃবাহিনী সংস্থার প্রচার ও জনসংযোগ কাজ পরিচালনার প্রধান সংস্থা।
-
পূর্ণরূপ: Inter-Services Public Relations (আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর)
-
প্রতিষ্ঠা: স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে রাষ্ট্রপতির আদেশে প্রতিষ্ঠিত।
-
অফিস ভবন: পুরাতন লগ এরিয়া সদর দপ্তর ভবন, ঢাকা সেনানিবাস।
-
মূল কাজ:
-
সশস্ত্র বাহিনী ও অন্যান্য সংস্থার কার্যক্রম সংবাদপত্র, বেতার, টেলিভিশনসহ বিভিন্ন প্রচার মাধ্যমে সঠিকভাবে উপস্থাপন করা।
-
প্রচারণার উদ্দেশ্যে কার্যকর পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন নিশ্চিত করা।
-
0
Updated: 1 month ago