'শাসক যদি মহৎ গুণ সম্পন্ন হয় তাহলে আইন নিষ্প্রয়োজন'- উক্তিটি করেন কে?
A
বেনথাম
B
সক্রেটিস
C
প্লেটো
D
এরিস্টটল
উত্তরের বিবরণ
-
প্লেটোর মতে, শাসক যদি মহৎ গুণে সমৃদ্ধ হয় তবে আইন অপ্রয়োজনীয়, আর শাসক যদি মহৎ গুণসম্পন্ন না হয় তবে আইন কার্যকর হয় না।
-
মহৎ গুণসম্পন্ন শাসকের জন্য আইন প্রয়োজন হয় না।
-
তাদের মূল চালিকাশক্তি হবে প্রজ্ঞা ও মুক্তি।
-
এ অবস্থায় দার্শনিক রাজারা অবিবেচনাপ্রসূতভাবে শাসন পরিচালনা করবেন।
-
তাদের ওপর কোনো আইনের বাধ্যবাধকতা থাকবে না।
উৎস: রাষ্ট্রবিজ্ঞান-২: রাষ্ট্রচিন্তা, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
কোন ব্যক্তি সুপ্রীম কোর্টের বিচারক হওয়ার যোগ্য বিবেচিত হন?
Created: 1 month ago
A
১২ বছর এডভোকেট হলে
B
৮ বছর এডভোকেট হলে
C
১০ বছর এডভোকেট হলে
D
১৫ বছর এডভোকেট হলে
সুপ্রীম কোর্ট হলো বাংলাদেশের সর্বোচ্চ আদালত, যা দেশের বিচার ব্যবস্থা ও সংবিধান রক্ষা করার প্রধান প্রতিষ্ঠান। এটি দুটি বিভাগের মধ্যে বিভক্ত—হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুপ্রীম কোর্টের প্রধান এবং আদালতের প্রশাসনিক ও বিচারিক কার্যক্রম তত্ত্বাবধান করেন।
-
প্রধান বিচারপতি: সুপ্রীম কোর্টের প্রধান
-
বিভাগসমূহ: হাইকোর্ট বিভাগ ও আপিল বিভাগ
-
নিয়োগ প্রক্রিয়া:
-
রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ করেন।
-
প্রধান বিচারপতির পরামর্শে রাষ্ট্রপতি সুপ্রীম কোর্টের অন্যান্য বিচারপতি নিয়োগ দেন।
-
-
যোগ্যতা: বাংলাদেশের নাগরিক যে কেউ যদি ১০ বছর এডভোকেট হিসেবে অভিজ্ঞতা রাখেন বা ১০ বছর বিচার বিভাগীয় কোনো পদে চাকরি করে থাকেন, তবে তিনি সুপ্রীম কোর্টের বিচারক হিসেবে নিয়োগের যোগ্য বিবেচিত হন।
0
Updated: 4 weeks ago
কোন দার্শনিকদের মতে মানুষ শুধুমাত্র 'শাস্তির ভয়ে' আইন মেনে চলে?
Created: 1 month ago
A
লক, রুশো ও গ্রীন
B
প্লেটো, অ্যারিস্টটল ও মন্টেস্কু
C
হবস, বেন্থাম ও অস্টিন
D
মার্ক্স, এঙ্গেলস ও লেনিন
-
হবস, বেন্থাম এবং অস্টিন মনে করতেন যে, রাষ্ট্রীয় কর্তৃপক্ষের আরোপিত শাস্তির ভয়ই হলো আইন মেনে চলার প্রধান প্রেরণা। তারা আইনের নৈতিক বা যৌক্তিক দিকের চেয়ে এর শাস্তিমূলক বৈশিষ্ট্যকে বেশি গুরুত্ব দিয়েছেন।
আইন মান্য করার কারণ:
-
আইন শাসন নিশ্চিত করতে আইন মেনে চলা গুরুত্বপূর্ণ।
-
প্রত্যেক আইনেই কিছু নির্দেশনা থাকে এবং তা অমান্য করলে শাস্তির ব্যবস্থা থাকে।
-
আইন মান্য করার বিভিন্ন কারণের মধ্যে একটি হলো আইন কার্যকর ও উপযোগী হওয়া।
লর্ড ব্রাইস আইন মান্য করার কারণগুলোকে পাঁচটি ভাগে বিভক্ত করেছেন:
১. যৌক্তিকতার উপলব্ধি
২. অপরের প্রতি শ্রদ্ধা
৩. নির্লিপ্ততা
৪. সহানুভূতি
৫. শাস্তির ভয়
সূত্র: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, এইচ এস সি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago
UNCTAD-এর কতটি সদস্য রাষ্ট্র রয়েছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
১৮৯টি
B
১৯১টি
C
১৯৩টি
D
১৯৫টি
UNCTAD (United Nations Conference on Trade and Development)
-
পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development (জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন)
-
প্রতিষ্ঠা: ১৯৬৪ সালে
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড
-
সদস্য দেশ সংখ্যা: ১৯৫টি
-
মূল লক্ষ্য:
১. উন্নয়নশীল দেশগুলোর বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক উন্নয়নের সুযোগ বৃদ্ধি করা।
২. বিশ্ব বাণিজ্য, বিনিয়োগ এবং উন্নয়ন সম্পর্কিত গবেষণা ও বিশ্লেষণ প্রদান।
৩. নীতি-নির্ধারণে সহায়তা ও পরামর্শ প্রদান। -
প্রকাশনা: বার্ষিক বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন (World Investment Report) সহ অন্যান্য প্রতিবেদন।
0
Updated: 1 month ago