A
P.B. Shelley
B
W. Wordsworth
C
T.S. Eliot
D
John Keats
উত্তরের বিবরণ
✦ Poem: Ode on a Grecian Urn
Author: John Keats
Period: Romantic Era
Published: 1820
Structure: 5 stanzas
Summary / Significance:
-
কবিতায় একটি Grecian urn-এর উপর অঙ্কিত শিল্পকর্মের কথা বলা হয়েছে।
-
কবি শিল্প, সৌন্দর্য, এবং সত্যের সম্পর্ক খুঁজে পেয়েছেন।
-
এর মূল বক্তব্য: যদিও ভালোবাসা হারানো মানুষের নিয়তি নির্ধারিত, তবুও তারা ভালোবাসার সৌন্দর্য পূর্ণ করতে পারে।
Famous Quotes from the Poem:
-
“Heard melodies are sweet, but those unheard are sweeter.”
-
“Beauty is truth, truth beauty, —that is all
Ye know on earth, and all ye need to know.”
✦ John Keats's Famous Poems
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman's Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St
-
La Belle Dame Sans Merci

0
Updated: 1 day ago
The
Greek word “________” means “maker” and is the origin of the word poet.
Created: 3 months ago
A
Poetics
B
Poietes
C
Poets
D
Poetry
Coming...

0
Updated: 3 months ago
Sidney believes poetry can make people:
Created: 3 months ago
A
More emotional
B
Good and wise
C
Selfish
D
Superstitious
Sidney বিশ্বাস করতেন যে কবিতা মানুষকে ভালো ও বুদ্ধিমান করতে পারে। কবিতা তাদের মনকে স্পর্শ করে এবং ভালো কাজ করতে উৎসাহিত করে। এটি শিক্ষাদান করে এবং মানুষের চরিত্র গঠনে সাহায্য করে। তাই কবিতা মানুষকে শুধুমাত্র আনন্দ দেয় না, বরং তাদের ভালো ও বুদ্ধিমান বানায়।

0
Updated: 3 months ago
Choose the correct sentence.
Created: 2 weeks ago
A
You, I, and she were responsible for the mistake.
B
She, You, and I were responsible for the mistake.
C
I, you, and she were responsible for the mistake.
D
She, I, and you were responsible for the mistake.
English
Conditional Sentence (Corrections)
English Grammar
English Literature
No subjects available.
Correct Sentence:
-
I, you, and she were responsible for the mistake.
Explanation:
-
যখন কোনো দোষ বা দায়িত্ব স্বীকার করতে হয়, তখন pronouns সাধারণত '123' বা '132' নিয়মে বসে:
-
1 → I (first person)
-
2 → you (second person)
-
3 → he/she/they (third person)
-
-
Verb সর্বদা plural হয়।
-
উদাহরণ:
-
I, you, and he committed the crime.
-
She, I, and you were late for the meeting.
-
Notes:
-
অন্য pronoun ক্রমগুলো যেমন '231' বা '31' সাধারণ বাক্যে ব্যবহার হয়, কিন্তু দোষ স্বীকার বা দায়িত্ব গ্রহণে '123/132' নিয়ম মেনে বসানো হয়।

0
Updated: 2 weeks ago