বিশ্বব্যাংকের মতে, সুশাসনের উপাদান -
A
৫টি
B
৬টি
C
৪টি
D
৭টি
উত্তরের বিবরণ
সুশাসনের উপাদান:
-
বিভিন্ন সংস্থা ও তাত্ত্বিকদের মতে সুশাসনের মূল উপাদান ভিন্ন।
-
Asian Development Bank (ADB): ৪টি উপাদান
-
UNDP: ৯টি উপাদান
-
World Bank: ৬টি উপাদান
-
United Nations (UN): ৮টি উপাদান
-
African Development Bank (AFDB): ৫টি উপাদান
-
International Development Agency (IDA): ৪টি উপাদান
-
কৌটিল্য (প্রাচীন অর্থশাস্ত্রবিদ): ৪টি উপাদান
উৎস: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
0
Updated: 1 month ago
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন কত সালে প্রতিষ্ঠা করা হয়?
Created: 1 month ago
A
১৯৯৬ সালে
B
১৯৯৭ সালে
C
১৯৯৮ সালে
D
১৯৯৯ সালে
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) সংক্রান্ত তথ্য:
-
দারিদ্র্য বিমোচন বাংলাদেশে সর্বাধিক অগ্রাধিকারপ্রাপ্ত কার্যক্রম।
-
সফল বাস্তবায়নের লক্ষ্যে ১৯৯৯ সালের নভেম্বর মাসে জাতীয় সংসদে গৃহীত আইনের মাধ্যমে পিডিবিএফ প্রতিষ্ঠা করা হয়।
-
পিডিবিএফ হলো একটি সংবিধিবদ্ধ, স্ব-শাসিত, অমুনাফাকাঙ্ক্ষী, আত্মনির্ভরশীল, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান।
-
এর ভিত্তি ছিল আরডি-২ আরপিপি, আরডি-১২ প্রকল্প এবং পল্লী বিত্তহীন কর্মসূচী।
-
১৯৮৪ সাল থেকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) কানাডিয়ান সিডার আর্থিক ও কারিগরী সহায়তায় এ প্রকল্পগুলো বাস্তবায়ন করছিল।
-
সরকারী সেক্টরে এগুলোই প্রথম বিত্তহীন কল্যাণ প্রোগ্রাম, যা পরবর্তীতে পিডিবিএফ নামে স্বশাসিত স্থায়ী প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়।
-
পিডিবিএফ ক্ষুদ্র ঋণ এবং ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ (SELP) পরিচালনা করে, যা গ্রামীণ বঞ্চিত মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি নিশ্চিত করে।
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড কোন জেলায় অবস্থিত?
Created: 1 month ago
A
গাইবান্ধা
B
পাবনা
C
নীলফামারী
D
কুড়িগ্রাম
উত্তরা ইপিজেড
-
দেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড।
-
অবস্থান: নীলফামারী জেলার সদর উপজেলার সংগলশী ইউনিয়ন।
-
প্রতিষ্ঠা: জুলাই, ১৯৯৯।
-
উদ্বোধন: জুলাই, ২০০১।
-
মোট আয়তন: ২১৩.৬৬ একর।
উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন
0
Updated: 1 month ago
স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কখন?
Created: 1 month ago
A
১৯৭৩ সালে
B
১৯৭৪ সালে
C
১৯৭৫ সালে
D
১৯৭৬ সালে
বাংলাদেশে স্বাধীনতার পর প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। এর মাধ্যমে দেশের মোট জনসংখ্যা নিরূপণ করা হয় এবং পরবর্তীতে নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর আদমশুমারি অনুষ্ঠিত হতে থাকে।
-
স্বাধীন বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
-
সে সময় বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭.৬৪ কোটি।
-
প্রতি ১০ বছর অন্তর আদমশুমারি অনুষ্ঠিত হয়।
-
এখন পর্যন্ত দেশে মোট ৬টি আদমশুমারি সম্পন্ন হয়েছে—১৯৭৪, ১৯৮১, ১৯৯১, ২০০১, ২০১১ এবং সর্বশেষ ২০২২ সালে।
-
২০২২ সালের ১৫–২১ জুন ৬ষ্ঠ আদমশুমারি অনুষ্ঠিত হয়।
-
এই শুমারিটি ‘জনশুমারি ও গৃহগণনা’ নামে পরিচালিত হয়।
-
আদমশুমারি পরিচালনার দায়িত্বে থাকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)।
উৎস:
0
Updated: 1 month ago