বিশ্বব্যাংকের মতে, সুশাসনের উপাদান -
A
৫টি
B
৬টি
C
৪টি
D
৭টি
উত্তরের বিবরণ
সুশাসনের উপাদান:
-
বিভিন্ন সংস্থা ও তাত্ত্বিকদের মতে সুশাসনের মূল উপাদান ভিন্ন।
-
Asian Development Bank (ADB): ৪টি উপাদান
-
UNDP: ৯টি উপাদান
-
World Bank: ৬টি উপাদান
-
United Nations (UN): ৮টি উপাদান
-
African Development Bank (AFDB): ৫টি উপাদান
-
International Development Agency (IDA): ৪টি উপাদান
-
কৌটিল্য (প্রাচীন অর্থশাস্ত্রবিদ): ৪টি উপাদান
উৎস: পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়; সংশ্লিষ্ট সংস্থার ওয়েবসাইট।
0
Updated: 1 month ago
জিংক সমৃদ্ধ ধানের জাত কোনটি?
Created: 3 weeks ago
A
ব্রি ধান ৪৩
B
ব্রি ধান ৫৫
C
ব্রি ধান ৬২
D
ব্রি ধান ৭৯
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ধানের জাত
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন বৈশিষ্ট্যযুক্ত ধানের জাত উদ্ভাবন করেছে যা পুষ্টি, খরা ও জলমগ্নতা সহিষ্ণুতা এবং স্বাস্থ্যসম্মত গুণাবলীর জন্য প্রযোজ্য।
-
জিংক সমৃদ্ধ ধানের জাত: ব্রি ধান ৬২, ব্রি ধান ৬৪, ব্রি ধান ৭২, ব্রি ধান ৭৪, ব্রি ধান ৮৪
-
খরা সহিষ্ণু ধানের জাত: ব্রি ধান ৪৩, ব্রি ধান ৫৫, ব্রি ধান ৫৬, ব্রি ধান ৫৭, ব্রি ধান ৬৬, ব্রি ধান ৭১, ব্রি ধান ৮৩
-
এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ধানের জাত: বিআর ৫
-
লো জিআই (নিম্ন গ্লাইসেমিক ইনডেক্স) ধানের জাত: বিআর ১৬, ব্রি ধান ৪৬, ব্রি ধান ৬৯
-
জলমগ্নতা সহিষ্ণু ধানের জাত: ব্রি ধান ৫১, ব্রি ধান ৫২, ব্রি ধান ৭৯
0
Updated: 3 weeks ago
A World of Three Zeros. বইয়ের লেখক কে?
Created: 1 month ago
A
ড. মুহাম্মদ ইউনুস
B
জামাল নজরুল ইসলাম
C
অমর্ত্য সেন
D
ফজলুর রহমান খান
ড. মুহাম্মদ ইউনুস
-
জন্ম: ১৯৪০, বাথুয়া, হাটহাজারী, চট্টগ্রাম, বাংলাদেশ
-
পেশা: ব্যাংকার, অর্থনীতিবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক
-
প্রধান অবদান:
-
ক্ষুদ্রঋণ (Microcredit) এবং 'সামাজিক ব্যবসা' ধারণার প্রবর্তক
-
গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা
-
-
পুরস্কার ও সম্মাননা:
-
২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার (মুহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক)
-
বিশ্ব খাদ্য পুরস্কার
-
দক্ষিণ এশিয়ার নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত দ্বিতীয় ব্যক্তি
-
-
আত্মজীবনীমূলক গ্রন্থ:
-
দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে (Banker to the Poor)
-
-
অন্যান্য রচিত বই:
-
A World of Three Zeros
-
Creating a World of Unlimited Potential
-
Without Poverty
-
Super Happiness
-
0
Updated: 1 month ago
লর্ড ব্রাইসের মতে, নিচের কোনটি মানুষের আইন মেনে চলার কারণ নয়?
Created: 1 month ago
A
নির্লিপ্ততা
B
শ্রদ্ধা
C
সহানুভূতি
D
অভ্যাস
-
লর্ড ব্রাইস মানুষের আইন মান্য করার পেছনে পাঁচটি কারণ উল্লেখ করেছেন: নির্লিপ্ততা, শ্রদ্ধা, সহানুভূতি, শাস্তির ভয় এবং যৌক্তিকতার উপলব্ধি। এর মধ্যে ‘অভ্যাস’ অন্তর্ভুক্ত নয়।
আইন মান্য করার কারণ:
-
আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আইন মান্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
-
প্রতিটি আইনে কিছু নির্দেশনা থাকে এবং তা অমান্য করলে শাস্তির বিধান থাকে।
-
আইন মান্য করার বিভিন্ন কারণের মধ্যে একটি হলো আইনের উপযোগিতা।
লর্ড ব্রাইস আইন মান্য করার কারণগুলোকে পাঁচ ভাগে বিভক্ত করেছেন:
১. যৌক্তিকতার উপলব্ধি
২. অপরের প্রতি শ্রদ্ধা
৩. নির্লিপ্ততা
৪. সহানুভূতি
৫. শাস্তির ভয়
উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, এইচ এস সি, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
0
Updated: 1 month ago