“On Liberty”-গ্রন্থের লেখক কে?
A
জন স্টুয়ার্ট মিল
B
প্লেটো
C
বার্ট্রান্ড রাসেল
D
ম্যাকাইভার
উত্তরের বিবরণ
John Stuart Mill
-
ইংরেজ দার্শনিক, অর্থনীতিবিদ এবং উপযোগবাদের (Utilitarianism) প্রবক্তা।
তার রচিত কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ:
-
A System of Logic
-
Autobiography
-
Considerations on Representative Government
-
Essays on Some Unsettled Questions of Political Economy
-
Examination of Sir William Hamilton’s Philosophy
-
On Liberty
উৎস: ব্রিটানিকা।
0
Updated: 1 month ago
প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা কাজের জন্য কার কাছে দায়বদ্ধ থাকেন?
Created: 1 month ago
A
রাষ্ট্রপতির কাছে
B
আদালতের কাছে
C
জাতীয় সংসদের কাছে
D
স্পিকারের কাছে
বাংলাদেশের সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভা কাজের জন্য জাতীয় সংসদের কাছে দায়বদ্ধ থাকেন। সংবিধানের ৫৫ নং অনুচ্ছেদ মন্ত্রিসভার গঠন ও কর্তব্যসমূহের বিধান দেয়।
-
৫৫ (১): বাংলাদেশের মন্ত্রিসভা প্রধানমন্ত্রীর নেতৃত্বে গঠিত হবে। প্রধানমন্ত্রী সময়ের প্রয়োজন অনুযায়ী অন্যান্য মন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভা গঠন করবেন।
-
৫৫ (২): প্রধানমন্ত্রী বা তাঁর কর্তৃত্বে সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রয়োগ করা হবে।
-
৫৫ (৩): মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট দায়ী থাকবেন।
-
৫৫ (৪): সরকারের সকল নির্বাহী ব্যবস্থা রাষ্ট্রপতির নামে প্রকাশ করা হবে।
-
৫৫ (৫): রাষ্ট্রপতির নামে প্রণীত আদেশসমূহ ও চুক্তিপত্রের সত্যায়ন ও প্রমাণীকরণ বিধিসমূহ অনুযায়ী হবে এবং এগুলোর বৈধতা আদালতে প্রশ্নবিদ্ধ করা যাবে না।
-
৫৫ (৬): রাষ্ট্রপতি সরকারী কার্যাবলী বন্টন ও পরিচালনার জন্য বিধিসমূহ প্রণয়ন করবেন।
উৎস:
0
Updated: 1 month ago
পাকিস্তানি সেনাদের পরিকল্পিত অভিযানের অংশ ‘অপারেশন সার্চলাইট’-এ ঢাকা শহরে গণহত্যা পরিচালনার মূল দায়িত্ব কার ওপর অর্পিত হয়েছিল?
Created: 1 month ago
A
খাদিম হোসাইন রাজা
B
লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান
C
আমির আবদুল্লাহ খান নিয়াজী
D
মেজর জেনারেল রাও ফরমান আলী
অপারেশন সার্চলাইট (২৫ মার্চ ১৯৭১)
পরিকল্পনা ও তত্ত্বাবধান:
-
পাকিস্তানি সামরিক বাহিনী এই অপারেশন চালানোর পরিকল্পনা করেন জেনারেল খাদিম হোসাইন রাজা।
-
ঢাকায় গণহত্যা ও সুনির্দিষ্ট অপারেশনের দায়িত্ব দেওয়া হয় মেজর জেনারেল রাও ফরমান আলী-কে।
-
সার্বিক তত্ত্বাবধান ছিলেন গভর্নর লে. জেনারেল টিক্কা খান।
ঢাকায় কার্যক্রম:
-
ঢাকা শহরের পিলখানা ইপিআর হেডকোয়ার্টার্স ও রাজারবাগ পুলিশ লাইন্স পাকিস্তানি সেনাদের দখলে নেওয়া।
-
ঢাকা বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় আক্রমণ।
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা।
-
টেলিফোন এক্সচেঞ্জ, রেডিও-টেলিভিশন, স্টেট ব্যাংকসহ গুরুত্বপূর্ণ স্থাপনা নিয়ন্ত্রণ।
-
আওয়ামী লীগ নেতাদের গ্রেফতার।
-
শহরের যাতায়াত ব্যবস্থা ও প্রশাসন নিয়ন্ত্রণে রাখা।
ঢাকার বাইরে কার্যক্রম:
-
রাজশাহী, যশোর, খুলনা, রংপুর, সৈয়দপুর, কুমিল্লা-তে সেনা, ইপিআর, আনসার ও পুলিশের বাঙালি সদস্যদের নিরস্ত্র করা।
-
চট্টগ্রাম বন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা দখল রাখা।
-
ঢাকার বাইরে প্রধান দায়িত্ব পান মেজর জেনারেল খাদিম হোসেন রাজা।
উপসংহার:
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি সেনারা পরিকল্পিতভাবে চালানো এক সুনির্দিষ্ট ও সামরিক গণহত্যা অভিযান, যার মাধ্যমে ঢাকাসহ সারাদেশে রাজনৈতিক নেতৃবৃন্দ, সেনা ও পুলিশের বাঙালি সদস্যদের উপর দমন চালানো হয়েছিল।
0
Updated: 1 month ago
সংবিধানের কোন ভাগে 'নির্বাচন' নিয়ে আলোচনা করা হয়েছে?
Created: 1 month ago
A
সপ্তম ভাগে
B
চতুর্থ ভাগে
C
পঞ্চম ভাগে
D
ষষ্ঠ ভাগে
বাংলাদেশের সংবিধান ১১টি ভাগে বিভক্ত।
-
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
-
দ্বিতীয় ভাগ: রাষ্ট্র পরিচালনার মূলনীতি
-
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
-
চতুর্থ ভাগ: নির্বাহী বিভাগ
-
পঞ্চম ভাগ: আইনসভা
-
ষষ্ঠ ভাগ: বিচারবিভাগ
-
সপ্তম ভাগ: নির্বাচন
-
অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
-
নবম-ক ভাগ: জরুরি বিধানাবলী
-
নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
-
দশম ভাগ: সংবিধান সংশোধন
-
একাদশ ভাগ: বিবিধ
উৎস:
0
Updated: 1 month ago