A
to take
B
taking
C
take
D
to taking
উত্তরের বিবরণ
✦ Topic: Verbs Followed by To-Infinitive
Rule
-
কিছু কিছু verb যেমন advise, remind, allow, permit, recommend ইত্যাদির পর object থাকলে to-infinitive ব্যবহার হয়, gerund নয়।
-
তবে যদি object না থাকে, তাহলে verb + ing ব্যবহার হয়।
Examples with Object + To-Infinitive
-
Rahim reminded me to take medicine.
-
She advised me to give up smoking.
-
The manager allowed us to leave work early.
-
He forbade his students to use their phones during class.
-
The park permits visitors to bring their food.
-
She encouraged her friend to pursue her dreams.
Examples without Object (Verb + ing)
-
They allow fishing here.
-
I would advise taking out some insurance.

0
Updated: 1 day ago
They finally agreed to join the project.
Here, the underlined phrase is a/an-
Created: 2 weeks ago
A
Noun Phrase
B
Adjective Phrase
C
Adverbial Phrase
D
Prepositional Phrase
Noun Phrase (Infinitive Phrase Example)
• Complete Sentence:
-
English: They finally agreed to join the project.
-
Bangla: তারা শেষ পর্যন্ত প্রকল্পে যোগ দিতে সম্মত হলো।
-
Part of Speech: 'to join the project' → Noun Phrase
• Explanation:
-
"To join the project" একটি infinitive phrase (to + verb + object)।
-
Sentence-এ এটি verb (agreed) এর object হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ noun-এর কাজ করছে।
-
প্রশ্নের উত্তর দিচ্ছে: "Agreed to what?" → to join the project
-
-
Infinitive marker যদি sentence-এর subject বা object হিসেবে ব্যবহৃত হয়, তখন এটি Noun Phrase।
• Noun Phrase Meaning:
-
যে শব্দ সমষ্টি noun-এর কাজ সম্পন্ন করতে পারে তাকে Noun Phrase বলে।
-
মূলত একটি noun বা pronoun এর কাজ করে।
-
কেবলমাত্র adjective দ্বারা modify হতে পারে।
• Noun Phrase-এর ভূমিকা (Position & Function):
-
Subject হিসেবে
-
Object of a verb হিসেবে
-
Object of a preposition হিসেবে
-
Subject complement হিসেবে
-
Object complement হিসেবে
Source:
A Passage to the English Language by S. M. Zakir Hussain

0
Updated: 2 weeks ago
'The French' refers to-
Created: 2 weeks ago
A
the French people
B
the French language
C
the French manners
D
the French society
The French refers to - The French People.
French
English Meaning: The people of France
Bangla Meaning: France এ বসবাসরত মানুষ বা ফরাসি জাতি।
• French
English Meaning: The language that people speak in France, parts of Belgium and Canada, and other countries
Bangla Meaning: ফরাসি ভাষা।
• Article এর নিয়মানুযায়ী -
- ভাষার নামের পুর্বে কোনো article ব্যবহৃত হয় না এবং
- যেকোনো জাতির নামের পুর্বে article হিসাবে the বসাতে হয়।
- যেহেতু প্রশ্নে, The French রয়েছে, তাই বোঝা যাচ্ছে এর দ্বারা ফরাসি জাতকেই নির্দেশ করছে।
Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.

0
Updated: 2 weeks ago
Which dress do you want to wear? Here, 'Which' is a/an -
Created: 2 weeks ago
A
Preposition
B
Interrogative adverb
C
Coordinate adjective
D
Interrogative adjective
Answer Explanation: Interrogative Adjective
-
Correct Answer: Interrogative adjective
বিষয় ব্যাখ্যা:
-
যদি Which বা What কোনো noun-এর আগে বসে এবং সেটি noun কে modify করে, তবে এটি Interrogative adjective।
-
আর যদি এটি সরাসরি verb-এর আগে বসে এবং কোনো noun-এর সঙ্গে যুক্ত না থাকে, তবে এটি Interrogative pronoun।
Example Analysis:
-
বাক্যে "Which dress" ব্যবহৃত হয়েছে, যেখানে Which শব্দটি dress (noun) কে modify করছে।
-
অর্থাৎ, এটি নির্দিষ্ট করছে কোন পোশাকটি পরিধান করা হবে।
-
সুতরাং এটি Interrogative adjective।
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
ক) Preposition: "Which" কখনো preposition হিসেবে ব্যবহার হয় না।
-
খ) Interrogative adverb: যখন কোনো শব্দ প্রশ্নবোধক বাক্যে verb, adjective বা অন্য adverb-কে modify করে এবং স্থান, সময়, কারণ, পরিমাণ ইত্যাদি বোঝায়। প্রদত্ত বাক্যে "Which" noun-কে modify করছে, verb/adverb নয়, তাই adverb হবে না।
-
গ) Coordinate adjective: একাধিক adjective যখন একই noun কে modify করে এবং কমা (,) বা "and" দিয়ে যুক্ত থাকে। প্রদত্ত বাক্যে শুধু একটি adjective ("Which") আছে, তাই coordinate adjective হবে না।

0
Updated: 2 weeks ago