মূল্যবোধ বলতে কোনটিকে বুঝায়?
A
সমাজজীবনে মানুষের সুখী হওয়ার প্রয়োজনীয় উপাদান
B
মানুষের প্রাতিষ্ঠানিক কার্যাবলীর দিক নির্দেশনা
C
মানুষের আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড
D
মানুষের সঙ্গে মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ধারণ
উত্তরের বিবরণ
মূল্যবোধ (Values):
- 
মূল্যবোধ হলো মানব আচরণ পরিচালনাকারী নীতি ও মানদণ্ড। 
- 
এটি সেই চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প যা মানুষের সামগ্রিক আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে। 
- 
সমাজজীবনে ব্যক্তিগত ও সমষ্টিগত আচরণকে যে সকল নীতিমালা নিয়ন্ত্রিত করে, তাদের সমষ্টিকেই সামাজিক মূল্যবোধ বলা হয়। 
মূল্যবোধের সংজ্ঞা:
- 
স্টুয়ার্ট সি. ডড (Stuart C. Dodd): 
 “সামাজিক মূল্যবোধ হলো সেই সব রীতিনীতির সমষ্টি, যা ব্যক্তি সমাজের নিকট হতে আশা করে এবং যা সমাজ ব্যক্তির নিকট হতে লাভ করে।”
- 
এম. আর. উইলিয়াম (M.R. William): 
 “মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদণ্ড। এর আদর্শে মানুষের আচার-ব্যবহার ও রীতি-নীতি নিয়ন্ত্রিত হয় এবং এই মানদণ্ডে সমাজে মানুষের কাজের ভালো-মন্দ বিচার করা হয়।”
উৎস: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী, মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষ বিভাগ-
Created: 4 weeks ago
A
ঢাকা
B
চট্টগ্রাম
C
ময়মনসিংহ
D
রংপুর
মিঠা পানিতে মৎস্য উৎপাদনে বাংলাদেশের শীর্ষবিভাগ ও জেলা নির্ধারিত, যা দেশীয় মৎস্য খাতের প্রধান কেন্দ্র হিসেবে বিবেচিত।
- 
মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষবিভাগ: চট্টগ্রাম 
- 
মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষ জেলা: ময়মনসিংহ 
- 
মিঠা পানিতে মৎস্য উৎপাদনে দ্বিতীয় শীর্ষবিভাগ: খুলনা 
- 
মিঠা পানিতে মৎস্য উৎপাদনে দ্বিতীয় শীর্ষ জেলা: কুমিল্লা 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 4 weeks ago
আলীগড় আন্দোলনের মূল প্রবক্তা কে ছিলেন?
Created: 1 month ago
A
শাহ ওয়ালিউল্লাহ
B
মাওলানা শিবলী
C
স্যার সৈয়দ আহমদ খান
D
খাজা সলিমুল্লাহ
আলীগড় আন্দোলন মূলত মুসলমান সমাজের শিক্ষাগত ও সামাজিক উন্নয়নের জন্য শুরু হয়েছিল। এটি ১৯শ শতকের দ্বিতীয় অর্ধভাগে মুসলিম সমাজকে নতুন দিশা দেখানোর প্রয়াস হিসেবে পরিচিত।
প্রধান তথ্যগুলো হলো:
- 
আলীগড় আন্দোলনের প্রবক্তা ছিলেন স্যার সৈয়দ আহমদ খান। 
- 
১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের পর ভারতীয় মুসলমানরা রাজনৈতিক ও সামাজিক সংকটে পড়ে। 
- 
এই প্রেক্ষাপটে সৈয়দ আহমদ খান মুসলমানদের উন্নয়নের জন্য পাশ্চাত্য শিক্ষার প্রসার এবং ইংরেজদের সাথে সহযোগিতা গ্রহণের পথ বেছে নেন। 
- 
তিনি মুসলমানদের ইংরেজি শিক্ষা গ্রহণে উৎসাহিত করেন এবং ধর্মীয় গোঁড়ামি দূর করার চেষ্টা করেন। 
- 
আলীগড় মুসলিম কলেজ (বর্তমানে আলীগড় বিশ্ববিদ্যালয়) প্রতিষ্ঠার মাধ্যমে আলীগড় আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয়। 
- 
তার লেখালেখি, বক্তৃতা এবং শিক্ষামূলক প্রচেষ্টা মুসলমান সমাজে নতুন যুগের সূচনা করে। 
- 
আন্দোলনটি মুসলমান সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেয় এবং তাদের আত্মবিশ্বাস পুনরুদ্ধারে সাহায্য করে। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
মুক্তিযুদ্ধে জেড ফোর্সের প্রধান ছিলেন কে?
Created: 1 month ago
A
কর্ণেল খালেদ মোশাররফ
B
মেজর জিয়াউর রহমান
C
কে এম শফিউল্লাহ
D
এম এ জি ওসমানী
বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনার সময় সেক্টর ভিত্তিক যুদ্ধের পাশাপাশি নিয়মিত বাহিনী গঠনের উদ্যোগ নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ৩টি ব্রিগেড ফোর্স গঠিত হয়, যা মুক্তিযুদ্ধকে আরও সংগঠিত ও শক্তিশালী করে তোলে।
- 
মুক্তিযুদ্ধের সময় গঠিত ৩টি ব্রিগেড ফোর্স হলো: জেড ফোর্স, এস ফোর্স ও কে ফোর্স। 
- 
জেড ফোর্স: - 
নেতৃত্বে ছিলেন মেজর জেনারেল জিয়াউর রহমান। 
- 
মুক্তিযুদ্ধ চলাকালে নিয়মিত বাহিনীর প্রথম ব্রিগেড হিসেবে জুলাই মাসে এটি গঠিত হয়। 
- 
ব্রিগেডটি গঠিত হয় ১ম, ৩য় ও ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নিয়ে। 
 
- 
- 
এস ফোর্স: - 
নেতৃত্বে ছিলেন কে. এম. সফিউল্লাহ। 
- 
নিয়মিত বাহিনীর দ্বিতীয় ব্রিগেড হিসেবে এটি অক্টোবরে গঠিত হয়। 
- 
এতে অন্তর্ভুক্ত ছিল ২য় ও ১১তম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিকরা। 
 
- 
- 
কে ফোর্স: - 
নেতৃত্ব দেন কর্ণেল খালেদ মোশাররফ। 
- 
এটি অক্টোবর মাসে গঠিত হয়। 
- 
ব্রিগেডটি গঠিত হয় ৪র্থ, ৯ম ও ১০ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্যদের নিয়ে। 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 4 weeks ago