George Bernard Shaw was a/an
A
American author
B
Irish author
C
French author
D
Scottish author
উত্তরের বিবরণ
• George Bernard Shaw:
- Irish comic dramatist, literary critic, and socialist propagandist.
- George Bernard Shaw is considered to be the greatest modern English dramatist.
- The Nobel Prize in Literature 1925 was awarded to George Bernard Shaw.
• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion,
- Mrs. Warren's Profession,
- Arms and the Man,
- Heartbreak House,
- Caesar and Cleopatra,
- Man and Superman,
- The Doctor's Dilemma,
- St. Joan of Arc etc.
0
Updated: 1 month ago
Which of the following is not a synonym of “Slack”?
Created: 1 month ago
A
Dull
B
Bright
C
Sloppy
D
Sluggish
Slack (adjective) অর্থ হলো অমনোযোগী, শিথিল বা ধীরগতির, কাজ বা কার্যকলাপে সক্রিয় না থাকা।
-
ইংরেজি অর্থ:
-
Not stretched tight.
-
(of business) Not having many customers or sales; not busy.
-
(disapproving) Not putting enough care, attention, or energy into something and so not doing it well enough.
-
-
বাংলা অর্থ:
১) কর্তব্যকর্মে অমনোযোগী; নির্জীব
২) নিথর; নিষ্ক্রিয়; মন্দা
৩) শিথিল; ঢিলা
৪) ধীরগতি; মন্থর; জোয়ারভাটার মাঝামাঝি সময় -
Synonyms: Sloppy (ঢিলেঢালা), Sluggish (ধীরগতির), Dull (নির্জীব), Flimsy (নগন্য), Slow (ধীর)
-
Antonyms: Active (সক্রিয়), Intelligent (বুদ্ধিমান), Lively (প্রাণবন্ত), Smart (চৌকষ), Bright (উজ্জল, প্রখর, বুদ্ধিমান)
-
অন্যান্য রূপ:
-
(Verb intransitive)
১) slack (off) → কাজে ঢিলা দেওয়া
২) slack up → গতি কমানো
৩) slack off/away → দড়ি ইত্যাদি ঢিলে/শিথিল/আলগা করা -
Slacker (noun) → অলস ব্যক্তি; ফাঁকিবাজ
-
Slackly (adverb)
-
Slackness (noun)
-
-
উদাহরণ বাক্য:
-
He's been very slack in his work lately.
-
He is being slack in maintaining discipline.
-
সঠিক বিপরীত অর্থ: Bright
0
Updated: 1 month ago
Endymion is written by -
Created: 1 month ago
A
P.B. Shelley
B
John Keats
C
T.S. Eliot
D
Thomas Hardy
Endymion
-
John Keats রচিত দীর্ঘ narrative poem।
-
গ্রীক পুরাণে Endymion ছিলেন এক অনিন্দ্য সুন্দর রাখাল, যার প্রেমিকা ছিল Cynthia।
-
কবিতায় সৌন্দর্য ও তার চিরস্থায়ী সত্যের অনুসন্ধান তুলে ধরা হয়েছে।
-
মূল বক্তব্য: সৌন্দর্য আমাদের অন্তরকে আলোকিত করে রাখে।
-
প্রথম লাইন: “A thing of beauty is a joy forever.”
John Keats
-
ইংরেজি রোমান্টিক যুগের কবি, পরিচিত ‘Poet of Beauty’ নামে।
-
তার কাব্যে জীবন্ত চিত্রকল্প, গভীর সংবেদনশীলতা এবং শাশ্বত সৌন্দর্যের দর্শন প্রকাশিত হয়েছে।
প্রসিদ্ধ কবিতা
-
Ode to Psyche
-
Ode on Melancholy
-
To Autumn
-
Bright Star
-
On First Looking into Chapman’s Homer
-
Lamia
-
Hyperion
-
The Eve of St. Agnes
-
La Belle Dame Sans Merci
-
Endymion
0
Updated: 1 month ago
What are the “two cities” in Dickens’ famous novel starting with the line, “It was the best of times, it was the worst of times”?
Created: 3 weeks ago
A
New York and Paris
B
Berlin and London
C
Paris and Rome
D
Paris and London
ডিকেন্সের বিখ্যাত উক্তি: “It was the best of times, it was the worst of times,” মূলত তার উপন্যাস A Tale of Two Cities থেকে নেওয়া। এখানে “two cities” বলতে বোঝানো হয়েছে প্যারিস ও লন্ডন (ঘ)। এই উপন্যাসটি ১৮০০ সালের ফরাসি বিপ্লবের পটভূমিতে লেখা। ডিকেন্স সমাজের উভয় দিক—উন্নতি ও অবনতি, আনন্দ ও দুঃখ, আশা ও হতাশা—উভয়কেই ফুটিয়ে তুলেছেন। প্যারিস ছিল বিপ্লবের উত্তাপ ও হিংসার কেন্দ্র, যেখানে সাধারণ মানুষ শোষিত ও প্রতিবাদরত ছিল। অন্যদিকে লন্ডন অপেক্ষাকৃত স্থিতিশীল ছিল, কিন্তু সেখানে ও সামাজিক অসাম্য এবং সমস্যাগুলো বিদ্যমান। দুই শহরের মাধ্যমে তিনি সময়ের উত্থান-পতন, মানুষের আশা-নিরাশা এবং সমাজের বৈপরীত্যকে প্রকাশ করেছেন।
বিস্তারিত আলোচনা:
-
A Tale of Two Cities:
-
উপন্যাসটি Charles Dickens লিখেছেন এবং ১৮৫৯ সালে প্রকাশিত হয়।
-
গল্পটি ১৮শ শতকের শেষের দিকে ফরাসি বিপ্লবের পটভূমিতে নির্মিত।
-
লন্ডন এবং প্যারিসের বিপ্লবী পরিস্থিতি উপন্যাসে সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে।
-
রাজনৈতিক ঘটনাগুলি মূল চালিকা শক্তি হলেও, কাহিনী মানুষের ব্যক্তিগত সম্পর্ক এবং আত্মত্যাগের উপরও গুরুত্ব দেয়।
-
-
Charles Dickens (1812-1870):
-
ইংরেজ উপন্যাসিক, ভিক্টোরিয়ান যুগের সর্বশ্রেষ্ঠ লেখক হিসেবে বিবেচিত।
-
তার কাজ সাধারণ মানুষ থেকে শুরু করে জ্ঞানী, দরিদ্র ও রাজার মতো সকল শ্রেণির মানুষের কাছে আকর্ষণীয় ছিল।
-
প্রযুক্তিগত উন্নতি ও সাহিত্যিক গুণাবলী তার খ্যাতি বিস্তার করতে সহায়ক হয়েছিল।
-
-
Notable Works:
-
Novels: Oliver Twist, A Christmas Carol, A Tale of Two Cities, David Copperfield, Great Expectations, Dombey and Son, Hard Times
-
Non-fiction: American Notes
-
0
Updated: 3 weeks ago