William Blake was a -
A
Renaissance poet
B
Romantic poet
C
Victorian poet
D
Modern poet
উত্তরের বিবরণ
William Blake was a - Romantic poet.
• William Blake:
- ১৭৫৭ সালে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন।
- তাকে ইংরেজি সাহিত্যের একজন অন্যতম সাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়।
- William Blake is considered to be one of the greatest visionaries of the early Romantic era.
- লেখক বা কবি পরিচয় ছাড়াও তার মূল পেশা ছিল - 'engraver and watercolor artist'
- অর্থাৎ, তিনি খোদাই করে ছবি তৈরী করতেন এবং জলরঙ দিয়ে ছবি আঁকতেন।
- ছবি ব্যাখ্যা করতে গিয়েই তিনি কবিতা লিখতেন।
• Best Works:
- Songs of Innocence,
- Songs of Experience,
- The Marriage of Heaven and Hell,
- Milton a poem,
- The Divine image,
- A Vision of the Last Judgment,
- Jerusalem,
- London,
- The Tyger,
- The Lamb,
- The Everlasting Gospel,
- The First Book of Urizen,
- Vala or The Four Zoas,
- Visions of the daughters of Albion, etc.
0
Updated: 1 month ago
"If Winter comes, can Spring be far behind?" - Who quoted this line?
Created: 1 month ago
A
P.B. Shelley
B
John Keats
C
T.S. Eliot
D
W. Wordsworth
“If Winter comes, can Spring be far behind?” লাইনটি P. B. Shelley-এর Ode to the West Wind কবিতা থেকে নেওয়া। এটি ১৮২০ সালে প্রকাশিত হয় এবং কবির passionate language ও symbolic imagery ব্যবহারের একটি অনন্য উদাহরণ হিসেবে গণ্য হয়।
-
কবি West Wind-এর কাছে সাহায্যের আহ্বান জানিয়েছেন।
-
কবিতাটি লেখা হয় Cascine wood near Florence, Italy-তে।
-
কারো মতে, কবিতাটি Shelley লিখেছিলেন তার পুত্র William-এর মৃত্যুশোকে।
-
কবি West Wind-এর প্রলয়ংকারী ক্ষমতাকে সমাদর করেছেন এবং আশাবাদ প্রকাশ করেছেন যেন বৈপ্লবিক ধারণাগুলো সারা বিশ্বে ছড়ায়।
-
কবিতার শেষ লাইন বিখ্যাত: “If Winter comes, can Spring be far behind?”
P. B. Shelley (Percy Bysshe Shelley):
-
তিনি একজন প্রখ্যাত ইংরেজি কবি এবং রোমান্টিক আন্দোলনের প্রধান ব্যক্তি।
-
Shelley বিপ্লবী ধারণা, কল্পনাপ্রসূত সঙ্গীতশৈলী এবং সামাজিক পরিবর্তনের জন্য পরিচিত ছিলেন।
-
তিনি ইংরেজি সাহিত্যে একজন Revolutionary poet হিসেবে বিবেচিত।
-
তাঁর লক্ষ্য ছিল ভবিষ্যতের জন্য একটি গৌরবময় স্বর্ণযুগ সৃষ্টি করা।
প্রসিদ্ধ উদ্ধৃতি:
-
“Our sweetest songs are those that tell of saddest thought” (Ode To A Skylark)
-
“If Winter comes, can Spring be far behind?” (Ode to the West Wind)
-
“The more we study, the more we discover our ignorance” (Queen Mab)
প্রসিদ্ধ কাব্যকর্মসমূহ:
-
Ode to the West Wind
-
Queen Mab
-
Alastor
-
Adonais
-
Ozymandias
-
To a Skylark
ড্রামা:
-
Prometheus Unbound
-
The Cenci
উৎস:
0
Updated: 1 month ago
Which phrase describes life's good and bad phases?
Created: 1 month ago
A
Up to the mark
B
Ups and downs
C
Value judgment
D
All of the above
Ups and downs হলো একটি ইংরেজি প্রবাদ, যা জীবনের উত্থান-পতন বা ভালো-মন্দ পর্যায় বোঝাতে ব্যবহৃত হয়। এটি বোঝায় যে জীবন কখনো একরূপ থাকে না, বরং এতে ভাল ও মন্দ সময় পরপর আসে।
-
Correct Answer: Ups and downs
-
Bangla Meaning: উত্থান-পতন, জীবনচক্রের ভালো-মন্দ পর্যায়
-
English Meaning: A succession of both good and bad experiences; rises and falls
-
Other Options:
-
Up to the mark – প্রয়োজনীয় মান পূরণ করা
-
Value judgment – ব্যক্তিগত মূল্যায়ন
-
All of the above – ভুল, কারণ কেবল "ups and downs" প্রাসঙ্গিক
-
-
Example Sentence:
-
Like most married couples we've had our ups and downs, but life's like that.
-
অধিকাংশ দম্পতির মত আমাদেরও উত্থান-পতন হয়েছে, কিন্তু এরই নাম জীবন।
-
0
Updated: 1 month ago
Let ______ solve the problem together.
Created: 2 months ago
A
you, him, and me
B
him, you, and me
C
me, you, and him
D
him, me, and you
Correct sentence:
Let you, him, and me solve the problem together.
বাংলা: চল সবাই মিলে সমস্যাটার সমাধান করি।
মূল নিয়ম:
-
Let এর পর সবসময় objective pronoun ব্যবহার করতে হবে।
-
Objective pronouns: me, him, her, us, you
-
Subjective pronouns ব্যবহার করা যায় না (I, he, she, we ❌)
-
-
বাক্যে একাধিক pronoun থাকলে বসানোর ক্রম:
-
সাধারণত 231 নিয়মে:
-
প্রথমে second person (you)
-
তারপর third person (him/her/them)
-
শেষে first person (me/I)
-
-
বিকল্প নিয়ম: 23, 21, 31
-
Examples:
-
Let you, him, and me join the team. ✅
-
Let him and me handle the task. ✅
-
Subjective form হবে: he and I, কিন্তু Let-এর পরে ব্যবহার করা যাবে না। ❌
এই নিয়ম মনে রাখলে Let-এর পর pronoun-ব্যবহার সবসময় সঠিক হবে।
0
Updated: 2 months ago