William Blake was a -
A
Renaissance poet
B
Romantic poet
C
Victorian poet
D
Modern poet
উত্তরের বিবরণ
William Blake was a - Romantic poet.
• William Blake: 
- ১৭৫৭ সালে তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন।
- তাকে ইংরেজি সাহিত্যের একজন অন্যতম সাহিত্যিক হিসেবে বিবেচনা করা হয়।
- William Blake is considered to be one of the greatest visionaries of the early Romantic era.  
- লেখক বা কবি পরিচয় ছাড়াও তার মূল পেশা ছিল - 'engraver and watercolor artist'
- অর্থাৎ, তিনি খোদাই করে ছবি তৈরী করতেন এবং জলরঙ দিয়ে ছবি আঁকতেন।
- ছবি ব্যাখ্যা করতে গিয়েই তিনি কবিতা লিখতেন।  
• Best Works:
- Songs of Innocence,
- Songs of Experience,
- The Marriage of Heaven and Hell,
- Milton a poem,
- The Divine image,
- A Vision of the Last Judgment,
- Jerusalem,
- London,
- The Tyger,
- The Lamb,
- The Everlasting Gospel,
- The First Book of Urizen,
- Vala or The Four Zoas,
- Visions of the daughters of Albion, etc.
                                                                             
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
The Vision of Judgement is a poem written by:
Created: 3 weeks ago
A
John Keats
B
Samuel Taylor Coleridge
C
Lord Byron
D
Percy Bysshe Shelley
“The Vision of Judgment” হলো Lord Byron রচিত একটি ব্যঙ্গাত্মক কবিতা, যেখানে কবি ধর্ম, নৈতিকতা এবং রাজনীতির জটিল সম্পর্ককে বিদ্রূপাত্মক ভঙ্গিতে উপস্থাপন করেছেন। এটি মূলত রাজা এবং তার মৃত্যুর পর বিচারপ্রক্রিয়া নিয়ে লেখা হলেও, এর মাধ্যমে Byron সমকালীন সমাজব্যবস্থা ও রাজনৈতিক ভণ্ডামিকে তীব্রভাবে সমালোচনা করেছেন। তাঁর স্বভাবজাত ব্যঙ্গরস ও কৌতুকপূর্ণ ভাষা কবিতাটিকে একইসঙ্গে হাস্যরসাত্মক ও চিন্তাপ্রবণ করে তুলেছে।
• The Vision of Judgment:
- 
এই কবিতাটি Lord Byron রচিত একটি satirical poem। 
- 
এটি ছিল Poet Laureate Robert Southey-এর লেখা “A Vision of Judgement” কবিতার প্রত্যুত্তরস্বরূপ রচনা। 
- 
Byron এখানে irony, hyperbole, এবং sarcasm-এর ব্যবহার করে তৎকালীন রাজতন্ত্র, ধর্মীয় মূল্যবোধ এবং সামাজিক দ্বিচারিতাকে ব্যঙ্গ করেছেন। 
- 
কবিতায় তিনি কেবল রাজার পরজীবনের বিচারকেই তুলে ধরেননি, বরং সেই সময়ের রাজনৈতিক ও নৈতিক অবক্ষয়কেও প্রকাশ করেছেন। 
- 
এটি Byron-এর সেই স্বতন্ত্র ব্যঙ্গাত্মক শৈলীর এক উৎকৃষ্ট নিদর্শন, যা পাঠককে একইসঙ্গে হাসায় ও ভাবায়। 
• Lord Byron (1788–1824):
- 
পূর্ণ নাম George Gordon Byron। 
- 
তিনি ছিলেন একজন British Romantic poet এবং Satirist। 
- 
Byron ছিলেন Romantic Movement-এর অন্যতম প্রধান কবি, যিনি তাঁর বিদ্রোহী মনোভাব, তীক্ষ্ণ ব্যঙ্গ, এবং আবেগময় শৈলীর জন্য প্রসিদ্ধ। 
• Byron-এর উল্লেখযোগ্য রচনাসমূহ:
Poetry:
- 
Childe Harold’s Pilgrimage 
- 
Don Juan 
- 
English Bards and Scotch Reviewers 
- 
Hours of Idleness 
- 
Heaven and Earth 
Poem:
- 
She Walks in Beauty 
- 
The Vision of Judgment 
সঠিক উত্তর: গ) Lord Byron
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 3 weeks ago
Which of the following is NOT a type of poetry Sidney discusses?
Created: 5 months ago
A
Religious poetry
B
Philosophical poetry
C
Right poetry
D
Political poetry
Coming...
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 5 months ago
They wanted to make lemonade, but ________.
Created: 2 months ago
A
they didn’t have much sugar
B
they hadn’t many sugar
C
there was not too many sugar
D
there was not a great amount of sugar
Complete Sentence:
They wanted to make lemonade, but they didn’t have much sugar.
Bangla Translation:
তারা লেমনেড বানাতে চেয়েছিল, কিন্তু তাদের কাছে বেশি চিনি ছিল না।
বিকল্পগুলোর ভুল কারণ:
- 
they hadn’t many sugar - 
‘hadn’t many’ শুধুমাত্র countable noun-এর জন্য ব্যবহার হয়। 
- 
Sugar হলো uncountable noun, তাই এটি ভুল। 
 
- 
- 
there was not too many sugar - 
“too many” countable noun-এর জন্য ব্যবহৃত হয়, sugar uncountable। 
- 
এছাড়া, “there was” singular, কিন্তু “many sugar” countable-এর সঙ্গে মেলেনি। 
 
- 
- 
there was not a great amount of sugar - 
“great amount” সাধারণত বড় পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়, ছোট পরিমাণের জন্য নয়। 
- 
এই ক্ষেত্রে এটি উপযুক্ত নয়। 
 
- 
সঠিক ব্যবহার: much + uncountable noun → much sugar
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 2 months ago