Choose the time frame of the Modern Period.
A
1901 - 1939
B
1901 - 1950
C
1801 - 1939
D
1901 - 1920
উত্তরের বিবরণ
✦ The Modern Period (1901–1939)
Time Frame
-
1901 থেকে 1939 পর্যন্ত সময়কাল।
-
শুরু: 1901, Queen Victoria এর মৃত্যু দিয়ে।
-
সমাপ্তি: 1939, দ্বিতীয় বিশ্বযুদ্ধ এর সূচনায়।
Characteristics
-
Modernism হলো কেবল সাহিত্যিক ঘটনা নয়; এটি অনেক ধরনের European art forms-কে অন্তর্ভুক্ত করে, বিশেষ করে ইংল্যান্ডে।
Sub-Periods
-
The Edwardian Period (1901–1910)
-
The Georgian Period (1910–1939)
✦ English Literature Periods and Their Sub-Ages
-
The Old English Period (450–1066)
-
The Middle English Period (1066–1500)
-
i) The Anglo-Norman Period
-
ii) The Age of Chaucer
-
-
The Renaissance Period (1500–1660)
-
i) Elizabethan Period (1558–1603)
-
ii) Jacobean Period (1603–1625)
-
iii) Caroline Period (1625–1649)
-
iv) Commonwealth Period (1649–1660)
-
-
The Neoclassical Period (1660–1785)
-
i) The Restoration Period (1660–1700)
-
ii) The Augustan Period (1700–1745)
-
iii) The Age of Sensibility (1745–1785/1798)
-
-
The Romantic Period (1798–1832)
-
The Victorian Period (1832–1901)
-
i) The Pre-Raphaelites (1848–1860)
-
ii) Aestheticism & Decadence (1880–1901)
-
-
The Modern Period (1901–1939)
-
Sub-Periods:
-
The Edwardian Period (1901–1910)
-
The Georgian Period (1910–1939)
-
-
Significance: One of the most important literary periods in English literature.
-
-
The Post-Modern Period (1939–present)
0
Updated: 1 month ago
Who composed the sonnet sequence titled "Amoretti"?
Created: 1 month ago
A
William Wordsworth
B
Edmund Spenser
C
Samuel Taylor Coleridge
D
William Shakespeare
“Amoretti” হলো Edmund Spenser-এর লেখা একটি sonnet sequence, যা প্রকাশিত হয় ১৫৯৫ সালে। এটি ৮৯টি sonnet নিয়ে গঠিত এবং সাধারণত English/Shakespearean sonnet (ABABCDCDEFEFGG) ছন্দ অনুসরণ করে, যেখানে প্রতিটি sonnet-এ ১৪টি লাইন থাকে। কবিতায় Spenser তার দ্বিতীয় স্ত্রী Elizabeth Boyle-এর সঙ্গে প্রেম ও বিবাহের গল্প তুলে ধরেছেন। “Amoretti” শব্দটি ইতালিয়ান ভাষার “little loves” অর্থাৎ ছোট প্রেম থেকে এসেছে।
Edmund Spenser (1552–1599)
-
Elizabethan Period-এর একজন প্রধান সাহিত্যিক।
-
উপাধি: The Poet of Poets, The Child of Renaissance and Reformation
-
বিখ্যাত মহাকাব্য: The Faerie Queene, যা রানী Elizabeth-এর প্রশংসা করে লেখা এবং একটি Allegory হিসেবে পরিচিত।
অন্য উল্লেখযোগ্য কাজ:
-
Mother Hubberd's Tale
-
Complaints
-
Epithalamion
-
The Shepheardes Calender
-
The Faerie Queene (Epic)
-
Amoretti (89 Sonnets)
0
Updated: 1 month ago
Which of the following plays was written by Ben Jonson?
Created: 1 month ago
A
Volpone
B
The Tempest
C
Hamlet
D
Tamburlaine the Great
Volpone হলো Ben Jonson–এর রচিত একটি বিখ্যাত comedy play, যার পূর্ণ নাম Volpone; Or, the Fox। এটি একটি 5-act drama এবং প্রকাশিত হয় 1607 সালে। নাটকটি একটি Beast Fable, যেখানে প্রাণীদের চরিত্রকে মানবীয় বৈশিষ্ট্য ও উদ্দেশ্য দিয়ে উপস্থাপন করা হয়েছে। কেন্দ্রীয় চরিত্র Volpone একটি fox বা খেঁকশিয়াল, যার মাধ্যমে নাটকটি লোভ, প্রতারণা ও আত্মবিশ্বাসের সমালোচনা করে।
Important Characters
-
Volpone
-
Mosca
-
Voltore
-
Pantalone
-
Celia
-
Bonario
সারসংক্ষেপ
-
গল্পের কেন্দ্রবিন্দু হলো ধনী প্রতারক ব্যবসায়ী Volpone, যিনি মারা যাচ্ছেন বলে ভান করেন।
-
তার উদ্দেশ্য হলো সম্পত্তি তিনটি লোভী প্রতিযোগী—Voltore (একজন আইনজীবী), Pantalone (একজন ধনী ব্যবসায়ী), এবং Mosca (Volpone-এর সহকারী)–এর কাছ থেকে নিজের স্বার্থ অনুযায়ী পাওয়া।
-
প্রতিযোগীরা Volpone-এর মৃত্যুর আগেই বিভিন্ন কৌশল অবলম্বন করে।
-
Volpone তাদেরকে ঠকিয়ে হাস্যরসাত্মকভাবে প্রতারণা করে।
-
শেষমেষ, Volpone এবং তার সহকারী Mosca তাদের প্রতারণার জন্য শাস্তি পায়।
Ben Jonson
-
তিনি একজন ইংরেজ Stuart dramatist, lyric poet এবং literary critic।
-
তাকে বলা হয় Father of Comedy of Humours।
Famous Works
-
The Silent Woman
-
Every Man in His Humour
-
Every Man out of His Humour
-
Sejanus
-
The Alchemist
-
The Masque of Blackness
-
The Poetaster
-
Volpone
Other Options
-
Hamlet – William Shakespeare
-
Tamburlaine the Great – Christopher Marlowe
-
The Tempest – William Shakespeare
0
Updated: 1 month ago
Who is the author of the book "Rewards and Fairies"?
Created: 1 month ago
A
Rudyard Kipling
B
H. G. Wells
C
Charles Dickens
D
William Blake
Rewards and Fairies হলো Rudyard Kipling-এর লেখা একটি জনপ্রিয় ছোটগল্প ও কবিতা সংকলন, যা প্রথম প্রকাশিত হয় ১৯০৯ সালে। এটি মূলত কিশোর-কিশোরীদের জন্য লেখা হলেও প্রাপ্তবয়স্ক পাঠকরাও এটি সমাদৃত। সংকলনে ইতিহাস, কল্পনা এবং নৈতিক শিক্ষার সংমিশ্রণ লক্ষ্য করা যায়।
-
Rewards and Fairies দুই অংশে বিভক্ত একটি সংকলন।
-
এটি Puck of Pook’s Hill-এর ধারাবাহিকতা বহন করে।
-
বইটিতে Dan ও Una নামের দুই চরিত্রের মাধ্যমে পাঠক অতীতের ঐতিহাসিক ঘটনাবলি ও ব্যক্তিত্বের সঙ্গে পরিচিত হন।
-
Puck নামের এক অলৌকিক চরিত্র গল্পগুলোর সঙ্গে সংযোগ স্থাপন করে এবং ইতিহাসের গল্প শোনায়।
-
কিপলিং বইটিতে ব্রিটিশ ইতিহাস, সংস্কৃতি এবং মূল্যবোধ ফুটিয়ে তুলেছেন।
-
সংকলনের সবচেয়ে বিখ্যাত কবিতা হলো “If—”, যা আত্মনিয়ন্ত্রণ ও নৈতিক শক্তির অনুপ্রেরণামূলক নির্দেশিকা হিসেবে পরিচিত।
Joseph Rudyard Kipling:
-
জন্ম ইন্দিয়াতে।
-
তিনি একজন novelist, poet, journalist এবং গল্পকার।
-
প্রথম ব্রিটিশ লেখক যিনি ১৯০৭ সালে নোবেল পুরস্কার পান।
তাঁর উল্লেখযোগ্য রচনা:
-
The Light That Failed
-
Kim
-
The Jungle Book
-
Just So Stories
-
Puck of Pook’s Hill
-
Rewards and Fairies
-
Plain Tales from the Hills
-
Departmental Ditties
-
The Man Who Was
-
The Mark of the Beast
-
Soldiers Three
0
Updated: 1 month ago