His rude behavior made her _____.
A
crying
B
to cry
C
cry
D
cried
উত্তরের বিবরণ
✦ Topic: Causative Verb – Make
Complete Sentence Example
-
His rude behavior made her cry.
Rule for Make
-
Make + person + base form of verb
-
Example: He made me laugh.
-
-
যদি subject নিজে কাজ না করে অন্যকে কাজ করায়, তখন causative verb হিসেবে ব্যবহৃত হয়।
Common Causative Verbs
-
Help, Get, Have, Let, Make
-
Many verbs can be turned into causative verbs by using Make, Have, Get + verb.
0
Updated: 1 month ago
Which pair of words is correct?
Created: 2 weeks ago
A
Assassment, Commity
B
Asesment, Committee
C
Assessment, Committee
D
Assesment, Comitty
The correct pair is – Assessment, Committee.
Assessment (Noun):
-
English meaning:
-
An opinion or judgement about somebody or something that has been considered carefully.
-
A charge or amount of money collected by the government from individuals or organizations for public purposes.
-
-
Bangla meaning: মূল্যনির্ধারণ; মূল্যাবধারণ; নির্ধারিত বা স্থিরীকৃত পরিমাণ।
-
Example sentence: The teacher’s assessment of the students was very fair.
Bangla meaning: শিক্ষকের শিক্ষার্থীদের মূল্যায়ন খুবই ন্যায্য ছিল।
Committee (Noun):
-
English meaning: A small group of people selected to represent a larger organization, who either make decisions or collect necessary information on its behalf.
-
Bangla meaning: বিশেষ কোনো কাজ সম্পাদনের উদ্দেশ্যে নির্বাচিত ব্যক্তিবর্গের দল; কমিটি; সমিতি।
-
Example sentence: The committee will meet tomorrow to discuss the new policy.
Bangla meaning: নতুন নীতি নিয়ে আলোচনা করার জন্য কমিটি আগামীকাল মিলিত হবে।
0
Updated: 2 weeks ago
Swimming regularly improves overall fitness. Here 'Swimming' is an example of -
Created: 1 month ago
A
Participle
B
Gerund
C
Finite verb
D
Modal verb
Swimming শব্দটি বাক্যে subject হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই এটি Gerund। Gerund হলো এমন একটি verb-এর -ing ফর্ম যা noun-এর মতো কাজ করে।
-
Complete sentence: Swimming regularly improves overall fitness.
-
Gerund-এর ব্যাখ্যা:
-
Verb এর সাথে -ing যুক্ত হয়ে যদি noun-এর কাজ করে, অর্থাৎ verb এবং noun-এর কাজ একসাথে করে, তাকে Gerund বলা হয়।
-
সংক্ষেপে: Gerund = Verb + ing = noun
-
Gerund কোনো action describe করে না, বরং noun-এর মতো আচরণ করে।
-
-
উদাহরণ:
-
Swimming is good for health.
-
She enjoys reading books.
-
We discussed going on a trip.
-
0
Updated: 4 weeks ago
A pun is best described as -
Created: 3 weeks ago
A
A hidden moral lesson in a story
B
The use of exaggerated statements
C
The repetition of initial consonant sounds
D
A wordplay that suggests two or more meanings
একটি Pun হলো ভাষার এমন বুদ্ধিদীপ্ত রূপ যেখানে একটি শব্দ বা বাক্যাংশের একাধিক অর্থের মাধ্যমে হাস্যরস বা কৌতুকের প্রভাব সৃষ্টি করা হয়। এটি সাধারণত শব্দের উচ্চারণ, অর্থ বা ধ্বনিগত সাদৃশ্যের মাধ্যমে রসিকতা প্রকাশ করে। এ কারণেই Pun-কে প্রায়ই “শব্দের খেলা (Wordplay)” বলা হয়। উদাহরণস্বরূপ, “Time flies like an arrow; fruit flies like a banana” — এখানে “flies” শব্দটি একবার ক্রিয়া (উড়ে যাওয়া) এবং অন্যবার নাম (ফলের মাছি) হিসেবে ব্যবহৃত হয়েছে, যা মজার অর্থগত দ্বন্দ্ব সৃষ্টি করেছে।
• Pun:
-
এটি একটি humorous use of a word or phrase যা একই সঙ্গে একাধিক অর্থ প্রকাশ করতে পারে বা অন্য কোনো শব্দের মতো শোনায়।
-
Pun সাধারণত homophones (একই উচ্চারণবিশিষ্ট কিন্তু ভিন্নার্থক শব্দ) বা sound-alike words (ধ্বনিগতভাবে কাছাকাছি শব্দ) নিয়ে খেলা করে।
-
এর মজার দিকটি আসে শব্দের দুটি অর্থের বিভ্রান্তি থেকে।
-
বাংলা অর্থে, Pun হলো শব্দ-কৌতুক, যেখানে একই শব্দের ভিন্ন অর্থ ব্যবহার করে হাস্যরস ও বুদ্ধিদীপ্ততা সৃষ্টি করা হয়।
-
উদাহরণ: “The tallest building in town is the library — it has thousands of stories!” এখানে “stories” শব্দটি বইয়ের গল্প এবং ভবনের তলা – দুই অর্থে ব্যবহৃত হয়েছে।
• সাহিত্যে Pun-এর ব্যবহার:
-
অনেক সাহিত্যিক তাঁদের রচনায় বা এমনকি শিরোনামেও Pun ব্যবহার করেছেন।
-
উদাহরণস্বরূপ, Ernest Hemingway-এর বিখ্যাত উপন্যাস Farewell to Arms-এ “Arms” শব্দটির দুটি অর্থ রয়েছে—
একদিকে এটি বোঝায় যুদ্ধ ও অস্ত্র, অন্যদিকে প্রেমিকার বাহু, যা দ্ব্যর্থবোধকতার মাধ্যমে শিরোনামটিকে গভীর ও কাব্যিক করেছে।
সঠিক উত্তর: ঘ) A wordplay that suggests two or more meanings
0
Updated: 3 weeks ago