Rahim reminded me ____ medicine.
A
to take
B
taking
C
take
D
to taking
উত্তরের বিবরণ
✦ Topic: Verbs Followed by To-Infinitive
Rule
-
কিছু কিছু verb যেমন advise, remind, allow, permit, recommend ইত্যাদির পর object থাকলে to-infinitive ব্যবহার হয়, gerund নয়।
-
তবে যদি object না থাকে, তাহলে verb + ing ব্যবহার হয়।
Examples with Object + To-Infinitive
-
Rahim reminded me to take medicine.
-
She advised me to give up smoking.
-
The manager allowed us to leave work early.
-
He forbade his students to use their phones during class.
-
The park permits visitors to bring their food.
-
She encouraged her friend to pursue her dreams.
Examples without Object (Verb + ing)
-
They allow fishing here.
-
I would advise taking out some insurance.
0
Updated: 1 month ago
Fill in the blank with the correct option: 'The family _____ their homeland during the 1960s.'
Created: 1 month ago
A
left
B
was left
C
had been left
D
had left
"The family left their homeland during the 1960s." এই বাক্যে left ব্যবহার করা হয়েছে কারণ এটি Simple Past Tense, যা অতীতের একটি নির্দিষ্ট ঘটনা বোঝাতে ব্যবহৃত হয়। এখানে 1960s একটি নির্দিষ্ট সময়কাল নির্দেশ করছে, তাই left (leave-এর অতীত রূপ) সঠিক।
-
Simple Past ব্যবহার করা হয়:
-
অতীতের নির্দিষ্ট সময়ে সংঘটিত ঘটনা বোঝাতে
-
যেমন: She visited Paris last year.
-
-
Other options:
-
was left: এটি passive voice। অর্থ: "ছাড়া হয়েছিল" বা "পরিত্যক্ত ছিল"। উদাহরণ: The house was left in ruins after the storm. এখানে মূল subject "the family", তাই passive voice ব্যবহার করা ভুল।
-
had been left: এটি Past Perfect Passive। অর্থ: "পরিবারটিকে ছেড়ে দেওয়া হয়েছিল" যা প্রসঙ্গের জন্য সঠিক নয়।
-
had left: এটি Past Perfect, সাধারণত তখন ব্যবহৃত হয় যখন কোনো ঘটনা অন্য অতীত ঘটনার আগে সংঘটিত হয়েছে। এখানে প্রয়োজন নেই।
-
অতএব, বাক্যের জন্য সঠিক উত্তর হলো left।
0
Updated: 1 month ago
"Clym Yeobright" is a renowned character introduced by-
Created: 1 month ago
A
Henry Fielding
B
Daniel Defoe
C
Thomas Hardy
D
George Orwell
Clym Yeobright হলো Thomas Hardy-এর উপন্যাস The Return of the Native-এর একটি গুরুত্বপূর্ণ চরিত্র।
-
Novel: The Return of the Native
-
লেখক: Thomas Hardy
-
প্রকাশিত: ১৮৭৮
-
পটভূমি: দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের Wessex অঞ্চলের কাল্পনিক Egdon Heath
-
বিষয়: নিয়তির নির্মমতা এবং মানুষের অসহায়ত্ব
-
-
Summary:
-
Clym Yeobright প্যারিসে সফল জুয়েলারি ব্যবসায়ী হিসেবে কর্মজীবন শেষ করে নিজের জন্মভূমি Egdon Heath-এ ফিরে আসেন।
-
তিনি স্থানীয় স্কুলে শিক্ষকতা করতে চান।
-
তার স্ত্রী Eustacia Vye শহুরে জীবনের আকাঙ্ক্ষা নিয়ে ইগডন হিথে বসবাস করছেন।
-
Eustacia স্থানীয় মদ্যপানকারী Damon Wildeve-এর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, যা জটিল পরিস্থিতির সৃষ্টি করে।
-
শেষপর্যন্ত Eustacia এবং Damon উভয়েই দুঃখজনক পরিণতির শিকার হন।
-
-
Main Characters:
-
Clym Yeobright
-
Eustacia Vye
-
Thomasin Yeobright
-
Damon Wildeve
-
Mrs. Yeobright
-
Diggory Venn
-
-
Thomas Hardy (1840–1928):
-
ইংরেজ ঔপন্যাসিক ও কবি, ভিক্টোরিয়ান যুগের প্রধান লেখক
-
বাস্তববাদ (Realism) এবং প্রকৃতিবাদ (Naturalism) সাহিত্যধারার অনুসারী
-
উপন্যাসে ইংল্যান্ডের গ্রামীণ জীবন, সামাজিক কুসংস্কার, প্রেম, ট্র্যাজেডি এবং নিয়তির বিরুদ্ধে মানুষের সংগ্রাম চিত্রিত
-
বিশেষ একটি অঞ্চলের উপর কেন্দ্রীভূত হওয়ায় তাকে regional novelist ও poet বলা হয়
-
Victorian period-এর শ্রেষ্ঠ উপন্যাসিকদের মধ্যে গণ্য
-
-
Famous Novels:
-
Tess of the d’Urbervilles
-
The Return of the Native
-
A Pair of Blue Eyes
-
The Poor Man and the Lady
-
Far from the Madding Crowd
-
The Woodlanders
-
The Mayor of Casterbridge
-
The Well-Beloved
-
Jude the Obscure
-
0
Updated: 1 month ago
Choose the best option.
They approached the old ruins with __________, unsure of what they might find.
Created: 3 weeks ago
A
enthusiasm
B
indifference
C
bravado
D
trepidation
Complete Sentence: They approached the old ruins with trepidation, unsure of what they might find।
-
Option Analysis:
-
ক) enthusiasm (উৎসাহ)
-
মানে: অনেক আগ্রহ ও উদ্দীপনা নিয়ে কিছু করার মনোভাব
-
উদাহরণ: "She showed great enthusiasm for the project."
-
এখানে তারা অনিশ্চয়তা ও সন্দেহ নিয়ে এগোচ্ছে, তাই উৎসাহ উপযুক্ত নয়।
-
-
খ) indifference (উদাসীনতা)
-
মানে: কোনও ব্যাপারে আগ্রহ বা উদ্বেগ না থাকা
-
উদাহরণ: "His indifference to danger was alarming."
-
তারা ভীত বা অনিশ্চিত, তাই উদাসীন হওয়ার মানসিকতা মানানসই নয়।
-
-
গ) bravado (বাহাদুরি প্রদর্শন)
-
মানে: ভয় ঢাকতে বা প্রভাব ফেলতে সাহসী ছলনা বা বড়াই
-
উদাহরণ: "He acted with bravado, hiding his fear."
-
এখানে তারা সতর্ক ও অনিশ্চিত, তাই bravado প্রযোজ্য নয়।
-
-
ঘ) trepidation (ভয়, উদ্বেগ)
-
মানে: ভীতি বা সন্দেহজনক উদ্বেগ নিয়ে এগিয়ে যাওয়া
-
উদাহরণ: "She entered the dark room with trepidation."
-
এটি পরিস্থিতির সঙ্গে পুরোপুরি মানানসই, কারণ তারা অনিশ্চিত ও ভীত ছিল।
-
-
-
সঠিক উত্তর: ঘ) trepidation
0
Updated: 3 weeks ago