Rahim reminded me ____ medicine.
A
to take
B
taking
C
take
D
to taking
উত্তরের বিবরণ
✦ Topic: Verbs Followed by To-Infinitive
Rule
-
কিছু কিছু verb যেমন advise, remind, allow, permit, recommend ইত্যাদির পর object থাকলে to-infinitive ব্যবহার হয়, gerund নয়।
-
তবে যদি object না থাকে, তাহলে verb + ing ব্যবহার হয়।
Examples with Object + To-Infinitive
-
Rahim reminded me to take medicine.
-
She advised me to give up smoking.
-
The manager allowed us to leave work early.
-
He forbade his students to use their phones during class.
-
The park permits visitors to bring their food.
-
She encouraged her friend to pursue her dreams.
Examples without Object (Verb + ing)
-
They allow fishing here.
-
I would advise taking out some insurance.
0
Updated: 1 month ago
Let ______ solve the problem together.
Created: 2 months ago
A
you, him, and me
B
him, you, and me
C
me, you, and him
D
him, me, and you
Correct sentence:
Let you, him, and me solve the problem together.
বাংলা: চল সবাই মিলে সমস্যাটার সমাধান করি।
মূল নিয়ম:
-
Let এর পর সবসময় objective pronoun ব্যবহার করতে হবে।
-
Objective pronouns: me, him, her, us, you
-
Subjective pronouns ব্যবহার করা যায় না (I, he, she, we ❌)
-
-
বাক্যে একাধিক pronoun থাকলে বসানোর ক্রম:
-
সাধারণত 231 নিয়মে:
-
প্রথমে second person (you)
-
তারপর third person (him/her/them)
-
শেষে first person (me/I)
-
-
বিকল্প নিয়ম: 23, 21, 31
-
Examples:
-
Let you, him, and me join the team. ✅
-
Let him and me handle the task. ✅
-
Subjective form হবে: he and I, কিন্তু Let-এর পরে ব্যবহার করা যাবে না। ❌
এই নিয়ম মনে রাখলে Let-এর পর pronoun-ব্যবহার সবসময় সঠিক হবে।
0
Updated: 2 months ago
A pun is best described as -
Created: 3 weeks ago
A
A hidden moral lesson in a story
B
The use of exaggerated statements
C
The repetition of initial consonant sounds
D
A wordplay that suggests two or more meanings
একটি Pun হলো ভাষার এমন বুদ্ধিদীপ্ত রূপ যেখানে একটি শব্দ বা বাক্যাংশের একাধিক অর্থের মাধ্যমে হাস্যরস বা কৌতুকের প্রভাব সৃষ্টি করা হয়। এটি সাধারণত শব্দের উচ্চারণ, অর্থ বা ধ্বনিগত সাদৃশ্যের মাধ্যমে রসিকতা প্রকাশ করে। এ কারণেই Pun-কে প্রায়ই “শব্দের খেলা (Wordplay)” বলা হয়। উদাহরণস্বরূপ, “Time flies like an arrow; fruit flies like a banana” — এখানে “flies” শব্দটি একবার ক্রিয়া (উড়ে যাওয়া) এবং অন্যবার নাম (ফলের মাছি) হিসেবে ব্যবহৃত হয়েছে, যা মজার অর্থগত দ্বন্দ্ব সৃষ্টি করেছে।
• Pun:
-
এটি একটি humorous use of a word or phrase যা একই সঙ্গে একাধিক অর্থ প্রকাশ করতে পারে বা অন্য কোনো শব্দের মতো শোনায়।
-
Pun সাধারণত homophones (একই উচ্চারণবিশিষ্ট কিন্তু ভিন্নার্থক শব্দ) বা sound-alike words (ধ্বনিগতভাবে কাছাকাছি শব্দ) নিয়ে খেলা করে।
-
এর মজার দিকটি আসে শব্দের দুটি অর্থের বিভ্রান্তি থেকে।
-
বাংলা অর্থে, Pun হলো শব্দ-কৌতুক, যেখানে একই শব্দের ভিন্ন অর্থ ব্যবহার করে হাস্যরস ও বুদ্ধিদীপ্ততা সৃষ্টি করা হয়।
-
উদাহরণ: “The tallest building in town is the library — it has thousands of stories!” এখানে “stories” শব্দটি বইয়ের গল্প এবং ভবনের তলা – দুই অর্থে ব্যবহৃত হয়েছে।
• সাহিত্যে Pun-এর ব্যবহার:
-
অনেক সাহিত্যিক তাঁদের রচনায় বা এমনকি শিরোনামেও Pun ব্যবহার করেছেন।
-
উদাহরণস্বরূপ, Ernest Hemingway-এর বিখ্যাত উপন্যাস Farewell to Arms-এ “Arms” শব্দটির দুটি অর্থ রয়েছে—
একদিকে এটি বোঝায় যুদ্ধ ও অস্ত্র, অন্যদিকে প্রেমিকার বাহু, যা দ্ব্যর্থবোধকতার মাধ্যমে শিরোনামটিকে গভীর ও কাব্যিক করেছে।
সঠিক উত্তর: ঘ) A wordplay that suggests two or more meanings
0
Updated: 3 weeks ago
Transform it into a compound sentence:
Because he was late, he missed the train.
Created: 1 month ago
A
He was late, so he missed the train.
B
He missed the train although he was late.
C
He was late and he missed the train.
D
He was not on time as he missed the train.
এই প্রশ্নে complex sentence-কে compound sentence-এ রূপান্তর করতে হবে। সঠিক উত্তর হলো— He was late, so he missed the train.
-
মূল বাক্য: Because he was late, he missed the train.
-
এখানে “because” একটি subordinating conjunction, যা এটিকে complex sentence বানিয়েছে।
-
Compound sentence গঠনের জন্য দুটি স্বাধীন clause ব্যবহার করতে হয় এবং সেগুলো coordinating conjunction দ্বারা যুক্ত হয়।
-
তাই subordinate clause বাদ দিয়ে কারণ-ফলাফল প্রকাশের জন্য so ব্যবহার করা হয়েছে।
-
রূপান্তরিত বাক্য: He was late, so he missed the train. → “সে দেরি করেছিল, তাই সে ট্রেন মিস করল।”
অন্যান্য বিকল্প বিশ্লেষণ:
-
খ) He missed the train although he was late → এটি complex sentence, কারণ “although” subordinating conjunction।
-
গ) He was late and he missed the train → এটি compound sentence হলেও মূল বাক্যের cause-effect সম্পর্ক (কারণ–ফলাফল) স্পষ্ট হয় না।
-
ঘ) He was not on time as he missed the train → অর্থ উল্টো হয়ে গেছে এবং এটি complex sentence।
0
Updated: 1 month ago