If she had left earlier, she _____ the train
A
would catch
B
would caught
C
would have caught
D
have caught
উত্তরের বিবরণ
✦ Topic: 3rd Conditional / Perfect Conditional
Rule
-
If clause: had + past participle (V3)
-
Main clause: would/could/might + have + past participle (V3) + extension
-
যদি sentence Had + Subject + V3 + ... দিয়ে শুরু হয়, এটি Perfect Conditional / 3rd Conditional।
Complete Sentence Example
-
If she had left earlier, she would have caught the train.
Explanation
-
এটি অতীতের একটি কাল্পনিক অবস্থা বা অনুত্তীর্ণ ঘটনার কথা প্রকাশ করে।
-
অর্থাৎ, সে যদি আগে বের হতো, তাহলে ট্রেন ধরতে পারত।
0
Updated: 1 month ago
What is the meaning of the idiom "Carry the day"?
Created: 2 months ago
A
To gain victory
B
Delay the result
C
Feeling despair
D
Stop working
Idiom: “Carry the Day”
-
Meaning:
-
English: To be victorious or successful
-
Bangla: জয়লাভ করা বা সফল হওয়া
-
-
Example Sentence:
-
Truth and justice will carry the day.
-
Bangla: সত্য ও ন্যায়বিচারই জয়লাভ করবে।
-
-
Usage Context:
-
The idiom means to gain victory in any situation
-
-
Sources:
-
Cambridge Dictionary
-
Merriam-Webster Dictionary
-
0
Updated: 2 months ago
‘Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare’. In this sentence the verb 'arrived' is-
Created: 1 month ago
A
Intransitive
B
Transitive
C
Causative
D
Defective
‘Huffing and puffing, we arrived at the classroom door with only seven seconds to spare’. In this sentence the verb 'arrived' is - intransitive.
• Arrive (Intransitive Verb)
- যে Verb-গুলোর সাথে কোন direct object থাকে না তাকে Intransitive Verb বলে। এরকম কিছু Verb হল arrive, die ইত্যাদি । কারণ এই Verb দুটোকে আমরা কী বা কাকে দিয়ে প্রশ্ন করতে পারি না। তাই, এদের সাথে কোন object বসে না।
• উপরে উল্লিখিত বাক্যে বলা হয়েছে যে আমরা ক্লাসরুমে পৌঁছেছিলাম। এটি আমরা কোথায় পৌঁছেছিলাম সেটা প্রকাশ করছে অর্থাৎ at the classroom আমাদেরকে where-এর উত্তর দিচ্ছে। - কিন্তু ‘কী’ বা ‘কাকে’ দিয়ে এই Verb-কে আমরা প্রশ্ন করতে পারি না।
- তাই, সঠিক উত্তর হল Intransitive Verb.
• Intransitive verb:
- An intransitive verb is a verb that does not require a direct object to complete its meaning.
- অর্থাৎ, কাজ সম্পাদনের জন্য যদি Subject ছাড়া অন্য কিছুর প্রয়োজন না হয়, তাহলে তাকে Intransitive verb বলে।
- সাধারণত Intransitive verb এর পর adverb অথবা preposition ব্যবহৃত হয়।
- বাক্যে ব্যবহৃত verb - এর কাছে কি (what? বা কাকে( whom) দ্বারা প্রশ্ন করলে যদি কোন উত্তর না পাওয়া যায়, তাই সাধারণত Intransitive Verb ৷
- উল্লেখ্য Intransitive Verb এর ক্ষেত্রে কখন( when) বা কোথায়( where) দ্বারা প্রশ্ন করতে হয়।
- Intransitive verb এর সাধারণ Structure হচ্ছে: subject + verb
- যেমন - The window opened automatically.
Source: Oxford learner's Dictionary.
0
Updated: 1 month ago
Find the gender of 'Emperor'.
Created: 1 month ago
A
Neuter
B
Masculine
C
Feminine
D
Common
Emperor হলো পুরুষবাচক।
-
Emperor (noun)
-
English meaning: The sovereign or supreme male monarch of an empire.
-
Bangla meaning: সম্রাট
-
-
Feminine gender: Empress (রানী)
অন্যদিকে, Sovereign হলো common gender:
-
English meaning: a king or queen
-
Bangla meaning: সার্বভৌম ক্ষমতার অধিকারী শাসক, যেমন রাজা, রানি বা সম্রাট
উৎস:
0
Updated: 1 month ago