If she had left earlier, she _____ the train
A
would catch
B
would caught
C
would have caught
D
have caught
উত্তরের বিবরণ
✦ Topic: 3rd Conditional / Perfect Conditional
Rule
-
If clause: had + past participle (V3)
-
Main clause: would/could/might + have + past participle (V3) + extension
-
যদি sentence Had + Subject + V3 + ... দিয়ে শুরু হয়, এটি Perfect Conditional / 3rd Conditional।
Complete Sentence Example
-
If she had left earlier, she would have caught the train.
Explanation
-
এটি অতীতের একটি কাল্পনিক অবস্থা বা অনুত্তীর্ণ ঘটনার কথা প্রকাশ করে।
-
অর্থাৎ, সে যদি আগে বের হতো, তাহলে ট্রেন ধরতে পারত।
0
Updated: 1 month ago
Which pair of words is correct?
Created: 2 weeks ago
A
Assassment, Commity
B
Asesment, Committee
C
Assessment, Committee
D
Assesment, Comitty
The correct pair is – Assessment, Committee.
Assessment (Noun):
-
English meaning:
-
An opinion or judgement about somebody or something that has been considered carefully.
-
A charge or amount of money collected by the government from individuals or organizations for public purposes.
-
-
Bangla meaning: মূল্যনির্ধারণ; মূল্যাবধারণ; নির্ধারিত বা স্থিরীকৃত পরিমাণ।
-
Example sentence: The teacher’s assessment of the students was very fair.
Bangla meaning: শিক্ষকের শিক্ষার্থীদের মূল্যায়ন খুবই ন্যায্য ছিল।
Committee (Noun):
-
English meaning: A small group of people selected to represent a larger organization, who either make decisions or collect necessary information on its behalf.
-
Bangla meaning: বিশেষ কোনো কাজ সম্পাদনের উদ্দেশ্যে নির্বাচিত ব্যক্তিবর্গের দল; কমিটি; সমিতি।
-
Example sentence: The committee will meet tomorrow to discuss the new policy.
Bangla meaning: নতুন নীতি নিয়ে আলোচনা করার জন্য কমিটি আগামীকাল মিলিত হবে।
0
Updated: 2 weeks ago
The word 'decadent' means-
Created: 1 month ago
A
rotten
B
morally declined
C
dissident
D
defiant
Decadent হলো একটি adjective, যা বোঝায় নৈতিকভাবে অবনত বা পতিত হওয়া এবং শুধুমাত্র আনন্দ-উপভোগের দিকে মনোযোগী থাকা।
উদাহরণ:
-
There was something very decadent about filling ourselves with so much rich food.
অন্য অপশন বিশ্লেষণ:
-
Rotten: পচা।
-
Morally declined: নৈতিকভাবে অবনতি হওয়া বা নৈতিকভাবে পতিত হওয়া।
-
Dissident: ভিন্নমতাবলম্বী বা মতবিরোধী।
-
Defiant: স্পর্ধিত, অবজ্ঞাপূর্ণ বা অবাধ্য।
অতএব, decadent শব্দের সঠিক অর্থ হলো morally declined।
0
Updated: 1 month ago
Fill in the blank with the correct one: Planting trees ______ air pollution.
Created: 3 weeks ago
A
contributes to reduce
B
contributes to reducing
C
contribute for reducing
D
contribute to reduce
বাক্যটি হলো: Planting trees contributes to reducing air pollution.
এর অর্থ: বৃক্ষরোপণ বায়ু দূষণ কমাতে অবদান রাখে।
এই বাক্যে কিছু গুরুত্বপূর্ণ ব্যাকরণগত দিক লক্ষ্য করা যায়।
-
“Contribute to” এর পরে সর্বদা একটি gerund (verb + ing) ব্যবহৃত হয়।
-
“Planting trees” এখানে একটি gerund phrase, যা subject হিসেবে কাজ করছে। যেহেতু এটি singular subject, তাই ক্রিয়াপদটি singular (contributes) হয়েছে।
-
Contribute এর পরে to বসে, for নয়।
-
সাধারণত to এর পরে verb-এর base form ব্যবহৃত হয়, কিন্তু কিছু নির্দিষ্ট prepositional phrase এর ক্ষেত্রে verb + ing ব্যবহৃত হয়।
এমন কিছু বিশেষ শব্দগুচ্ছ হলো:
-
With a view to
-
With an eye to
-
Accustomed to
-
Adhere to
-
Adverse to
-
Addicted to
-
Contribute to
-
Committed to
-
Confess to
-
Devoted to
-
Look forward to
-
Conducive to
-
Be used to
-
Get used to
0
Updated: 3 weeks ago