Choose the plural of 'Radius'.
A
Radiuss
B
Radii
C
Radi
D
Radiusess
উত্তরের বিবরণ
✦ Word: Radius (singular noun)
Meaning
-
English: a straight line joining the center of a circle to its edge, or the center of a sphere to its surface.
-
Bangla: ব্যাসার্ধ।
Plural Forms
-
Radii (classical/Latin plural)
-
Radiuses (modern/regular plural)
Example
-
The radius of the circle is 5 cm.
-
The radii of different circles are not equal.
0
Updated: 1 month ago
What is the meaning of the word "Tenuous"?
Created: 1 month ago
A
Strongly connected
B
Slight or weak
C
Financially unstable
D
Loud and forceful
সঠিক উত্তর হলো – খ) Slight or weak.
Tenuous (adjective):
-
English Meaning: A tenuous connection, idea, or situation is weak and possibly does not exist
-
Bangla Meaning: ক্ষীণ; সরু
Synonyms:
-
Paltry (তুচ্ছ; অবজ্ঞা করা যায় এমন)
-
Slender (সরু)
-
Frail (দুর্বল; নাজুক; পলকা; ক্ষণস্থায়ী; রোগা)
Antonyms:
-
Valid (সঠিক, আনুষ্ঠানিকতাসহ কার্যকর; বৈধ)
-
Solid (দৃঢ়, কঠিন; তরল বা বায়বীয় নয়)
-
Substantial (মজবুত বা দৃঢ়ভাবে নির্মিত; সুদৃঢ়; সংহত)
Example Sentences:
-
Their relationship was based on a tenuous understanding.
-
The evidence for his claim is very tenuous.
0
Updated: 1 month ago
Choose the adjective form of 'Miser'.
Created: 2 months ago
A
Miserably
B
Miser
C
Miserly
D
Misery
Adjective Form of ‘Miser’
• Answer:
-
গ) Miserly
• Miser (Noun)
-
English Meaning: A person who hoards wealth and spends as little money as possible
-
Bangla Meaning: কৃপণ; অর্থপিশাচ; বখিল; কঞ্জুস
• Adjective Form:
-
Miserly — ব্যয়কুণ্ঠ; কৃপণ
• Other Forms:
-
Miserable (Adjective)
-
Miserableness (Noun)
-
Miserably (Adverb)
• Related Word – Misery (Noun):
-
দুঃখযাতনা; দুর্গতি; দুর্দশা; যন্ত্রণা; মর্মপীড়া; মর্মযন্ত্রণা; দুরবস্থা
-
কথ্য অর্থে: সর্বদা দুর্দশাগ্রস্ত ও ঘ্যানঘ্যানে ব্যক্তি
Source:
-
Accessible Dictionary, Bangla Academy
-
Oxford Dictionary
0
Updated: 2 months ago
Which pig becomes the leader of Animal Farm after the rebellion?
Created: 3 weeks ago
A
Old Major
B
Squealer
C
Napoleon
D
Snowball
Animal Farm উপন্যাসে বিপ্লবের পর খামারের পশুদের নেতৃত্ব গ্রহণ করে Napoleon, যিনি একজন বুদ্ধিমান, ক্ষমতালোভী এবং চতুর শূকর। শুরুতে পশুরা সমানাধিকার ও স্বাধীনতার স্বপ্ন দেখলেও, Napoleon ধীরে ধীরে নিজের ক্ষমতা কেন্দ্রীভূত করতে থাকে। সে প্রতিদ্বন্দ্বী Snowball-কে বিতাড়িত করে এবং Squealer-এর মাধ্যমে প্রোপাগান্ডা ছড়িয়ে পশুদের বিভ্রান্ত রাখে। ভয়, ভ্রান্ত তথ্য এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে Napoleon এমন এক শাসন ব্যবস্থা তৈরি করে, যা মানুষের শাসনের থেকেও নিষ্ঠুর হয়ে ওঠে। Old Major, যিনি বিপ্লবের প্রেরণা দিয়েছিলেন, বিপ্লবের আগেই মারা যান, তাই নেতৃত্বে আসতে পারেননি।
• Animal Farm:
-
এটি একটি satirical allegorical novella, যা George Orwell ১৯৪৫ সালে প্রকাশ করেন।
-
গল্পে একটি খামারের পশুরা মানুষের শাসন উৎখাত করে স্বাধীনতা লাভের চেষ্টা করে।
-
কিন্তু পরবর্তীতে শূকরদের নেতৃত্বে নতুন এক স্বৈরাচারী সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, যেখানে স্লোগান হয়:
“All animals are equal, but some animals are more equal than others.” -
উপন্যাসটি মূলত Bolshevik বিপ্লব এবং Stalin শাসিত সোভিয়েত রাশিয়ার (USSR) রাজনৈতিক বাস্তবতার প্রতীকী রূপ।
• Napoleon:
-
তিনি উপন্যাসের প্রধান চরিত্র এবং Joseph Stalin-এর প্রতীক।
-
তাঁর শাসনাধীন খামারে স্বাধীনতা ও সমতার আদর্শ ধ্বংস হয়ে যায়।
-
ভয়, প্রচারণা ও মিথ্যার মাধ্যমে তিনি নিজের অবস্থান সুদৃঢ় রাখেন।
• Snowball:
-
বিপ্লবের আদর্শিক নেতা এবং Leon Trotsky-এর প্রতীক।
-
Napoleon তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেয় এবং শত্রু হিসেবে উপস্থাপন করে।
• Squealer:
-
তিনি প্রোপাগান্ডার প্রতীক, যিনি Napoleon-এর মুখপাত্র হিসেবে সত্য বিকৃত করে পশুদের মগজধোলাই করে রাখে।
• Old Major:
-
বিপ্লবের অনুপ্রেরণাদাতা, Karl Marx-এর প্রতীক।
-
তিনি বিপ্লবের স্বপ্ন দেখিয়েছিলেন, কিন্তু তা বাস্তবায়নের আগেই মারা যান।
• George Orwell (1903–1950):
-
প্রকৃত নাম Eric Arthur Blair; জন্ম ভারতের মোটিহারি, বেঙ্গল-এ।
-
তিনি একজন English novelist, essayist, এবং critic, যিনি সমাজতান্ত্রিক ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী ছিলেন।
-
তাঁর লেখায় দেখা যায় antitotalitarian দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক প্রতীকবাদের শক্তিশালী ব্যবহার।
• Orwell-এর অন্যান্য গুরুত্বপূর্ণ রচনা:
-
Animal Farm (1945) – Stalin-যুগের USSR-এর রূপক রাজনৈতিক ব্যঙ্গ।
-
Nineteen Eighty-Four (1949) – এক dystopian উপন্যাস, যা টোটালিটেরিয়ান শাসনের বিপদ তুলে ধরে।
-
Down and Out in Paris and London
-
The Road to Wigan Pier
-
Homage to Catalonia
সঠিক উত্তর: গ) Napoleon
0
Updated: 3 weeks ago