Choose the correct sentence.
A
You had better take an umbrella with you.
B
You had better to take an umbrella with you.
C
You had better took an umbrella with you.
D
You had better taken an umbrella with you.
উত্তরের বিবরণ
✦ Topic: Had Better
Meaning
-
Had better = তবুও ভালো / বরং ভালো।
-
এটি past tense form হলেও আসলে present বা future অর্থ প্রকাশ করে।
-
মূলত advice বা suggestion বোঝাতে ব্যবহৃত হয়।
Grammar Rule
-
Had better + base form of verb
-
এখানে infinitive (to) বসে না।
Structure
-
Subject + had better / would better / had rather + base form of verb
Examples
-
I had better meet him now.
-
You had better stay today.
-
Correct: You had better take an umbrella with you.
0
Updated: 1 month ago
She started learning Spanish last month. Here, 'learning' is used as -
Created: 1 month ago
A
Participle
B
Gerund
C
Linking verb
D
Main verb
She started learning Spanish last month.
Here, 'learning' is used as a Gerund.
-
Gerund (verb + ing) একটি verb যা object হিসেবে ব্যবহৃত হতে পারে।
-
এই বাক্যে started verb-এর object হিসেবে learning ব্যবহার হয়েছে, তাই এটি Gerund।
Gerund:
-
Verb+ing যদি একই সাথে Verb এবং Noun এর কাজ করে, তাকে Gerund বলা হয়।
-
Noun হিসেবে ব্যবহৃত হলে সাধারণত বাংলা অর্থে আ-কার যুক্ত হয়।
-
A Gerund is a double part of speech – Noun এবং Verb একত্রিত।
-
Gerunds ক্রিয়া প্রকাশ করে না, বরং noun-এর মতো কাজ করে।
Functions of the Gerund:
-
As subject:
-
Rising early is a good habit.
-
-
As object:
-
I like playing Badminton.
-
-
As an object of a preposition:
-
The old woman is tired of walking.
-
-
As a complement of a verb:
-
Working is earning.
-
0
Updated: 1 month ago
"The meeting was held ___ Monday."
Fill in the blank with the correct preposition.
Created: 2 months ago
A
at
B
in
C
by
D
on
Correct Answer: on
-
ব্যবহার: Day/Date-এর ক্ষেত্রে on ব্যবহার করা হয়।
-
অর্থাৎ, দিন বা তারিখের পূর্বে on বসে।
উদাহরণ:
-
The meeting was held on Monday.
-
I was born on 16th December.
-
We will meet on Friday.
অন্যান্য অপশন বিশ্লেষণ:
-
ক) At: নির্দিষ্ট সময় বা স্থান বোঝাতে ব্যবহৃত হয়
-
উদাহরণ: at 5 PM, at the station
-
-
খ) In: মাস, বছর বা ঋতু বোঝাতে ব্যবহৃত হয়
-
উদাহরণ: in July, in 2023
-
-
গ) By: নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়
-
উদাহরণ: by Monday
-
0
Updated: 2 months ago
My phone's in my back pocket. Here 'back' is -
Created: 1 month ago
A
Noun
B
Adjective
C
Adverb
D
Preposition
ব্যাখ্যা
Back (adjective):
-
অর্থ: behind বা কোনো কিছুর পিছনে অবস্থিত।
-
এটি noun-এর আগে বসে noun-কে modify করে।
Example (Oxford Dictionary অনুযায়ী):
-
My phone's in my back pocket. (পিছনের পকেট)
-
We were sitting in the back row. (পিছনের সারি)
-
We drove along miles of twisty back roads (= away from the main roads). (মুখ্য রাস্তা ছাড়া অন্য পিছনের/অপ্রধান রাস্তা)
0
Updated: 1 month ago