Though it was raining, they continued playing. [Compound]
A
It was raining, so they continued playing.
B
It was raining, but they continued playing.
C
It was raining, yet than they continued playing.
D
It was raining, they continued playing.
উত্তরের বিবরণ
Topic: Complex → Compound (Though / Although এর ক্ষেত্রে)
Rule
-
Though / Although যুক্ত complex sentence কে compound sentence-এ রূপান্তর করতে হলে but / yet coordinate conjunction ব্যবহার করতে হয়।
-
শর্ত হলো: দুইটি বাক্যের অর্থ যেন পরস্পর বিপরীত হয়।
Examples
-
Complex: Though he is poor, he is honest.
Compound: He is poor, but he is honest. -
Complex: Though it was raining, they continued playing.
Compound: It was raining, yet they continued playing.
0
Updated: 1 month ago
"A rolling stone gathers no moss" The complex form of the sentence is-
Created: 2 months ago
A
Since a stone is rolling, it gathers no moss.
B
Though a stone rolls, it gathers no moss.
C
A stone what rolls gathers no moss.
D
A stone that rolls gathers no moss.
যদি একটি participle যুক্ত simple sentence কে complex sentence এ রূপান্তর করতে হয়, তাহলে participle অংশকে subordinate clause এ রূপান্তর করতে হয়, আর বাকির অংশ main clause হিসেবে অপরিবর্তিত থাকে।
উদাহরণ হিসেবে বিবেচনা করি:
-
প্রদত্ত বাক্য: A rolling stone gathers no moss.
-
এখানে “rolling” হচ্ছে present participle।
-
participle অংশকে subordinate clause এ রূপান্তর করলে এটি হবে: A stone that rolls।
-
মূল বাক্য বা main clause হলো gathers no moss।
অতএব, সঠিক রূপান্তর হবে:
-
Complex sentence: A stone that rolls gathers no moss.
উৎস: সাধারণ ইংরেজি ব্যাকরণ, participle-to-subordinate clause রূপান্তরের নিয়ম।
0
Updated: 2 months ago
Choose the synonym of "Feeble":
Created: 1 month ago
A
Weak
B
Ignore
C
Forget
D
Confuse
• Feeble:
English meaning: weak and without energy, strength, or power.
Bangla meaning: দুর্বল; নিস্তেজ; ক্ষীণ।
Options:
ক) Weak – দুর্বল; ভঙ্গুর; গুরুভার বহনে বা চাপ, আক্রমণ ইত্যাদি প্রতিরোধে অক্ষম।
খ) Ignore – উপেক্ষা করা; ভ্রুক্ষেপ/গ্রাহ্য না-করা।
গ) Forget – ভুলে যাওয়া; মনে না-থাকা; বিস্মৃত হওয়া।
ঘ) Confuse – গুলিয়ে ফেলা; বিশৃঙ্খল করা; বিভ্রান্ত বা কিংকর্তব্যবিমূঢ় হওয়া বা করা।
Synonym: Weak
Source: Accessible Dictionary.
0
Updated: 1 month ago
In the structure of a formal letter, which section comes immediately after the salutation?
Created: 1 month ago
A
Body
B
Heading
C
Signature
D
Subscription
একটি Formal Letter/Official Letter/Application-এ সাধারণত ৬টি অংশ থাকে। আনুষ্ঠানিক চিঠিতে Salutation (যেমন Dear Sir, Respected Madam)-এর পরে লেখা হয় চিঠির মূল অংশ বা Body, যেখানে মূল বক্তব্য, তথ্য বা বার্তা উপস্থাপন করা হয়।
তথ্যগুলো হলো:
-
Heading: চিঠির তারিখ, প্রাপকের পদবী (Designation) এবং ঠিকানা।
-
Salutation (সম্বোধন): প্রাপককে সম্ভাষণ জানানোর অংশ, যেমন Dear Sir/Madam।
-
Body (মূল বক্তব্য): চিঠির মূল বিষয়বস্তু এখানে লেখা হয়।
-
The Subscription (বিনীত সমাপ্তি): বিদায় বা সমাপ্তি বাক্যাংশ, যেমন Yours faithfully/ I remain, Sir।
-
Signature of the Writer (স্বাক্ষর): লেখকের নাম ও স্বাক্ষর।
-
Superscription (খামের উপর বিবরণ): খামে প্রাপকের বিস্তারিত পদবী ও ঠিকানা লেখা হয়।
অর্থাৎ, Salutation-এর পরে Body লেখা হয়, যা চিঠির মূল বার্তা প্রকাশ করে।
0
Updated: 1 month ago