A
২,৪৫,০০০ কোটি টাকা
B
২,৪৬,০০০ কোটি টাকা
C
২,৪৫,৬০৯ কোটি টাকা
D
২,৫০,০০০ কোটি টাকা
উত্তরের বিবরণ
• বাজেট ২০২৫-২৬:
-
বাজেট ঘোষণা করেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
-
বাজেট বক্তৃতার শিরোনাম হচ্ছে- ‘বৈষম্যহীন ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ার প্রত্যয়’।
-
বাজেটের পরিমাণ - ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।
-
বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি - ২ লাখ ৩০ হাজার কোটি টাকা।
-
রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা - ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা।
-
বাজেটে ঘাটতি - বাজেটের ৩.৬২ ভাগ।
-
বাজেটের পরিচালন ব্যয় - ৫ লাখ ৬০ হাজার কোটি টাকা।
-
উন্নয়ন ব্যয় - ২,৪৫,৬০৯ কোটি টাকা।
-
জিডিপি বৃদ্ধির লক্ষ্যমাত্রা - ৫.৫ শতাংশ।
-
মূল্যস্ফীতির লক্ষ্য - ৬.৫ শতাংশ।
-
উন্নয়ন বাজেটে অর্থ বরাদ্দের পরিমাণ - ২,৪৫,৬০৯ কোটি টাকা।
-
পরিচালন বাজেটে বরাদ্দের পরিমাণ - ৫,৪৪,৩৯১ কোটি টাকা।
-
সামাজিক অবকাঠামো বরাদ্দের পরিমাণ - ২,০৭,৬২৯ কোটি টাকা।
উৎস: বাজেট ২০২৫-২৬

0
Updated: 1 day ago
(প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।) মার্কিন ডলারে ২০০১-০২ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি আয় প্রায়-
Created: 1 month ago
A
৮ বিলিয়ন
B
৬ বিলিয়ন
C
৫ বিলিয়ন
D
৭ বিলিয়ন
প্রশ্নটি তৎকালীন 'সাম্প্রতিক প্রশ্ন'। তখনকার সময়ের সঠিক উত্তর এখন আর গুরুত্বপূর্ণ নয়।
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা- ২০২৪ অনুযায়ী,
— পণ্যভিত্তিক রপ্তানি আয় — ৩৮,৪৫২ মিলিয়ন মার্কিন ডলার [জুলাই – ফেব্রুয়ারি, ২০২৪ পর্যন্ত], গত বছরের তুলনায় ৩.৭১% বেশি।
— [FoB রপ্তানি আয় – ৪০,৮৭৫ মিলিয়ন মার্কিন ডলার],
— সবচেয়ে বেশি রপ্তানি – গার্মেন্টস পণ্য (তৈরি পোশাক ও নীট ওয়্যার) ৩২,৮৫৬ মিলিয়ন মার্কিন ডলার (শতকরা হার – ৮৫.৪৫%)।
তথ্যসূত্র:- রপ্তানি উন্নয়ন ব্যুরো, দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড।

0
Updated: 1 month ago
বাংলাদেশে এ পর্যন্ত কতটি দ্বি-বার্ষিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে?
Created: 1 day ago
A
২টি
B
৩টি
C
৪টি
D
কোনটি নয়
দ্বি-বার্ষিক পরিকল্পনা (১৯৭৮-৮০):
-
১৯৭৮-৮০ দুই বছরের জন্য প্রণীত, বাংলাদেশের একমাত্র দ্বি-বার্ষিক পরিকল্পনা।
-
উদ্দেশ্য: প্রথম পরিকল্পনার অসমাপ্ত প্রকল্প সমাপ্ত করা এবং দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রস্তুতি নেওয়া।
-
এছাড়া, বৈদেশিক সাহায্যের সম্ভাবনা যাচাইয়ের জন্য অন্তর্বর্তীকালীন এই পরিকল্পনা প্রয়োজন ছিল।

0
Updated: 1 day ago