A retired soldier told us stories of the war. Here, the underlined word is
A
Gerund
B
Adverb
C
Preposition
D
Participle
উত্তরের বিবরণ
✦ Topic: Participle
Definition
- 
A participle is a verb form that ends in -ing (present participle) or -ed, -d, -t, -en, -n (past participle). 
- 
Participles function as adjectives, describing or modifying nouns. 
- 
A participle does the work of both a verb and an adjective. 
Example Analysis
- 
A retired soldier told us stories of the war. - 
এখানে retired শব্দটি soldier noun-কে modify করছে, তাই এটি adjective-এর কাজ করছে। 
- 
একই সাথে এটি verb-এর sense বহন করছে (অর্থাৎ "যিনি অবসর নিয়েছেন")। 
 
- 
Types of Participle
- 
Present Participle → verb + ing - 
Example: Do not disturb a sleeping dog. 
 
- 
- 
Past Participle → verb + ed/d/t/en/n - 
Example: This is a book written by Charles Dickens. 
- 
Note: সাধারণত verb + ed হয়ে past participle হয় (work → worked)। 
- 
তবে অনেক verb-এ irregular past participle হয় (write → written, eat → eaten)। 
 
- 
- 
Perfect Participle → Having + past participle - 
Example: Having eaten rice, he went to bed. 
 
- 
 
                            
                        
                        
                        
                        
                        0
Updated: 1 month ago
Which of the following is correct?
Created: 1 month ago
A
I still have a few money in my pocket.
B
I still have a little money in my pocket.
C
I still have quite little money in my pocket.
D
I still have many money in my pocket.
Correct sentence: I still have a little money in my pocket.
Little, A little, Few, A few এর ব্যবহার:
- 
এগুলো Quantifier determiners। 
- 
Little এবং A little ব্যবহৃত হয় Uncountable nouns এর সাথে। 
- 
Few এবং A few ব্যবহৃত হয় Countable nouns এর সাথে। 
- 
Little ও Few হলো negative quantifier determiners, অর্থাৎ খুব অল্প বা প্রায় নেই। 
ব্যবহারের অর্থ অনুযায়ী:
- 
অল্প কয়েকটি অর্থে Countable noun এর আগে A few ব্যবহৃত হয়। 
- 
অল্প একটু বা সামান্য অর্থে Uncountable noun এর আগে A little ব্যবহৃত হয়। 
- 
A few বা A little উভয়ের অর্থ হলো Some (অল্প কয়েকটি বা অল্প পরিমাণ)। 
প্রদত্ত বাক্যের ব্যাখ্যা:
- 
বাক্যে money একটি Uncountable noun, তাই এখানে Little/A little ব্যবহার হবে। 
- 
বাক্যটি বোঝাচ্ছে এখনও কিছু টাকা আছে, তাই Little নয়, বরং a little money in my pocket ব্যবহার হবে। 
- 
A little অর্থ হলো: অল্প একটু বা সামান্য। 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
A comic novel, "Tom Jones" was penned by-
Created: 1 month ago
A
Jonathan Swift
B
Henry Fielding
C
Samuel Richardson
D
Jane Austen
Tom Jones হলো Henry Fielding-এর লেখা একটি বিখ্যাত comic novel, যা ১৮ শতকের ইংরেজি সাহিত্যে বিশেষ স্থান দখল করে।
- 
Novel: Tom Jones - 
লেখক: Henry Fielding 
- 
পূর্ণ শিরোনাম: The History of Tom Jones, a Foundling 
- 
ধরণ: Comic novel / Picaresque Novel 
- 
প্রকাশিত: ১৭৪৯, ১৮ শতকের প্রথমার্ধ 
- 
রোমান্স প্লটের উপরে লেখা 
 
- 
- 
Short Summary: - 
Tom Jones একজন অনাথ যুবক, যাকে Squire Allworthy সন্তানের মতো লালন-পালন করেন। 
- 
Squire Allworthy উদার ও দয়ালু জমিদার, যিনি Tom-এর প্রতি বিশেষ যত্নশীল। 
- 
বড় হয়ে Tom তার প্রতিবেশী Sophia Western-এর প্রেমে পড়ে, কিন্তু নানা বাধার সম্মুখীন হয়। 
- 
Tom-এর অনাথ পরিচয় ও তার চরিত্রের কিছু দুর্বলতা তাদের মিলনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 
- 
Tom-এর দুঃসাহসিক অভিযান, বিভিন্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ এবং জীবনের নানা ঘটনার মধ্য দিয়ে গল্প এগিয়ে যায়। 
- 
শেষ পর্যন্ত Tom-এর প্রকৃত পরিচয় প্রকাশ পায়—সে Squire Allworthy-এর বোনের সন্তান। সমাজে তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং সে Sophia-এর সঙ্গে বিয়ে করতে সক্ষম হয়। 
 
- 
- 
Main Characters: - 
Squire Allworthy 
- 
Bridget Allworthy 
- 
Mrs. Wilkins 
- 
Tom Jones 
- 
Sophia Western 
- 
Jenny Jones 
- 
Dr. Blifil 
- 
Captain Blifil 
- 
Partridge 
- 
Molly Seagrim 
 
- 
- 
Henry Fielding (1707–1754): - 
ইংরেজি উপন্যাসিক ও নাট্যকার, 'The Age of Sensibility'-এর একজন প্রধান প্রতিনিধি 
- 
Samuel Richardson-এর সঙ্গে ইংরেজি উপন্যাসের founder হিসেবে পরিচিত 
- 
কমেডি এবং সামাজিক সমালোচনা নিয়ে লেখা তার কাজের জন্য সুপরিচিত 
- 
Picaresque Novel-এ খ্যাত 
- 
ছদ্মনাম: Captain Hercules Vinegar 
 
- 
- 
Famous Plays: - 
The Tragedy of Tragedies 
- 
Rape Upon Rape 
- 
The Temple Beau 
- 
The Miser 
- 
The Modern Husband 
 
- 
- 
Famous Novels: - 
Tom Jones 
- 
Amelia 
- 
Joseph Andrews 
 
- 
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 month ago
Choose the correct spelling-
Created: 1 day ago
A
spontaneity
B
spontanity
C
spontainity
D
spontainty
ব্যাখ্যা:
শব্দটির সঠিক বানান হলো “spontaneity”, যার অর্থ স্বতঃস্ফূর্ততা, অর্থাৎ কোনো কিছু স্বাভাবিকভাবে বা পূর্বপরিকল্পনা ছাড়াই ঘটার গুণ বা অবস্থা। এটি ইংরেজি শব্দ “spontaneous” থেকে উৎপন্ন, যা একটি adjective (বিশেষণ), এবং এর noun form হলো spontaneity।
শব্দগঠন বিশ্লেষণ:
- 
মূল শব্দ (Root word): spontaneous 
- 
বিশেষ্য রূপ (Noun form): spontaneity 
- 
Suffix (প্রত্যয়): -eity → যা “quality or state” বোঝাতে ব্যবহৃত হয় 
এখানে “spontaneous” শব্দের শেষাংশ -eous বাদ দিয়ে -eity যোগ করা হয়েছে। এটি একটি নিয়মিত শব্দগঠন প্রক্রিয়া, যেমন—
- 
courteous → courtesy 
- 
simultaneous → simultaneity 
- 
spontaneous → spontaneity 
অর্থ ও ব্যবহার:
‘Spontaneity’ শব্দটি কোনো কাজের naturalness, impulsiveness, বা unplanned behavior বোঝায়।
উদাহরণ:
- 
Children often act with great spontaneity. 
 (শিশুরা প্রায়ই স্বতঃস্ফূর্তভাবে আচরণ করে।)
- 
The performance lacked spontaneity. 
 (প্রদর্শনীতে স্বতঃস্ফূর্ততার অভাব ছিল।)
ভুল বিকল্পগুলোর বিশ্লেষণ:
- 
(খ) spontanity: ভুল, কারণ এখানে “ane” অংশটি বাদ গেছে, যা শব্দের গঠন নষ্ট করে। 
- 
(গ) spontainity: ভুল, কারণ “ain” এর পরিবর্তে “ane” ব্যবহার করা উচিত। 
- 
(ঘ) spontainty: ভুল, কারণ “anei” ধ্বনি সঠিকভাবে প্রকাশিত হয়নি; এটি উচ্চারণ ও বানান উভয় দিক থেকেই ভুল। 
উচ্চারণ: /spɒn.təˈneɪ.ɪ.ti/
এখানে “neɪ” অংশের কারণে “aneity” বানানটি সঠিক হয়, কারণ “neɪ” ধ্বনিটি -aneity এর মাধ্যমেই তৈরি হয়।
মনে রাখার সহজ কৌশল:
“spontaneous” + “-eity” → spontaneity
অর্থাৎ, adjective এর শেষে থাকা “ous” বাদ দিয়ে “eity” যোগ করলেই সঠিক noun form পাওয়া যায়।
অতএব, সঠিক বানান এবং ব্যাকরণগতভাবে গ্রহণযোগ্য রূপ হলো spontaneity, যার অর্থ স্বতঃস্ফূর্ততা বা প্রাকৃতিক আচরণের গুণ।
 
                                    
                                
                                
                                
                                0
Updated: 1 day ago