কোনটির জন্য পুষ্প রঙ্গিন ও সুন্দর হয়?
A
ক্রোমোপ্লাস্ট
B
ক্লোরোপ্লাস্ট
C
ক্রোমাটোপ্লাস্ট
D
লিউকোপ্লাস্ট
উত্তরের বিবরণ
প্লাস্টিড
-
প্লাস্টিড হলো উদ্ভিদ কোষের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু।
-
এর প্রধান কাজ হলো: খাদ্য তৈরি করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদকে রঙিন ও আকর্ষণীয় করে তোলা, যা পরাগায়নে সাহায্য করে।
-
প্লাস্টিড মূলত তিন ধরনের: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, এবং লিউকোপ্লাস্ট।
ক্রোমোপ্লাস্ট
-
ক্রোমোপ্লাস্ট হলো রঙিন প্লাস্টিড, তবে সবুজ নয়।
-
এদের মধ্যে থাকে বিভিন্ন রঞ্জক পদার্থ যেমন: জ্যান্থফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন।
-
রঞ্জকের কারণে উদ্ভিদের বিভিন্ন অংশ হলুদ, লাল বা নীল দেখায়।
-
ক্রোমোপ্লাস্টের এই রঙিন বৈশিষ্ট্যের ফলে ফুল, পাতা ও অন্যান্য অংশ আকর্ষণীয় হয়।
-
উদাহরণ: রঙিন ফুল, পাতা এবং গাজরের মূলে ক্রোমোপ্লাস্ট থাকে।
-
প্রধান কাজ: ফুলকে রঙিন ও সুন্দর করে পরাগায়নে সাহায্য করা।
-
এরা বিভিন্ন রঞ্জক পদার্থ তৈরি করে সঞ্চয় করে রাখে।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি
0
Updated: 1 month ago
এনজিওপ্লাস্টি হচ্ছে-
Created: 2 months ago
A
হৃৎপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
B
হৃৎপিণ্ডে নতুন শিরা সংযোজন
C
হৃৎপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
D
হৃৎপিণ্ডের টিস্যুতে নতুন টিস্যু সংযোজন
এনজিওপ্লাস্টি
এনজিওপ্লাস্টি হচ্ছে হৃৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো।
এনজিও (Angio) শব্দের অর্থ হল রক্তনালী এবং প্লাস্টি (Plasty) শব্দের অর্থ হল ঢিলা করে দেওয়া।
- এই পদ্ধতিতে হৃৎপিন্ডের রক্তনালীর মধ্যের চর্বি জমে সরু হয়ে যাওয়া পথ প্রশস্থ বা ঢিলা করে দেওয়া হয়।
- যে পথে এনজিওগ্রাম করা হয়েছিল সেই একই পথে ক্যাথেটারের সংগে বেলুন প্রবেশ করানো হয়।
- তারপর ওই বেলুন ফুলিয়ে করনারী ধমনীর সরু অংশকে প্রশস্থ করা হয়।
- এতে করে ধমনীর ভেতরের রক্তের প্রবাহ স্বাভাবিক হয়।
- ধমনীর এই প্রশস্থতা ধরে রাখতে রিং বসানো হয়।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।
0
Updated: 2 months ago
আকাশে বিদ্যুৎ চমকায় -
Created: 2 months ago
A
মেঘের অসংখ্য জলকণা/বরফকণার মধ্যে চার্জ সঞ্চিত হলে
B
দুখণ্ড মেঘ পরস্পর সংঘর্ষ হলে
C
মেঘের মধ্যে বিদ্যুৎ কোষ তৈরি হলে
D
মেঘ বিদ্যুৎ পরিবাহী অবস্থায় এলে
যখন আকাশে মেঘের মধ্যে প্রচুর পানি ও বরফ কণা থাকে, তখন সেখানে চার্জ জমে।
যদি ধনাত্মক ও ঋণাত্মক চার্জযুক্ত মেঘ একে অপরের কাছে আসে, তবে আকর্ষণের কারণে চার্জ দ্রুত এক মেঘ থেকে অন্য মেঘে চলে যায়।
এই দ্রুত চার্জের চলাচলের সময় যে তীব্র আলো দেখা যায়, তাকে আমরা বিজলী চমকানো বলি।
উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
0
Updated: 2 months ago
মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি?
Created: 3 weeks ago
A
চারটি
B
পাঁচটি
C
তিনটি
D
দুইটি
মানুষের রক্তকে মূলত চারটি ভাগে ভাগ করা যায়, যথা O, A, B এবং AB। রক্তের গ্রুপ বা ব্লাড গ্রুপ নির্ধারণ করা হয় লোহিত রক্ত কণিকার (RBC) প্লাজমা মেমব্রেনে থাকা অ্যান্টিজেনের উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে।
মানুষের রক্তে প্রধানত A এবং B ধরণের অ্যান্টিজেন থাকতে পারে, যা রক্তের শ্রেণীবিন্যাস নির্ধারণে গুরুত্বপূর্ণ।
-
O রক্তের গ্রুপ
-
O গ্রুপের RBC-এর ঝিল্লিতে কোন অ্যান্টিজেন নেই।
-
O রক্তের গ্রুপের ব্যক্তি সাধারণত সর্বজনীন রক্ত দাতা হিসেবে পরিচিত।
-
তারা শুধুমাত্র O রক্তের গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে।
-
-
AB রক্তের গ্রুপ
-
AB গ্রুপের RBC-তে A এবং B দুটি অ্যান্টিজেনই থাকে।
-
AB রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলা হয়, কারণ তারা সব রক্তের গ্রুপ গ্রহণ করতে পারে।
-
শুধুমাত্র AB গ্রুপের ব্যক্তিদের রক্ত দিতে পারে।
-
-
A রক্তের গ্রুপ
-
A গ্রুপের RBC-তে A অ্যান্টিজেন থাকে।
-
A গ্রুপের ব্যক্তি শুধুমাত্র A এবং O রক্তের গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে।
-
তারা রক্ত দিতে পারে A এবং AB রক্তের গ্রুপের ব্যক্তিদের।
-
-
B রক্তের গ্রুপ
-
B গ্রুপের RBC-তে B অ্যান্টিজেন থাকে।
-
B গ্রুপের ব্যক্তি শুধুমাত্র B এবং O রক্তের গ্রুপ থেকে রক্ত গ্রহণ করতে পারে।
-
তারা রক্ত দিতে পারে B এবং AB রক্তের গ্রুপের ব্যক্তিদের।
-
0
Updated: 3 weeks ago