দেশে এক ফসলি জমির পরিমাণ কত? (কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ–২০২৪)
A
৫০ লক্ষ ৪৯ হাজার একর
B
৪৫ লক্ষ ৯৩ হাজার একর
C
৪৭ হাজার একর
D
১ কোটি ০১ লক্ষ ৪০ হাজার একর
উত্তরের বিবরণ
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২২-২০২৩ অনুযায়ী --
-
মোট আবাদযোগ্য জমি - ৩ কোটি ৯২ লক্ষ ৯৬ হাজার একর।
-
মোট আবাদী জমি - ১ কোটি ৯৮ লক্ষ ২৯ হাজার একর।
-
আবাদযোগ্য নয় এমন জমির পরিমাণ - ৮৩ লক্ষ ৫৮ হাজার একর।
-
বনাঞ্চল - ৬৩ লক্ষ ৬৩ হাজার একর।
তার মধ্যে---
-
এক ফসলি জমি - ৫০ লক্ষ ৪৯ হাজার একর।
-
দুই ফসলি জমি - ১ কোটি ০১ লক্ষ ৪০ হাজার একর।
-
তিন ফসলি জমি - ৪৫ লক্ষ ৯৩ হাজার একর।
-
চার ফসলি জমি - ৪৭ হাজার একর।
উৎস: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ – ২০২৪ (বিবিএস)
0
Updated: 1 month ago
বর্তমানে চা বোর্ডের অধীনে বাংলাদেশের নিবন্ধিত চা বাগানের সংখ্যা কয়টি? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
১৬৫টি
B
১৬৮টি
C
১৭০টি
D
১৭২টি
বাংলাদেশে চায়ের চাষাবাদ শুরু হয় ১৮৪০ সালে এবং ১৮৫৪ সালে সিলেটের মালনিছড়ায় প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠা করা হয়। স্বাধীনতার পূর্ব পর্যন্ত দেশে চা আবাদ সীমিত ছিল শুধুমাত্র দুইটি জেলায়। পরবর্তীতে হবিগঞ্জ ও মৌলভীবাজারে আরও চা বাগান তৈরি হয়। বাংলাদেশ চা বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১৭০টি নিবন্ধিত চা বাগান রয়েছে।
-
বাংলাদেশে চা চাষের শুরু: ১৮৪০
-
প্রথম বাণিজ্যিক চা বাগান: ১৮৫৪, সিলেটের মালনিছড়া
-
স্বাধীনতার পূর্ব চা চাষের জেলা: সিলেট ('সুরমা ভ্যালি') ও চট্টগ্রাম ('হালদা ভ্যালি', বর্তমানে চট্টগ্রাম ভ্যালি)
-
পরবর্তীতে চা বাগান বৃদ্ধি: হবিগঞ্জ ও মৌলভীবাজার
-
বর্তমানে নিবন্ধিত চা বাগান: ১৭০টি
-
সর্বাধিক চা বাগান: মৌলভীবাজার (৯০টি)
0
Updated: 1 month ago
নিচের কোনটি উচ্চ ফলনশীল আলুর জাত?
Created: 1 month ago
A
প্রতিভা
B
চমক
C
প্রভাতী
D
ময়না
উচ্চ ফলনশীল ফসল ও ফলের জাতসমূহ দেশের কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ। কৃষি বিশেষজ্ঞরা বিভিন্ন ফসলের জন্য উচ্চ ফলনশীল জাত নির্ধারণ করেছেন, যা বিভিন্ন অঞ্চলের মাটির ধরন ও জলবায়ুর সঙ্গে খাপ খায়।
উচ্চ ফলনশীল কলার জাত: সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর, অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী।
উচ্চ ফলনশীল আলুর জাত: হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা।
উচ্চ ফলনশীল গমের জাত: কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব।
উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত: সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি।
উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত: গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত।
উচ্চ ফলনশীল ধানের জাত: বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি।
উচ্চ ফলনশীল আমের জাত: মহানন্দা, ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, আম্রপালি, গোপালভোগ, সূর্যপুরী, হিমসাগর, মোহনভোগ।
উচ্চ ফলনশীল ভুট্টার জাত: বর্ণালি, শুভ্রা, খই, মোহর।
0
Updated: 1 month ago
বর্তমানে আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা কোনটি?
Created: 1 month ago
A
দিনাজপুর
B
কুমিল্লা
C
ময়মনসিংহ
D
বরিশাল
বাংলাদেশে ধান চাষ দেশের কৃষিকাজের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা মোট কৃষি জমির প্রায় ৮০-৮৫ শতাংশে চাষ করা হয়। ধান উৎপাদন বিভিন্ন প্রকারভেদে জেলা ও বিভাগভিত্তিকভাবে পরিবর্তিত হয় এবং কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৪ অনুযায়ী এর সর্বশেষ তথ্য নিম্নরূপ:
-
ময়মনসিংহ জেলা ধান উৎপাদনে সর্বাধিক।
-
বিভাগ অনুযায়ী, রংপুর বিভাগে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
-
আউশ ধান উৎপাদনে শীর্ষে রয়েছে কুমিল্লা জেলা।
-
আমন ধান উৎপাদনে শীর্ষে রয়েছে দিনাজপুর জেলা।
-
বোরো ধান উৎপাদনে শীর্ষে রয়েছে ময়মনসিংহ জেলা।
0
Updated: 1 month ago