A
অক্সিজেন
B
কার্বন ডাই-অক্সাইড
C
নাইট্রোজেন
D
জলীয় বাষ্প
উত্তরের বিবরণ
সালোকসংশ্লেষণ (Photosynthesis)
সবুজ উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে বায়ু থেকে কার্বন ডাই-অক্সাইড এবং মাটির পানি ব্যবহার করে নিজের জন্য খাদ্য তৈরি করে। এই খাদ্য মূলত কার্বোহাইড্রেট বা শর্করাজাতীয় ধরনের হয়।
এই প্রক্রিয়াটিকে সালোকসংশ্লেষণ বলা হয়।
সালোকসংশ্লেষণের জন্য যা লাগে:
-
পানি (H₂O) – উদ্ভিদের মূল ও কোষ থেকে আসে।
-
কার্বন ডাই-অক্সাইড (CO₂) – বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে।
-
সূর্যালোক – সূর্য থেকে আসে।
-
ক্লোরোফিল – উদ্ভিদের সবুজ অংশে উপস্থিত রঞ্জক।
সংক্ষেপে, উদ্ভিদ সূর্যের আলোকে ব্যবহার করে পানি ও কার্বন ডাই-অক্সাইডকে খাদ্যে রূপান্তরিত করে।
উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

0
Updated: 1 day ago
জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্মি কোনটি?
Created: 1 month ago
A
আলট্রা-ভায়োলেট রশ্মি
B
বিটা রশ্মি
C
আলফা রশ্মি
D
গামা রশ্মি
জীবজগতের জন্য গামা রশ্মি সবচেয়ে বেশি ক্ষতিকর।
-
গামা রশ্মির ভেদ করার ক্ষমতা আলফা ও বিটা রশ্মির চেয়ে অনেক বেশি।
-
এটি সীসা প্রায় কয়েক সেন্টিমিটার পর্যন্ত পার করতে পারে।
-
সূর্যের আলট্রাভায়োলেট (অতিবেগুনি) রশ্মি তেজস্ক্রিয় রশ্মির তুলনায় কম ক্ষতিকর।
-
গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে ছোট হওয়ায় এর ভেদন ক্ষমতাও সবচেয়ে বেশি।
-
পারমাণবিক বিস্ফোরণের সময় গামা রশ্মি মুক্ত হয়।
-
বিটা ও আলফা রশ্মি গামার তুলনায় কম ক্ষতি করে।
উৎস: নাসা ওয়েবসাইট।

0
Updated: 1 month ago
কোনটি এন্টিবায়োটিক?
Created: 3 weeks ago
A
ইনসুলিন
B
পেপসিন
C
পেনিসিলিন
D
ইথিলিন
পেনিসিলিন হলো একটি গুরুত্বপূর্ণ এন্টিবায়োটিক, যা জীবাণু নিধনে ব্যবহৃত হয়। এটি আবিষ্কার করেন সার আলেকজান্ডার ফ্লেমিং ১৯২৯ সালে।
-
ডায়াবেটিস রোগ ঘটে যখন শরীরে ইনসুলিন হরমোনের অভাব থাকে।
-
পেপসিন হলো একটি এনজাইম, যা প্রোটিন পরিপাকে সাহায্য করে।
-
ফলের পাকা প্রক্রিয়ায় ভূমিকা রাখে একটি ফাইটোহরমোন যার নাম ইথিলিন।
উৎস: ব্রিটানিকা অভিধান এবং একাদশ–দ্বাদশ শ্রেণির উদ্ভিদবিজ্ঞান বই।

0
Updated: 3 weeks ago
নিচের কোনটি ক্ষারকীয় অক্সাইড?
Created: 1 month ago
A
P4O10
B
MgO
C
CO
D
ZnO
ক্ষারকীয় অক্সাইড হলো এমন ধরনের অক্সাইড যা পানিতে মিলিয়ে ক্ষারীয় পদার্থ তৈরি করে।
MgO (ম্যাগনেশিয়াম অক্সাইড) একটি ধাতব অক্সাইড এবং এটি সাধারণত ক্ষারকীয় হয়।
যখন MgO পানির সঙ্গে মিশে, তখন এটি ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড (Mg(OH)₂) তৈরি করে, যা একটি ক্ষার।
সুতরাং, ম্যাগনেশিয়াম অক্সাইড একটি সাধারণ ক্ষারকীয় অক্সাইড, কারণ এতে অক্সাইড আয়ন থাকে।

0
Updated: 1 month ago